আজঃ বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

আফতাবনগরে পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত:রবিবার ২৮ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীর আফতাবনগরে একটি খালে গোসল করতে নেমে তামজিদ আহমেদ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া দুই বন্ধু শাহিল রহমান ও শাহিদ হাবিবুল্লাহ জানান, তামজিদের বাসা শান্তিবাগ গুলবাগ এলাকায়। তামজিদ ও শাহিল ইস্কাটনের বিয়াম স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র। আর শাহিদ পড়ে ঢাকা সিটি কলেজের ১ম বর্ষে। প্রতি সপ্তাহে একদিন তারা গোসল করতে আফতাবনগরের শেষ মাথায় চায়রা ফ্যাক্টরির পাশের একটি খালে যায় গোসল করতে। আজ তারা ৪ বন্ধু মিলে যায় সেখানে। তারা ৩ জন গোসল করতে নামে আর ধ্রুব নামে এক বন্ধু পাড়ে দাঁড়িয়ে ছিল। সাঁতরে এক পাড় থেকে আরেক পাড়ে যায় তারা। সাঁতার জানলেও তামজিদ সেই পাড় থেকে আবার ফেরার সময় পানিতে তলিয়ে যায়। অন্য বন্ধুরা পাড়ে পৌঁছানোর পর তামজিদকে দেখতে না পেয়ে পানির নিচে খোঁজাখোঁজি শুরু করে। ৫ থেকে ৬ মিনিট পর তাকে পানির নিচ থেকে পাড়ে তুলে। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, আফতাবনগর চায়না ফ্যাক্টরির পাশে একটি খালে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে না গেলে বোঝা যাবে না এটা কোন থানার আওতায় পড়েছে। তবে আফতাবনগর খালটি কিছু অংশ খিলগাঁও থানায়, বাকি অংশ বাড্ডা থানাধীন। বিস্তারিত জানার জন্য পুলিশের টিম পাঠানো হয়েছে।


আরও খবর



আর্থিক খাতের রাঘব বোয়ালদের ধরা হবে: অর্থ উপদেষ্টা

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) নগরীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্টের (বিআইজিএম) সভা শেষে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। আশা করি চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে। আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরানবাজারে দেখলে হবে না অন্যান্য বাজার দেখতে হবে। কাওরানবাজারে চারবার হাত বদল হয় নিত্যপণ্যের এটা বন্ধ করা হবে।

শিল্প কারখানা কারখানা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিক এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটা সমাধান হবে।

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, একটা ইউনিট আগে চালু হোক। এরপরে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে। আগে একটা চালু হোক।


আরও খবর



নিহত সাংবাদিক তুরাবের পরিবারের পাশে জামায়াতে ইসলামী

প্রকাশিত:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
এস এ শফি, সিলেট

Image

সিলেটে গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারকে এক লক্ষ টাকা অর্থসহযোগিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষে এ অর্থ প্রদান করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

১৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলামের নেতৃত্বে উপর্যুক্ত ব্যক্তিবর্গ শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বাসায় যান। তাঁরা তুরাবের পরিবারের খোঁজ খবর নেন।

এসময় তুরাবের বড় ভাই আবুল আহসান মো: আজরফের কাছে আমীরে জামায়াতের দেয়া এক লক্ষ টাকা প্রদান করেন।

এসময় আবেগঘন পরিবেশে ফখরুল ইসলাম বলেন, সিলেটের প্রত্যেক শহীদ পরিবারে জামায়াত এক লক্ষ টাকা করে অর্থ সহযোগিতা করেছে। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তুরাবসহ প্রতিটি হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহপাক যেন তুরাবের মৃত্যুকে শহীদ হিসেবে কবুল করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুল ইসলাম বাবুল। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, প্রভাতবেলার সহ সম্পাদক মুহিব আলী, দৈনিক জালালাবাদ এর নিউজ ইনচার্জ আহবাব মোস্তফা খান ও স্টাফ ফটো গ্রাফার হুমায়ুন কবির লিটন।

নিউজ ট্যাগ: সিলেট

আরও খবর



মুশফিকের সেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:শনিবার ২৪ আগস্ট 20২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটার। তবে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না কেউই। সাদমান ইসলাম তো খুব কাছে গিয়ে ৭ রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন। চতুর্থ দিনে এসে বাংলাদেশ দলের শতকের আক্ষেপ ঘোচালেন মুশফিকুর রহিম। দিনের প্রথম সেশনে শতক পূর্ণ করেছেন অভিজ্ঞ এই ব্যাটার।

চতুর্থ দিনের প্রথম সেশনটা বাংলাদেশের পক্ষেই গিয়েছে। এই সেশনে ২৫ ওভার ব্যাটিং করে ৬৭ রান করেছে টাইগাররা। উইকেট হারিয়েছে একটি। চতুর্থ দিনের মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রান।           

প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে এখনও ৫৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল শান মাসুদের দল।

চতুর্থ দিনের শুরুটা দেখেশুনেই করেছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক এবং লিটন দাস। তবে রান এগিয়েছে খুব ধীরগতিতে। আগের দিন অর্ধশতক পেরোনো লিটন এদিন ৪ রানের বেশি যোগ করতে পারেননি। ব্যক্তিগত ৫৬ রানে নাসিম শাহর শিকার হয়ে ফেরেন তিনি।

মুশফিকও আউট হতে পারতেন আগেভাগেই। তবে আম্পায়ারের দেয়া এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বেঁচে যান তিনি। আর মধ্যাহ্নবিরতির ঠিক আগে আগে তুলে নেন ক্যারিয়ারের একাদশ টেস্ট সেঞ্চুরিও। সব ফরম্যাট মিলিয়ে এটি এই ক্রিকেটারের ২০তম সেঞ্চুরি। 

২০৮ বলে ১০১ রান করে অপরাজিত আছেন মুশফিক। উইকেটের অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তিনি অপরাজিত আছেন ১৭ রানে।


আরও খবর
ভারত সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




বাঁশখালীতে যুবলীগ নেতাকে গণপিটুনি

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
রাহুল সরকার, চট্টগ্রাম ব্যুরো

Image

বাঁশখালীতে রবিবার (১ সেপ্টেম্বর) সকালে আহমদ কবির নামে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে গ্রেফতার দেখানোর পাশাপাশি হাসপাতালে ভর্তি করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। মেম্বার আহমদ কবির পশ্চিম চাম্বল এলাকার সাবেক মেম্বার মোজাহের আহমদের পুত্র।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এস আই কামরুল হাসান কায়কোবাদ জানান, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ কবিরকে গ্রেফতার করা হয়েছে। 

বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদের নেতৃত্বে বাঁশখালী থানা পুলিশ চাম্বলের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে তাকে কতিপয় ব্যক্তি মারধর করেছে। তার অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ: চট্টগ্রাম

আরও খবর



আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে: ভারত

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি, অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে নয়াদিল্লি।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে, ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়।

নয়াদিল্লির দাবি, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে।

বিবৃতিতে বলা হয়েছে, ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে- বাংলাদেশের ১২০ কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার (প্রায় ৩০ মিটার) বাঁধ, যা বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে এবং সেখান থেকে বাংলাদেশও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পায়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রায় ১২০ কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর, সোনামুড়া এবং সোনামুরা ২-এ তিনটি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। গত ২১ আগস্ট থেকে সমগ্র ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে অতিরিক্ত পানি প্রবাহের কারণে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীগুলোতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্যই দুর্ভোগ সৃষ্টি করে। এটি সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

যেহেতু দুই দেশে ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, তাই নদীগুলোর পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানিসম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।


আরও খবর
উত্তর প্রদেশে মাথাবিহীন নারীর লাশ উদ্ধার

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪