আজঃ রবিবার ১২ মে ২০২৪
শিরোনাম

পরাজয়ের প্রতিশোধ নিতে পিরোজপুরে আউয়াল বাহিনীর তাণ্ডব

প্রকাশিত:মঙ্গলবার ০৯ জানুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৯ জানুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ
মশিউর রহমান রাহাত, পিরোজপুর

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের নৌকার প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল।

এ পরাজয়ের প্রতিশোধ নিতে ফলাফল ঘোষণার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেছে আউয়াল ও তার সন্ত্রাসী বাহিনী। পাশাপাশি আউয়াল পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তাদের পেটোয়া বাহিনীকে অনুপ্রেরণা দিচ্ছে। 

তাদের উস্কানিতে একের পর এক আউয়াল বাহিনীর সন্ত্রাসী হামলা ও অপহরণের শিকার হচ্ছে নৌকা প্রতীকের সমর্থক ও নেতাকর্মীরা।

এসব হামলায় আহত নৌকার ১৪ কর্মী-সমর্থক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আউয়াল বাহিনীর এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলা জুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

নির্বাচন শেষ হলে ওই দিন রোববার (৭ জানুয়ারি) রাতে জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নে নৌকার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায় আউয়ালের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এ সময় তারা নৌকার পক্ষে কাজ করায় ১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। 

এ হামলায় আহত নৌকার সমর্থক হলেন- ছাত্রলীগ কর্মী রাহাত ব্যাপারী (১৮), সুমন শেখ (২৬), রাকিব গাজী (২৫), মুগিজ শেখ (২০), রাব্বি খান (১৮), পারভেজ খান (২৩), আ.লীগ নেতা হেলাল খান (৪০), রহিম ফকির (৫২), বাদল তালুকদার (৬০), সেলিম বয়াতী (৫০), আলম ডাক্তার (৫১) ও রুহুল তালুকদার (৫৪)।

এ বিষয়ে ওই ইউনিয়নের নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন হাওলাদার জানান, ভোটের ফলাফল জানাতে দেরি হলে আমার এর প্রতিবাদ করি। কিন্তু আউয়ালের ক্যাডার কবির চেয়ারম্যান ও তার লোকজন কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা করে। 

আরও পড়ুন>> নাজিরপুরে নৌকার কর্মীকে কুপিয়ে জখম করেছে আউয়ালের সন্ত্রাসী বাহিনী সদস্যরা

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, ভোটের রেজাল্ট দিতে বিলম্ব হওয়ায় মোয়াজ্জেম ও তার লোকজন ভোটকেন্দ্রের কলাবসিবল গেট ভাঙচুর করেন। বিষয়টি শুনে আমি কিছু লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের থামানোর চেষ্টা করি। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়, তবে কারো ওপর কোনো হামলা করা হয়নি।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ভোটকেন্দ্রের ফলাফল দিতে দেরি হওয়ায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি।

অপরদিকে নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মো. লাইজুর শেখ নামে নৌকার এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে আউয়াল বাহিনীর সদস্য আজাহার খাঁ ও তার সহযোগীরা। আহত মো. লাইজুর শেখের বাড়ি শেখ মাটিয়া ইউনিয়নের ষোলশত এলাকায়। গুরুতর আহত মো. লাইজুর শেখকে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলা হয়েছে।

একইদিন শেখ মাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামের নৌকার কর্মী মো. আল নোমান রনিকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে আটকে রাখে একই ইউনিয়নের রঘুনাথপুর ৩নং ওয়ার্ডের হাবি খান ও তার লোকজন। হাবি খান স্থানীয়ভাবে আউয়ালের সন্ত্রাসী বাহিনীর সদস্য বলে পরিচিত।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ বলেন, আল নোমান রনিকে উদ্ধার করে অপহরণের সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। লাইজুর শেখের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এছাড়া, পিরোজপুর পৌর শহরজুড়ে আউয়ালের সন্ত্রাসী বাহিনীর অন্যতম প্রধান তার ছোট ভাই মুজিবুর রহমান খালেকের ছেলে তানভীর মুজিব অভি ও পৌর কাউন্সিলর সাইদুল্লাহ লিটন মহড়া দিচ্ছে। তাদের পুরো কর্মকাণ্ড পরিচালনা করেছেন আউয়ালে মেজো ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালেক। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে শহর জুড়ে আতঙ্ক ও জনমনে ভীতির সৃষ্টি হয়েছে, দিনের বেলাতেও শহরে নেমে এসেছে সুনসান নীরবতা।

সন্তানকে নিয়ে স্কুলে আসা এক নারী অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নৌকার প্রার্থীর জয়ের পরে শহরে যে তাণ্ডব শুরু হয়েছে তা ভীতিকর, সন্তানকে নিয়ে স্কুলে আসতে ভয় হচ্ছে, কখন কি হয়।

শহরের সিআইপাড়া মোড়ের এক রিকশা চালক জানান, আউয়াল-মালেক-খালেক-মহরাজের হাত থেকে বাঁচতে নৌকায় ভোট দিয়েছি। কিন্তু আউয়াল পরাজিত হওয়ার পুরো পরিবারসহ তাদের সস্ত্রাসী বাহিনী যে অবস্থা শুরু করেছে তাতে মনে হচ্ছে পিরোজপুর শহরে কেয়ামত শুরু হয়েছে।

পারেরহাট সড়কের বাসিন্দা রিয়াজুল ইসলাম জানান, পিরোজপুরের শান্তি প্রিয় মানুষ চায় খলিফা (আউয়ালের পিতা একরাম খলিফা) পরিবারের জিম্মিদশা থেকে মুক্তি পেতে, আর এ কারণেই তারা নৌকায় ভোট দিয়ে শ ম রেজাউল করিমকে বিজয়ী করেছেন। কিন্তু খলিফা পরিবার যা শুরু করেছে তাতে মনে হয় পিরোজপুরে শান্তি আসতে সময় লাগবে।

রাজারহাটের এক বাসিন্দা জানান, মুক্তিযুদ্ধের পর থেকে পিরোজপুরে অনেকগুলো নির্বাচন দেখেছি। কিন্তু নির্বাচন পরবর্তী যে সহিংসতা পিরোজপুরে শুরু হয়েছে তা নজীরবিহীন। আমরা এ থেকে পরিত্রাণ চাই। 

আরও পড়ুন>> পিরোজপুরে নৌকা প্রতীকের সমর্থককে অপহরণ

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। যেখানেই সহিংসতার খবর পাওয়া যাচ্ছে সেখানেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। কোনো প্রকার বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। যারাই বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ ব্যাপারে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, তিনি ঘটনা শুনেছেন। একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা রিপোর্ট দেয়ার পর তিনি বিস্তারিত বলতে পারবেন।


আরও খবর



চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু

প্রকাশিত:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

Image

চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে এক ঘণ্টার ব্যবধানে দুইজন নারী মারা গেছেন। তারা দুজনই আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বেগুয়ারখাল গ্রামের বাসিন্দা।

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় স্বামীর জন্য মাঠে ভাত নিয়ে যাওয়ার সময় আশুরা খাতুন (২৫) ও সকাল সাড়ে ১০ টায় আয়েশা বেগম (৭০) মারা যান।

স্থানীয়রা জানিয়েছেন, বেগুয়ারখাল গ্রামের আনোয়ার হোসেন খুব সকালে না খেয়েই মাঠে ক্ষেতে কাজ করতে যান। সকাল সাড়ে ৯টার দিকে তার স্ত্রী আশুরা খাতুন মাঠে ভাত নিয়ে যাচ্ছিলেন। স্বামীর ক্ষেত পর্যন্ত পৌঁছার আগেই জমির আইলে পা বেঁধে আশুরা খাতুন মাটিতে পড়ে যান। মাঠের কৃষকরা ঘটনাস্থলে পৌঁছে আশুরাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে তোড়জোড় করার সময়ই তিনি মারা যান। আশুরা-আনোয়ার দম্পত্তির ৭ বছরের এক মেয়ে আছে।

এর এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় একই গ্রামের আক্কাস আলীর স্ত্রী আয়েশা বেগম মারা যান। ক'দিনের তীব্র গরমে তিনি হাঁসফাঁস করছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত গ্রাম্য চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, কয়দিনের তীব্র গরমে আয়েশা বেগম অসুস্থ হয়ে পড়েন। দুজনই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এর আগে চুয়াডাঙ্গায় তীব্র দাবদাহে গত দুদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। হিট স্ট্রক ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অনেকেই। আজ চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


আরও খবর



বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

প্রকাশিত:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
অর্থ ও বাণিজ্য ডেস্ক

Image

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। এর আগে, মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে কেন্দ্র করে তেলের দাম কিছুটা বাড়লেও পরে আবার কিছুটা কমেও যায়।

শুক্রবার সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩৩ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯০ ডলার হয়েছে। খবর রয়টার্সর।

এদিকে, তেলের এ মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে পূর্বাভাসের চেয়ে মার্কিন অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি।

ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন রয়টার্সকে বলেন, মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী অবস্থানের রয়েছে।

এর আগে, ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে তেলের দাম বেড়েছিল। কিন্তু দেশ দুইটির মধ্যে সংঘাত না বাড়ায় তেলের দাম কিছুটা কমে যায়। যদিও এখন আবার তা বাড়তে শুরু করেছে।

শেষ প্রান্তিকে এক দশমিক ছয় শতাংশ মার্কিন জিডিপি প্রবৃদ্ধি হয়েছে বলে বাণিজ্য বিভাগের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি অনেক ভালো করছে।


আরও খবর



গরুবোঝাই নছিমনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

প্রকাশিত:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

Image

দিনাজপুরের হিলিতে গরুবোঝাই নছিমনে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিরামপুর-হাকিমপুর আঞ্চলিক সড়কের ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে একটি মোটরসাইকেলে দুজন বিরামপুরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই নছিমনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলে নিহত হন।

হাকিমপুর থানার উপ-পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, দুপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের আরোহীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।


আরও খবর



সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন ৩ শ্রমিক

প্রকাশিত:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
জেলা প্রতিনিধি

Image

ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) নাসিরনগর গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম আলম মিয়া। বাকিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, গুটমা বাজারের পাশে আহাদ মিয়া নামের এক ব্যক্তির ভবনে কাজ করতেন ওই শ্রমিকরা। সকালে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের কাঠের মাচা খুলতে ট্যাংকে নামেন ওই তিন জন। পরে তাদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা এগিয়ে যান। এ সময় শ্রমিকদের নিথর দেহ দেখতে পান তারা।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমনটা হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা পরবর্তীতে বলা যাবে।


আরও খবর



হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

Image

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার আগুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া ও শুকুর মিয়ার ছেলে আব্দুল কাদির। আহত কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে লিলু মিয়া নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, উপজেলার আগুয়া বাজারে সিএনজি ষ্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে ম্যানেজার বদির মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে বদির মিয়া ও সিএনজি চালক আব্দুল কাদিরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টির জের ধরে দুপক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন।

তিনি বলেন, আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক লিলু মিয়াকে মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। এছাড়া আহত অন্যান্যদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজ ট্যাগ: হবিগঞ্জ

আরও খবর