বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একদফা দাবিতে অসহযোগ আন্দোলন চলছে। রাজধানীর সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় আন্দোলনকারীরা।
রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে তারা রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় লাঠি হাতে নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনকারীরা।
এসময় তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) প্রধান ফটকে ইট-পাটকেল ও লাঠিসোঁটা দিয়ে ভাঙার চেষ্টা করে। এরপর রাস্তায় পুলিশের গাড়িতে ভাঙচুর করে এক পর্যায়ে গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।
পরে তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এখনো বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা।
এদিকে একদফা দাবিতে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রভাব রাজধানীর সড়কে দেখা গেছে। তবে স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে যানবাহন। যানবাহনের মধ্য রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা বেশি দেখা গেছে।
গণপরিবহন স্বাভাবিকের চেয়ে কম থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী অনেক যাত্রী। বিপাকে হাসপাতালগামী রোগী ও স্বজনেরা।