
পিরোজপুরের ইন্দুরকানীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চরখোলপটুয়া কঁচা নদীর মোহনায় এই ঘটনা ঘটে।
নিহতরে নাম জাকির আকন (৩৫)। উপজেলার খোলপটুয়া গ্রামের সায়েদ আকনের ছেলে ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
স্থানীয়রা জানায়, সকালে জাকির বাগদার রেনু ধরতে কঁচা দনীতে যান। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। পরে এলাকাবাসী জাকিরকে উদ্ধার করে চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মিজানুর রহমান জানান, বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।