আজঃ রবিবার ১৯ মে ২০২৪
শিরোনাম

অর্থ সংকট : এগোনোর সব পথ বন্ধ হয়ে যাচ্ছে পাকিস্তানের

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারী 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারী 2০২3 | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

জাতীয় মুদ্রা রুপির মান প্রতিনিয়ত পড়তে থাকা, অসহনীয় মূল্যস্ফীতি, দেশজুড়ে জ্বালানি ও বিদ্যুতের ঘাটতির জেরে চরম সংকটের ঘূর্ণিপাকে পড়েছে পাকিস্তান। অর্থনীতিবিদদের ভাষ্য, পুরোপুরি দেউলিয়া হয়ে যাওয়া থেকে বর্তমানে মাত্র কয়েক কদম পেছনে রয়েছে দেশটি। বর্তমানে যে অবস্থা চলছে, তাতে কোনো মিত্র দেশও আর পাকিস্তানকে ‍ঋণসহায়তা দিতে ভরসা পাচ্ছে না। ফলে, এখন দেশটির সমানে একটিই উপায় আছে; আর তা হলো আইএমএফের ঋণ।

দেশের টালমাটাল অর্থনীতিকে স্থিতাবস্থায় আনতে ঋণের জন্য গত বছর থেকে আইএমএফে তদবির শুরু করেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার। কিন্তু আইএমএফ কিছু শর্ত প্রদান ব্যতীত এখনও ঋণ প্রদানের ব্যাপারে ইতিবাচক বা নেতিবাচক কোনো সাড়া দেয়নি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় থেকেই আইএমএফের ঋণের জন্য তদবির শুরু করেছিল পাকিস্তান। আইএমএফ তাতে সম্মত হয়েছিল এবং ঋণের কয়েক কিস্তি গ্রহণও করেছিল তৎকালীন সরকার।

আইএমএফের বিভিন্ন শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহার করা কিন্তু ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার শর্তটি মানতে রাজি না হওয়ায় ঋণের কিস্তি স্থগিত করেছিল আইএমএফ। বর্তমান শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের সামনেও একই শর্ত রেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ঋণদাতা সংস্থা। শেহবাজ শরিফও এই শর্ত মানতে প্রস্তুত ছিলেন না এবং তার প্রধান কারণ সামনের অক্টোবরে পার্লমেন্ট নির্বাচন হবে পাকিস্তানে; কিন্তু এই মুহূর্তে দেশটিতে স্থিতিশীলতা আনতে হলে এই শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তার সামনে।

বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ও পাকিস্তানের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ আবিদ হাসান এএফপিকে বলেন, আমরা একদম সড়কের শেষ মাথায় এসে পৌঁছেছি। (আইএমএফের ‍ঋণ ব্যতীত) সামনে আর কোনো পথ নেই। এ কারণে আইএমএফ এখন যা শর্ত দেয়, তা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই সরকারের সমানে। যদি সরকার (শর্ত) না মানে, সেক্ষেত্রে দেশ আর দু-এক মাসের মধ্যে নিশ্চিতভাবেই দেউলিয়া হয়ে যাবে এবং তখন পাকিস্তানের অবস্থা হবে শ্রীলঙ্কার মতো, কিংবা তার চেয়েও খারাপ।

একটি দেশের অর্থনৈতিক অবস্থা কতখানি খারাপ হতে পারে সাম্প্রতিক সময়ে তার সবচেয়ে বড় দৃষ্টান্ত শ্রীলঙ্কা। শাসকগোষ্ঠীর অদক্ষতা-অব্যবস্থাপনা, অপচয় ও ভুল নীতি গ্রহণের জেরে দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশটিতে অর্থনৈতিক কাঠামো বলতে বর্তমানে প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। সংকটে অতীষ্ঠ জনগণের ব্যাপক বিক্ষোভের মুখে এক পর্যায়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। বর্তমানে অবশ্য পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাও শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে খুব দূরে নেই বলে মনে করছেন পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকোনোমিক্সের গবেষক নাসির ইকবাল। এএফপিকে তিনি বলেন, পাকিস্তানের অর্থনীতি কার্যত ধসে পড়েছে।

বাড়ছে জীবনযাত্রার ব্যয়: কোনো দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে হলে কেন্দ্রীয় ব্যাংকে অন্তত ৩ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারের রিজার্ভ থাকতে হয়। পাকিস্তানের রিজার্ভে আছে মাত্র ৩৭০ কোটি ডলার। এই পরিমাণ ডলার দিয়ে বড়জোর ৩ সপ্তাহের আমদানি ব্যয় মেটাতে পারবে দেশটি। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে খাদ্য ও ওষুধ ব্যতীত অন্য আর কোনো পণ্য আমদানির অনুমতি দিচ্ছে না সরকার। এমনকি, কারখানায় শিল্পোৎপাদন ও নির্মাণশিল্পের জন্য  প্রয়োজনীয় রাসায়নিক ও অন্যান্য কাঁচামাল জাতীয় পণ্যও আমদানি করার অনুমতি দেওয়া হচ্ছে না।

রাসায়নিক ও কাঁচামাল আমদানির অনুমতি না মেলায় বর্তমানে এক রকম বন্ধ আছে পাকিস্তানের শিল্প কারখানা ও নির্মাণখাত। এমনকি সরকারি ভবন নির্মাণ সংক্রান্ত প্রকল্পগুলোও স্থগিত আছে। করাচির শহরতলী এলাকার পথে পথে এখন বসে থাকতে দেখা যায় বিপুল সংখ্যক দিনমজুর ও নির্মাণ শ্রমিককে। কাজের আশায় এখনও প্রতিদিন সকালে এসে জড়ো হন তারা, কাজ মেলে না। ৫৫ বছর বয়স্ক জাফর ইকবাল পেশায় রাজমিস্ত্রি। করাচির সড়কের ধারে কাজের আশায় বসে থাকা জাফর এএফপিকে বলেন, দেশে এখন শ্রমিকের সংখ্যা কমছে, বাড়ছে ভিক্ষুকের সংখ্যা। তিনি আরও জানান জানান, বর্তমানে পরিবারের জন্য একবেলার খাবার জোগাড় করাও অনিশ্চিত হয়ে পড়েছে তার জন্য।

উলফাৎ নামের এক বিধবা নারী করাচিতে নিজের ছেলেকে নিয়ে থাকেন। তার ছেলে একজন বাইকচালক, অর্থাৎ বাইকে যাত্রী পরিবহন করেন। এএফপিকে তিনি বলেন, খাদ্যপণ্যের দাম এত বেশি যে, আমরা এখন আর দিনে তিনবেলা খাবার খেতে পারছি না। সকালে একটু দেরিতে নাশতা করি, তারপর সাতটার দিকে রাতের খাবার খেয়ে নি। মাঝখানে আর কোনো কিছু খাওয়া হয় না।

বিশাল ‍ঋণের বোঝা: একদিকে যেমন অর্থসংকট দিন দিন তীব্র হয়ে উঠছে পাকিস্তানে, তেমনি বিপুল ঋণের বোঝাও চেপে বসেছে দেশটির ওপর। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জামিল আহমেদ জানিয়েছেন, চলতি বছর জুন মাসে, অর্থাৎ আর্থিক বছর শেষ হওয়ার আগেই পাকিস্তানকে বিদেশি ঋণের কিস্তিবাবদ ৩ হাজার ৩০০ কোটি ডলার পরিশোধ করতে হবে। এদিকে, দিন দিন বিদ্যুৎ সমস্যা প্রকট হয়ে উঠছে দেশটিতে। রাজধানী ইসলামাবাদসহ বড় বড় শহরগুলো ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকছে। প্রত্যন্ত এলাকাগুলোর অবস্থা আরও খারাপ। জ্বালানিমন্ত্রী মুসাদ্দিক মালিক অবশ্য সম্প্রতি জানিয়েছেন, রাশিয়া পাকিস্তানকে কম দামে জ্বালানি তেল দিতে সম্মত হয়েছে এবং আগামী এপ্রিল মাস থেকে রুশ তেলের সরবরাহ আসা শুরু করবে। কিন্তু এপ্রিল আসতে আরও প্রায় তিন মাস বাকি। ততদিন কীভাবে চলবে পাকিস্তান?


আরও খবর



স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রকাশিত:বুধবার ১৫ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
সাকিব আহম্মেদ, মুন্সিগঞ্জ

Image

মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকায় স্ত্রীকে হত্যা করে পালিয়েছে যাওয়ার অভিযোগ ওঠেছে স্বামী মো. শাহজালালের  (৩৮) বিরুদ্ধে।

বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে স্বামীর বসতঘর থেকে স্ত্রী জিয়াসমিন আক্তারের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে এর আগে মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে শাহ জালাল।

নিহত জিয়াসমিনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। স্বামী শাহজালাল খাসকান্দি এলাকার মৃত হাসান আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য স্ত্রী জিয়াসমিনের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, খাসকান্দি এলাকার শাহজালাল ২ মাস আগে এক নারীকে নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর নিজের স্ত্রী বলে পরিচয় দেয়। ওই নারী সনাতন ধর্মাবলম্বীর। শাহজালাল বিয়ে করার পর মুসলমান ধর্ম গ্রহণ করে ওই নারী। তার নাম হয় জিয়াসমিন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্বামীর বসতঘর থেকে স্ত্রীর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে মঙ্গলবার দিবাগত রাতের স্বামী শাহজালাল তার স্ত্রীকে লাঠি দ্বারা আঘাত করে। এতে স্ত্রী জিয়াসমিনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, শাহজালাল এলাকার চিহ্নিত চোর ও ফৌজদারি মামলার আসামি। কিছুদিন আগেও তিনি ফৌজদারি মামলায় ৬ মাস কারাভোগ করেছেন। স্বামী শাহজালালকে গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।


আরও খবর



৯ মে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রস‌চিব

প্রকাশিত:রবিবার ০৫ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আগামী ৯ মে (বৃহস্প‌তিবার) ঢাকা সফরে আস‌ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেওয়ার কথা রয়েছে তার।

ঢাকার এক‌টি কূটনৈ‌তিক সূত্র কোয়াত্রার সফরের তথ্য নি‌শ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ৯ মে ভারতীয় পররাষ্ট্রস‌চিবের ঢাকায় আসার তা‌রিখ চূড়ান্ত হয়েছে। ঢাকা সফরে তার মূল বৈঠক হবে পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেনের স‌ঙ্গে।

গত ২০ এ‌প্রিল ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার। তবে অনিবার্য কারণে ভারতের পররাষ্ট্রসচিবের পূর্বনির্ধারিত সেই সফর স্থগিত হয়।

জানা গেছে, এক‌দিনের আসন্ন ঢাকা সফরে বাংলাদেশের পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন কোয়াত্রা। বৈঠকে প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফরসহ দুই দে‌শের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কোয়াত্রা।

আশা করা হচ্ছে, সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন তি‌নি।


আরও খবর



ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রকাশিত:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওষুধ প্রশাসনের অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া।

দুই সপ্তাহে ওষুধের দাম বেড়েছে ৭ থেকে ১৪০ শতাংশ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ রিট দায়ের করে।

প্রতিবেদনে বলা হয়, দুই মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে। অন্তত ৫০ ধরনের ওষুধের দাম ২০ থেকে সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতি মার্চের প্রথম সপ্তাহেও দাম বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ওষুধের।

সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানিসহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর-সর্দির ট্যাবলেট-ক্যাপসুল, বিভিন্ন অসুখের সিরাপও।

বিভিন্ন কোম্পানির উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিক্রি থেকে আয়ের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, দাম বাড়ানোর হার অস্বাভাবিক। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির অজুহাত হিসেবে কোম্পানিগুলো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছে। এসময় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও উৎপাদন খরচ বাড়িয়েছে বলে জানিয়েছেন ওষুধ কোম্পানিগুলোর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা।


আরও খবর



সৌদিতে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মসজিদের ছাদ

প্রকাশিত:শুক্রবার ০৩ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

সৌদি আরবে তুমুল বৃষ্টিতে ভেঙে পড়েছে একটি মসজিদের ছাদ। বুধবার দাহরানের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মসজিদের ছাদ বেঙে পড়ে। তবে কেউ হতাহত হননি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মরুভূমির দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে দুইদিন প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মসজিদটির বাইরের অংশের ছাদটি ধসে পড়েছে। মসজিদ সম্প্রসারণের অংশ হিসেবে মূল ভবনের বাইরে স্টিলের এই ছাদটি স্থাপন করা হয়েছিল।

ছাদটির ওপর এতই পানি জমা হয়েছিল যে এটি আর ভার বহন করতে পারেনি। এরপর একটি পর্যায়ে এটি ভেতরের দিকে ধসে পড়ে। তখন মসজিদের ভেতর বৃষ্টির পানি প্রবেশ করে এবং মসজিদে যেসব কার্পেট ছিল সেগুলো পানিতে ভিজে যায়।

সৌদির মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে আমিরাতের দুবাই বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩টি ফ্লাইট বাতিল করে দেওয়া হয়।

নিউজ ট্যাগ: সৌদি আরব

আরও খবর



এক রাতে ৮০টির বেশি ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

প্রকাশিত:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

একে একে ৮০টির বেশি ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। স্থানীয় সময় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এসব ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল ৬ দশমিক ৩ মাত্রার। দ্বীপ ভূখণ্ডটির আবহাওয়া প্রশাসন এসব এতথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একের পর এক আঘাত হানা এসব ভূমিকম্পের কয়েকটি আবার রাজধানী তাইপেইর ভবনগুলোতেও কম্পন সৃষ্টি করে।

তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলেছে, পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত হুয়ালিয়েন কাউন্টি ছিল এসব ভূমিকম্পের কেন্দ্রস্থল। ওই এলাকায় চলতি মাসের শুরুর দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি ঘটে।

হুয়ালিয়েনের দমকল বিভাগ মঙ্গলবার ভোরে জানিয়েছে, গত ৩ এপ্রিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হোটেল আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকে পড়েছে। অবশ্য আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি বন্ধই ছিল। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


আরও খবর