বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপিতে যোগ
দিয়েই দলটির প্রথম কাউন্সিলে চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন শমসের মবিন চৌধুরী। দলটির
মহাসচিবের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। আর গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত
তৃণমূল বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিলে নবনির্বাচিত কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট
আশানুর রহমান ২৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে আরও যারা আছেন: কো-চেয়ারপারসন কেএ জাহাঙ্গীর মাজমাদার, ভাইস চেয়ারপারসন
মেজর (অব.) ডা. হাবিবুর রহমান, মোখলেছুর রহমান, দিপক কুমার পালিত, মেনোয়াল সরকার, ছালাম
মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী খান, যুগ্ম মহাসচিব রেজাউল করিম, মাছুদুর
রহমান, ফয়েজ চৌধুরী, তালুকদার জহিরুল হক, রোকসানা আমিন সুরমা, কোষাধ্যক্ষ মো. শামীম
আহসান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, আকবর খান, কামাল মোড়ল, দপ্তর সম্পাদক এ কে
সাইদুর রহমান, মোহাম্মদ রাজু মিয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ইব্রাহীম খলিল সবুজ, যুববিষয়ক
সম্পাদক শাহাব উদ্দীন ইকবাল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশানুর রহমান, বিজ্ঞান ও
প্রযুক্তিবিষয়ক সম্পাদক স্থপতি নাজমুন সাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাগর ঘোষ ও
স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদার সভাপতিত্বে
কাউন্সিল অধিবেশন শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে
মিলনায়তনের বাইরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন তিনি।
অনুষ্ঠান পরিচালনা করেন তৃণমূল বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান আলী আক্কাস খান।
দলটির মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর শেখ হাবিবুর রহমান যুক্তরাষ্ট্রে থাকায় তার একটি বার্তা
পড়ে শোনানো হয়।
কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রয়াত নাজমুল হুদার একটি ভিডিও তথ্যচিত্র উপস্থাপন
করা হয়।
সকাল থেকে মিলনায়তনের বাইরে বিভিন্ন স্থান থেকে তৃণমূল নেতারা সমবেত হন। তারা রেজিস্ট্রেশন
বুথে নাম তালিকাভুক্ত করে মিলনায়তনে প্রবেশ করেন।
তৃণমূল বিএনপির নেতারা জানান, ৬৪ জেলা থেকে তৃণমূল বিএনপির নেতারা যোগ দিয়েছেন।
২০১৫ সালে ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালের ১৬
ফেব্রুয়ারি দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। এর তিন দিন পর ১৯ ফেব্রুয়ারি মারা যান
নাজমুল হুদা। তার মৃত্যুর পর ১৬ মে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তার মেয়ে ব্যারিস্টার
অন্তরা হুদা।