আজঃ সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দেন।

সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তার সরকারের আমলে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেই স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এস কে) মোরসেদও পদত্যাগ করেছেন।

এদিকে আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন।


আরও খবর



সালমান এফ রহমান ও আনিসুল হকের ওপর ডিম নিক্ষেপ

প্রকাশিত:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয় আনিসুল ও সালমানকে। এ সময় তাদের বহনকারী ভ্যান আদালত প্রাঙ্গণে পৌঁছলে সেখানে উপস্থিত সাধারণ জনতা তাদের উদ্দেশে ডিম নিক্ষেপ করেন।

এর আগে রাজধানীর সাইন্সল্যাবে হকার মৃত্যুর ঘটনায় তাদের দুজনকে আসামি করা হয়। হকার শাহজাহান হত্যায় তার মা বাদী হয়ে নিউমার্কেট থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। এই মামলায় দুজনকে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।

বুধবার দুপুরে নিউমার্কেট থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, নিরাপত্তার স্বার্থে তাদের ডিবিতে রাখা হয়েছিল। ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে উপস্থাপন করে ১০ দিন রিমান্ড চাইবে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের তথ্য আসে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্যান্য মন্ত্রী-এমপির মতো এই দুজনও আত্মগোপনে চলে যান। এর মধ্যে সালমান এফ রহমানের বিদেশ পালিয়ে যাওয়ার খবরও বের হয়। গতকাল পুলিশ তাকেসহ আনিসুল হককে গ্রেপ্তারের তথ্য জানায়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র ও একজন হকার। পরের দিন ওই ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, এই মামলাগুলোতে আসামিদের নাম অজ্ঞাত হিসেবে ছিল। তদন্তে নিশ্চিত হয়ে শেখ হাসিনা সরকারের ওই দুই প্রভাবশালীকে ইন্ধনদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে চলে যান। পাশাপাশি দলটির নেতারাও আছেন আত্মগোপনে। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে।

নিউজ ট্যাগ: সালমান এফ রহমান

আরও খবর



কাঠ ব্যবসায়ীদের জন্য অস্তিত্ব হারাচ্ছে রাউজানের নামকরা প্রসিদ্ধ কালাচাঁন চৌধুরী হাট

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
শাহাদার হোসেন সাজ্জাদ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

Image

উত্তর চট্টগ্রামের নামকরা প্রসিদ্ধ কালাচাঁন চৌধুরী হাটের অস্তিত্ব হারাচ্ছে কাঠ ব্যবসায়ীদের জন্য। হাটের জায়গায় অবৈধ দখল নিয়ে কাঠ ব্যবসায়ীরা স্তূপ করে রাখেন কাঠ। ফলে কাঁচাবাজার বসার কোনো জায়গায় না সাপ্তাহিক বাজার বসে না।

তৎকালীন ব্রিটিশ শাসন আমলে চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামের জমিদার কালাচাঁন চৌধুরী সর্তা খালের পাশে বাজারটি  প্রতিষ্ঠা করেন।সপ্তাহে বুধ-রবিবার দুই দিন এই হাটে নানা ধরনের শাক সবজি পাওয়া যেতো। হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের মানুষের কাছে কাঁচা বাজারের জন্য প্রসিদ্ধ ছিল কালাচাঁন চৌধুরী হাট।সপ্তাহিক এই হাটে দূর- দূরান্ত থেকে এলাকার কৃষকের উৎপাদিত শাক-সবজি বিক্রির জন্য নিয়ে আসতো ব্যবসায়ীরা। শাক সবজির পাশাপাশি এই হাটে মাছ, মাংসসহ অনন্য নিত্যপণ্য ইত্যাদি পাওয়া যেতো। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ী, ক্রেতা- বিক্রেতার পদচারণায় মুখর থাকতো এই কালাচাঁন চৌধুরী হাট। অদূরে শুনা যেতো বাজারে আসা মানুষের শব্দ।কিন্তু এখন আর আগের মতো নেই সেই প্রাণচাঞ্চল্য হাটটি। বাজারের জায়গা বেদখল হয়ে গেছে কাঠ ব্যবসায়ীদের হাতে। কাঠ ব্যবসায়ীরা জলপথে ও গাড়ি যোগে প্রতিদিন বিপুল পরিমান কাঠ গহিরা কালাচাঁন চৌধুরী হাটে এনে বাজারের বিশাল জায়গা দখল নিয়ে স্তুূপ করে রাখেন কাঠের পাহাড়। ফলে কাঁচা বাজার বসার কোন জায়গায় থাকে না।

তবে ২০১৩ সালে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী সরকারি অর্থায়নে কালাচাঁন চৌধুরী হাটে তিনটি বাজার শেঠ নির্মাণ করে দিলেও এক যুগধরে মিলে না কালাচাঁন চৌধুরী হাট। সরকারি অর্থায়নে নির্মাণ করা দুইটি বাজার শেঠ দখল করে ফার্নিচারের দোকান ও কারখানা গড়ে তুলেছে কাঠ ব্যবসায়ীরা। আরেকটি বাজার শেঠে স্থানীয় দুই-তিন জন সবজি বিক্রেতা তাদের জমিনের উৎপাদিত শাক-সবজি বিক্রি করতে দেখা গেছে।

বুধবার বাজারে শাক-সবজি বিক্রি করতে আসা বৃদ্ধ আনোয়ার পাশা বলেন, এক সময় কালাচাঁন চৌধুরী হাটে যে জৌলুস ছিল, এখন তা আগের মত নেই।অবৈধ দখলদারদের কবলে পড়ে ক্রমেই অস্তিত্ব হারাচ্ছে দেড়শত বছরের ঐতিহ্যবাহী কালাচাঁন চৌধুরী  হাট।

স্থানীয় লোকজন ও হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কালাচাঁন চৌধুরী হাট লাখ টাকার মূল্য ইজারা ডাক হতো।সরকার পেতো রাজস্ব আয়। এখন হাটের ইজারা ডাক হলেও কেউ দিতে চাই না ইজারা। ফলে রাজস্ব আয় পাচ্ছে না।

গহিরা কাঠ ব্যবসায়ী জাহেদ মেম্বার বলেন, গহিরা চৌমুহনীতে প্রতিদিন সকাল বিকাল কাঁচা বাজার বসে। যার কারণে এই হাটে ব্যবসায়ীরা আসে না। কাঠ ব্যবসায়ীদের দখলে থাকার প্রসঙ্গে জানতে চাই তিনি বলেন, কাঠ ব্যবসায়ীদের জায়গায় তাঁরা কাঠ স্তূপ করে রেখেছে। বাজারের জায়গা দখল করেনি। স্থানীয়রা কালাচাঁন চৌধুরী হাটের ঐতিহ্য ফিরে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

এবিষয়ে রাউজান  উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, কালাচাঁন চৌধুরী হাটের জায়গা দখল করার কোনো সুযোগ নেই। যদি কালাচাঁন চৌধুরী হাটের জায়গায় গহিরা কাঠ ব্যবসায়ীদের দখলে থাকলে খতিয়ান দেখে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর



লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে আন্দোলন দমানো হয়েছিল: ডিএমপি কমিশনার

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:শনিবার ২৪ আগস্ট 20২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনে সংগঠিত ছাত্র-জনতার আন্দোলন দমাতে লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান।

আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অপেশাদারিত্বের কারণেই পুলিশ ছাত্র-জনতার মুখোমুখি দাঁড়িয়েছিল জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আন্দোলনে অনেকে লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে অভ্যুত্থান দমনের অপচেষ্টা করেছেন। সেগুলো খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ছাড়া নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিভাগীয় ব্যবস্থাও চলমান রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ৫০টি থানার মধ্যে ২২টি পুড়েছে, অনেক পুলিশ আহত- নিহত হয়েছে। যার জন্য এখনো অনেকটা আতঙ্কে আছে এ বাহিনী। তাই পুলিশ পূর্ণরূপে ফিরে আসতে কিছুটা সময় লাগবে।

এ সময় পুরো বাহিনীকে ঢেলে সাজানোর কথা জানিয়ে তিনি বলেন, যারা অপেশাদার আচরণ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া আন্দোলনের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ যারা অস্ত্র ব্যবহার করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। যেসব পুলিশ কর্মকর্তার ওপর আস্থার সংকট আছে তারা আর থাকবেন না। নতুন মুখ দেখতে পাবেন।

সাম্প্রতিক ঘটনায় হওয়া মামলায় ক্রিকেট তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নাম কীভাবে এলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাইনুল হাসান বলেন, সহিংসতায় অনেকেই অনেকভাবে সহযোগিতা করেছেন। কেউ অর্থ দিয়ে, কেউ বা বক্তৃতা-বিবৃতি দিয়ে উসকানি দিয়েছেন। এমন নানা বিষয়ে তাই মামলা হতেই পারে। আমরা তদন্তের সময় প্রমাণ সংগ্রহ করব।

যারা ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক সামলেছেন তাদের ধন্যবাদ জানিয়ে মাইনুল হাসান বলেন, যারা মনোবল বৃদ্ধিতে কাজ করেছেন, তাদেরকে ধন্যবাদ। এখন ট্রাফিক পুলিশকে সহায়তা করুন।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতায় নিহতের বিষয়ে তিনি বলেন, ডিএমপিতে নিহত হয়েছেন ১৪ জন পুলিশ সদস্য। এ সময় আহত হয়েছেন পুলিশের ৪২৭ সদস্য। এ ছাড়া সাধারণ নাগরিক নিহতের সঠিক তথ্য যাচাই করার চেষ্টা চলছে।


আরও খবর



প্রধান উপদেষ্টার তহবিলে ২৩ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশিত:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ৩০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এরমধ্যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতন ১ কোটি টাকা রয়েছে।

এছাড়া আর্থিকখাতের নিয়ন্ত্রক সংস্থাটি জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সাহায্যে গঠিত ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে আরও পাঁচ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এ অর্থ দেওয়া হবে।

বৃহস্প‌তিবার (২৯ আগস্ট) বাংলা‌দেশ ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জা‌নানো হয়েছে।

কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে দেশে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন এবং প্রায় চার শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়দায়িত্ব সরকার নেবে, এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

নূরজাহান বেগম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ৪০০ জনের উপরে ছাত্র-জনতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। অনেকের এক চোখ অন্ধ হয়ে গেছে, অনেকে দুই চোখেই দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমেরিকার সেবা নামক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কথা হয়েছে। যাদের চোখ অন্ধ হয়ে গেছে বা চোখে সমস্যা দেখা দিয়েছে, আমরা সেবা ফাউন্ডেশনকে তাদের তালিকা পাঠিয়েছি।


আরও খবর



টুপি-ওড়নায় ফিরল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

প্রকাশিত:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

পুরোনো ড্রেস কোডে ফিরেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ছেলে শিক্ষার্থীদের আগের মতো টুপি পরা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ওড়না। এর আগে ২০২০ সালে ড্রেস কোড পরিবর্তন করা হয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানটিতে। তবে মুসলিম বাদে অন্য ধর্মাবলম্বীদের ড্রেসকোডে কিছুটা পরিবর্তন থাকবে।

জানতে চাইলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইন বলেন, দীর্ঘদিন থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে এ ধরনের দাবি ছিল। তবে সম্প্রতি সরকারের পালাবদলের পর এ দাবি তীব্র হয়। এর প্রেক্ষিতেই গতকাল ড্রেস কোড পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুসলিম ভিন্ন অন্য ধর্মাবলম্বীদের ড্রেস কোডে কিছুটা পরিবর্তন থাকবে। সেটিও আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে আজ জানিয়ে দিয়েছি।

এদিকে ড্রেস কোড পরিবর্তনকে স্বাগত জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, অনেক চাপ সৃষ্টির পর আগের ড্রেস কোড ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ২০১৪ সাল পর্যন্ত যে ড্রেস কোড ছিল তা ফেরত আনা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আগের ড্রেস কোড ফিরিয়ে আনার দাবি ওঠে। এক পর্যায়ে গতকাল সোমবার (১২ আগস্ট) ড্রেস কোড পরিবর্তন করে প্রতিষ্ঠানটি।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণ সময়ে ছেলেদের নেভি ব্লু রঙের ফুল প্যান্ট, সাদা রঙের ফুল শার্ট/হাফ শার্ট, সাদা রঙের নেটের গোল টুপি, সাদা রঙের জুতা ও সাদা রঙের মোজা পরতে হবে। তবে শীতকালীন সময়ে এই ড্রেসের সঙ্গেই থাকবে নেভি ব্লু রঙের হাফ হাতা/ফুল হাতা সোয়েটার (প্রভাতী শাখার ছাত্রদের ফুল হাতা)।

মেয়েদের ক্ষেত্রে সাধারণ সময়ে সাদা রঙের সালোয়ার, সাদা রঙের কলার ও সাদা বেল্টসহ নীল রঙের ফ্রক (হাতা লম্বা হবে), মাথায় সাদা রঙের স্কার্ফ (প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত), গায়ে সাদা রঙের ওড়না ও একই রঙের ক্রস ওড়না (চতুর্থ থেকে দশম শ্রেণি পর্যন্ত), সাদা রঙের জুতা ও সাদা রঙের মোজা পরতে হবে। তবে শীতের সময় একই ড্রেসের সঙ্গে থাকবে নেভি ব্লু রঙের কার্ডিগান কলারসহ (সামনে বোতাম)।


আরও খবর
রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব

বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪