আজঃ মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

সোনাইমুড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিল ছাত্ররা

প্রকাশিত:বুধবার ০৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৭ আগস্ট ২০২৪ | পত্রিকায় প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক

Image

নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট করা সাতটি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। বিক্ষুদ্ধ জনতা এই অস্ত্রগুলো কেড়ে নিয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, থ্রি নট থ্রি রাইফেল, পিস্তল ও দোনালা বন্দুক।

আজ বুধবার বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে সেনবাহিনীর ক্যাপ্টেন মো. ইফতেখারের কাছে এই অস্ত্রগুলো জমা দেওয়া হয়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করে ছাত্ররা।

স্থানীয়রা জানায়, গত সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে আন্দোলন সমর্থনকারীদের সঙ্গে সোনাইমুড়ী থানা পুলিশের হামলা ও সংঘর্ষের ঘটনায় উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর চালালে অনেকেই গুলিবিদ্ধ হন। পরবর্তীতে উত্তেজিত জনতা থানা ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে ৩ পুলিশসহ ৬ জন নিহত হয়। ওই সময় বিক্ষুদ্ধ জনতা সোনাইমুড়ী থানা থেকে বেশ কয়েকটি অস্ত্র লুট করে নিয়ে যায়।

সেনবাহিনীর ক্যাপ্টেন মো. ইফতেখার জানান, ছাত্ররা অস্ত্রগুলো উদ্ধার করে জমা দিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে গত দুদিন ধরে নোয়াখালী জেলার প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় সড়কের শৃঙ্খলা ফেরানো, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা।


আরও খবর



উজানের দেশগুলোর কাছে বন্যার পূর্বাভাসের তথ্য চাইবে বাংলাদেশ: রিজওয়ানা হাসান

প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আকস্মিক ও বড় ধরনের বন্যায় যথাসময়ে পূর্বাভাস প্রদানে লক্ষ্যে  চীন, ভারত, নেপাল ও ভুটানসহ উজানের দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সকল তথ্য চাওয়া হবে। এজন্য দেশগুলোর সাথে আলোচনা ও যোগাযোগ জোরদার করা হবে। জনগণকে যথাসময়ে সহজ ভাষায় বন্যার পূর্বাভাস দেয়ার প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে ।

শনিবার রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন দপ্তর সমূহের কর্মকাণ্ডের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

পানি সম্পদ উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনী ও কুমিল্লায় গণশুনানি করা হবে। জনগণের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সকল বাঁধা দূর করতে হবে। উপদেষ্টা এসময় ফেনী নদীর মাছের ঘেরসহ সকল অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সৈয়দা রিজওয়ানা আরও বলেন, হাওরে যাতে বাঁধ ভেঙে ফসলের ক্ষতি না হয় তা নিশ্চিত করতে হবে। হাওরে স্থাপনা নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তর এবং হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের সকল পাম্প চালু করার উদ্যোগ নিতে হবে। এছাড়া, এ অঞ্চলে ভূ-গর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করতে হবে।

সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের প্রধানগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় যৌথ নদী কমিশনের কার্যক্রম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস ব্যবস্থা, হাওর এলাকায় কার্যক্রম এবং গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা এসব প্রকল্পের সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।


আরও খবর
আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪




ভারতকে হারিয়ে যুব সাফের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

ট্রাইবেকারের পঞ্চম শট মোহাম্মদ আসিফ ঠেকানোর সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে উঠে কাঠমুণ্ডুর পুরো গ্যালারি। ভারতের বিপক্ষে প্রথম ও পঞ্চম শট ফিরিয়ে বাংলাদেশকে সাফের অনুর্ধ্ব-২০ আসরের ফাইনালে নিয়ে গেছেন গোলরক্ষক আসিফ।

৯০ মিনিটের খেলা শেষে ১-১ ব্যবধানে সমতায় থাকা ম্যাচ পেনাল্টি শ্যুট আউটে গড়ালে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

ম্যাচের প্রথমার্ধে আসাদুল মোল্লার গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। পিছিয়ে থাকা তবে ভারত দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার আভাসা দেয়। সেই সঙ্গে গোলের দেখাও পেয়ে যায় তারা। তাতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। আর সেখানেই ভারতের দুই শট থেকিয়ে দিয়ে বাংলাদেশের জয়ের নায়ক বনে যান মোহাম্মদ আসিফ।

ম্যাচের শুরুতেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে ম্যাচের ৩৬তম মিনিটে বাংলাদেশ লিড আসাদুল মোল্লা। এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে কিছুটা পথ হারায়। ভারত একাধিকবার বাংলাদেশের রক্ষণ ভেদ করার চেষ্টা করলেও তা ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

তবে ম্যাচের দৃশ্যপট বদলে যায় ৬৫ মিনিটের দিকে, যখন আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। সিনিয়র জাতীয় দলে খেলা অভিজ্ঞ শ্রাবণ উঠে গেলে বদলি হিসেবে নামেন মোহাম্মদ আসিফ। 

গোলরক্ষক বদলের পর বাংলাদেশ গোল হজম করে বসে ৭২তম মিনিটে। শেষ পর্যন্ত ৯০ মিনিটের খেলা ১-১ ড্র থাকায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচ। যেখানে ভারতের প্রথম ও পঞ্চম শট থেকিয়ে বাংলাদেশের নায়ক বনে যান বদলি গোলরক্ষক আসিফ। ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশের যুবারা।


আরও খবর



নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হককে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মীর মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদ-বদলের তথ্য জানানো হয়েছে।

গত ৮ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সেনাবাহিনী প্রধান নিন্মলিখিত অফিসারগণকে পার্শ্বে বর্ণিত নিযুক্তিতে বদলির আদেশ দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করে কারা মহাপরিদর্শক হিসেবে পুনরায় প্রেষণে যোগদান করবেন। আর বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে সেনাসদরের এমএন্ডকিউ পরিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেএসপির ২১তম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।


আরও খবর
আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪




চট্টগ্রাম বিভাগীয় নতুন স্বাস্থ্য পরিচালক অং সুই প্রু মারমা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
মনীষা আচার্য, চট্টগ্রাম

Image

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে চলতি দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের উপ পরিচালক অং সুই প্রু মারমা। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি বছরের ২১ মে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দীন অবসরে যান। এর পর থেকে উপ পরিচালক ডা. ইফতেখার আহমদ ভারপ্রাপ্ত হিসেবে স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব পালন করেন।

একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম জেলার সদ্য সাবেক সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের উপ পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। 

গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পান ডা. জাহাঙ্গীর আলম। এর আগে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজ ট্যাগ: চট্টগ্রাম

আরও খবর



আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে যে ১৩ হাসপাতাল

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
স্বাস্থ্য ডেস্ক

Image

রাজধানীর ১৩ সরকারি হাসপাতালে বিনামূল্যে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রজনতার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রজনতার চিকিৎসার জন্য সারাদেশের সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ঢাকায় অবস্থিত নিম্নোক্ত হাসপাতালগুলোতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ভর্তির জন্য অনুরোধ করা হলো।

হাসপাতালগুলো হলো-

১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

২. সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)

৩. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

৪. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)

৫. মুগদা জেনারেল হাসপাতাল

৬. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল

৭. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

৮. জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)

৯. জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

১০. জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল

১১. জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল

১২. জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল

১৩. জাতীয় নিউরো সায়েন্স হাসপাতাল


আরও খবর
ডেঙ্গুতে ৮ মাসে মারা গেছেন ৯২ জন

রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪