
বলিউড সিনেমা নিয়ে কিছুটা বিরূপ মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় সিনেমা মানেই নিতম্ব এবং স্তনটা প্রদর্শন করা এমন বিস্ফোরক মন্তব্য করেছন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
যদিও এই বিষয়টি বছরখানেক আগে বলেছিলেন পিগি চপস। তবে সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উঠেছে সমালোচনার ঝড়।
প্রিয়াঙ্কা বছর তিনেক আগে অর্থাৎ ২০১৬ সালে অভিনেত্রী এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে রেড কার্পেটে হেঁটে সকলের নজরে এসেছিলেন। রেড কার্পেটে কিছুটা হাঁটার পরেই সাংবাদিকরা তাকে একাধিক প্রশ্ন নিয়ে। এই সময় একজনের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করে বসেন।
এই অভিনেত্রী জানান, “ভারতীয় ফিল্ম মানেই শুধু স্তন এবং নিতম্ব! এখানে নাচতে গেলে সব কিছুই নিতম্ব আর স্তনের মুভমেন্ট হওয়া সবথেকে বেশি জরুরি।” পাশাপাশি ক্যামেরার সামনে নিজেও নেচে দেখান অভিনেত্রী।
ভিডিওটি ভাইরাল হতেই নায়িকার বিরুদ্ধে কুৎসিত মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। ভারতীয় সংস্কৃতি নিয়ে এরকম মন্তব্য করায় নায়িকার ফ্যানেরাও তাঁর বিরুদ্ধে মুখ খোলে। অনেকের মতেই নায়িকা হলিউড স্টার হয়ে গিয়েছে বলে নিজেকে অনেকে বিশাল কিছু ভেবে নিয়েছেন।