আজঃ বৃহস্পতিবার ০২ মে 2০২4
শিরোনাম

ভোলার ৪ টি আসনেই বিপুল ভোটে নৌকার জয়

প্রকাশিত:সোমবার ০৮ জানুয়ারী ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৮ জানুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ
আশরাফুল আলম সজিব, ভোলা

Image

ভোলা জেলার ৪টি আসনে নৌকার প্রার্থীদেরকে বে-সরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ভোলা-১ তোফায়েল আহমেদ, ভোলা-২ আলী আজম মুকুল, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

ভোলা-১ সদর আসনে ১১৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ৮১৪ জন। তার মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য প্রবীন রাজনীতিবিদ নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ ১ লক্ষ ৮৬ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

জাতীয় পার্টির প্রার্থী শাহজাহান মিয়া লাঙ্গল মার্কায় ৫ হাজার ৯ শত ৮০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। জাসদের প্রার্থী ছিদ্দিকুর রহমান মশাল মাকায় পেয়েছেন ৩ হাজার ৮ শত ২১ ভোট। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৯৬ হাজার ৬ শত‌। বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৭ শত ৪৯ টি। প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৯৯ হাজার ৩৪৯টি। ভোটের শতকরা হার ৫৩.১৯% ।

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ১৩৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬৫ হাজার ৪৪০ জন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল ১ লক্ষ ৫৯ হাজার ৩ শত ২৬ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী বাংলাদেশ কংগ্রেসের আসাদুজ্জামান ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ১ ভোট, জাতীয় পার্টি (জেপি) গজনবী বাই সাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১ শত ৯১ ভোট ও বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) প্রার্থী শাহেনশাহ মোঃ সামসুদ্দিন ফুলের মালা প্রতীকে পেয়েছেন ১৩ শত ১৯ ভোট। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ্য ৬৫ হাজার ৮৩৭, বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ১ শত ৪৬। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ৯ শত ৮৩। ভোটের শতকরা হার ৪৫.৯৭% ।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ১১৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৮১৭ জন। তার মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন ১ লক্ষ ৭১ হাজার ৯ শত ২৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী মেজর অবঃ জসিম উদ্দিন ঈগল মার্কায় ১৭ হাজার ৮ শত ৮৬ ভোট পায়। জাতীয় পার্টির প্রার্থী মোঃ কামাল উদ্দিন লাঙ্গল মার্কায় পান ১ হাজার ৬ শত ৫৩ ভোট, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মোঃ আলমগীর          ডাব মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৫ শত ১১ ভোট। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ্য ৯২ হাজার ৯ শত ৭৭, বাতিল ভোটের সংখ্যা ১৯ শত ৪ টি। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ৮ শত ৮১। ভোটের শতকরা হার ৫৪.১৬%।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ১৫৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৩ হাজার ৬৮১ জন। তার মধ্যে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ২ লক্ষ ৪৬ হাজার ৪৭৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিজানুর রহমান লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৪৩ টি। স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ মাথাল মাকায় পেয়েছেন ৪ হাজার ৮ শত ২৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মোঃ আলাউদ্দিন আমি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩ শত ৮৫ ভোট, তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ হানিফ সোনালী আঁশ মার্কায় পেয়েছেন ৩ হাজার ২ শত ৭৮ ভোট। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৬৩ হাজার ১২ টি। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৭ শত ৭৯টি। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৭ শত ৯১। ভোটের শতকরা হার ৫৮.৮০ %।

তবে ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মেজর অবঃ জসিম উদ্দিন, দুপুর ১২ টার দিকে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং নৌকায় জাল ভোট প্রদানের অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন।

এ ছাড়া ভোলার ৪টি আসনে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।


আরও খবর



নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও ৫০ বিজিপি সদস্যের অনুপ্রবেশ

প্রকাশিত:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
জেলা প্রতিনিধি

Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামছড়ি সীমান্ত দিয়ে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমান সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) প্রায় ৫০ জন সদস্য। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়া জানায়, গত কয়েক দিন ধরে দুই-একজন করে মিয়ানমারের বিজিপি, সেনা সদস্য প্রবেশ করছিল। তবে আজ সকাল থেকে বিভিন্ন সময় ১৮ জন অনুপ্রবেশ করে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরকান আর্মির সঙ্গে ওই দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও সেনাবাহিনীর সঙ্গে বেশ গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির একপর্যায়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) প্রায় ৫০ সদস্য বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে।

এ নিয়ে গত কয়েকদিনে মিয়ারমারের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) ও সেনা সদস্য মিলে প্রায় ৮০ জনের মত বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনা-বিজিপির ১৮ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। মঙ্গলবার সকালে রেজু আমতলীপাড়া সীমান্ত দিয়ে ২ জন এবং জামছড়ি সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশে ঢুকেছেন। এরপর দুপুরে বাইশফাড়ি সীমান্ত দিয়ে আসেন আরও ১ জন প্রবেশ করে।

সর্বশেষ বিকেল সাড়ে ৪টার দিকে জমছড়ি সীমান্ত দিয়ে আরও ৫ জন ঢোকেন। এ ১৮ জনের মধ্যে বিজিপির ছাড়াও সেনা সদস্য রয়েছেন। আজ রাতে আরও প্রায় ৫০ জনের মত সদস্য নতুন করে অনুপ্রবেশ করে।

তবে কোনো বাহিনীর কত জন সদস্য তা এখন বলা যাচ্ছে না। এদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে। এখন নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবির হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।


আরও খবর



বাংলা নববর্ষ উদযাপন : হামলা-নাশকতা ঠেকাতে প্রস্তুত র‍্যাব

প্রকাশিত:শনিবার ১৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৩ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কোনো হামলা বা নাশকতার তথ্য নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তিনি বলেন, যে কোনো নাশকতা বা হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‍্যাবের স্পেশাল কমান্ডো টিম। এছাড়া সাদা পোশাকে টহল ও নজরদারির মাধ্যমে নাশকতামূলক যে কোনো কার্যক্রমসহ প্রতিরোধ করা হবে।

শনিবার (১৩ এপ্রিল) পহেলা বৈশাখ-১৪৩১ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর রমনা বটমূলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, সবাই যেন উৎসব সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন সে জন্য র‍্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীসহ সারাদেশে সর্বদা সজাগ রয়েছে।

র‍্যাব বলেন, পহেলা বৈশাখ কেন্দ্র করে প্রত্যেক বছরের ন্যায় এবারও র‍্যাব সারাদেশ ব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষে না হওয়া পর্যন্ত র‍্যাবের ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি ও টহল জোরদার করেছে। নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর টিএসসি শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রমনা বটমূল, পূর্বাচল ৩০০ ফিটসহ যেসব এলাকায় মানুষ যাবে সেখানে পেট্রলসহ সুইপিং করা হবে। আমাদের গোয়েন্দা টিম সার্বিক নজরদাবি অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব বা উসকামূলক তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র‍্যাব সাইবার জগতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে ইভটিজিং বা উত্যক্ত করার ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ উত্যক্তের শিকার হলে র‍্যাব সদস্যদের জানাবেন। আমরা যথাযথ আইনানুগ কঠোর ব্যবস্থাগ্রহণ করবো। র‍্যাব সদর দপ্তর থেকে কঠোরভাবে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।

নিউজ ট্যাগ: বাংলা নববর্ষ

আরও খবর



গরমে পুড়ছে ফিলিপাইন, তাপমাত্রা ৫০ ডিগ্রি

প্রকাশিত:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ফিলিপাইনে প্রচণ্ড গরমের কারণে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে দেশটিতে উৎপাদনমুখী ব্যবসা ক্ষতির কবলে পড়েছে। শুধু তাই নয় প্রচণ্ড গরমের কারণে দেশটির শিক্ষার্থীরাও সমস্যার মধ্যে পড়েছেন।

রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ফিলিপাইনের বিভিন্ন অঞ্চলে ৫০ ডিগ্রি তাপমাত্র বিদ্যমান। এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে দেশটিতে মার্চ থেকে মে পর্যন্ত এ ধরনের তাপমাত্রা থাকতে পারে।

প্রচণ্ড গরমের কারণে হাজার হাজার স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে ৩৬ লাখ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দেশটির শিক্ষামন্ত্রণালয়ের এক তথ্যে বলা হয়েছে।

সেভ দ্য চিলড্রেন ফিলিপাইনের মৌলিক শিক্ষা উপদেষ্টা জেরক্সেস কাস্ত্রো বলেন, মে মাসেও শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তখন গরম আরও বাড়বে। অনেক অঞ্চলে তাপমাত্রা বেড়ে ৫২ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

সুতরাং এমন পরিবেশে কীভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব প্রশ্ন রাখেন তিনি।


আরও খবর



উপজেলা পরিষদ নির্বাচন

প্রথম ধাপে বিনা ভোটে ২৬ প্রার্থী নির্বাচিত

প্রকাশিত:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এসব পদে ভোটের প্রয়োজন পড়ছে না।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সংশ্লিষ্ট উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা ওই প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা।

চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান পদে নয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে বালিয়াডাংগি (ঠাকুরগাঁও) উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, হাকিমপুরে (দিনাজপুর) মহিলা ভাইস চেয়ারম্যান, সাঘাটায় (গাইবান্ধা) চেয়ারম্যান, বেড়া (পাবনা) উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান, সিংড়ায় (নাটোর) চেয়ারম্যান, কুষ্টিয়া সদরে মহিলা ভাইস চেয়ারম্যান, বাগেরহাট সদরে সব পদ, মুন্সীগঞ্জ সদরে সব পদ, শিবচরে (মাদারীপুর) সব পদ, বড়লেখায় (মৌলভীবাজার) মহিলা ভাইস চেয়ারম্যান, পরশুরামে (ফেনী) সব পদ, সন্দ্বীপে (চট্টগ্রাম) ভাইস চেয়ারম্যান, কক্সবাজার সদরে ভাইস চেয়ারম্যান, রোয়াংছড়িতে (বান্দরবান) চেয়ারম্যান পদ, কাউখালীতে (রাঙামাটি) ভাইস চেয়ারম্যান, চুয়াডাঙ্গার ডামুহুদায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ভোটের প্রয়োজন পড়বে না।

আগামী ৮ মে প্রথম ধাপে দেড়শ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারে নেমে পড়েছেন।


আরও খবর



কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেফতার

প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
মোহাম্মদ ফারুক, কক্সবাজার

Image

সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমকে বান্দরবানের বাসা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। রোববার ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

এদিন সকালে বান্দরবানে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতারের তথ্য জানিয়েছিলেন। সেনাপ্রধানের এই বক্তব্যের পরপরই চেওশিম বমকে গ্রেফতারের তথ্য জানালো র‌্যাব। তাকে গ্রেফতারের বিষয়ে বিকাল ৩টায় বান্দরবান র‌্যাব কার্যালয়ে ব্রিফিং ডেকেছে সংস্থাটি।

র‌্যাব বলছে, রোয়াল লিন বম (৫৫) এবং চেওশিম বম (৫৫) বান্দরবানে প্রথম কেএনএফ গঠন করে। তাদের সঙ্গে কেএনএফ প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। জঙ্গি সংগঠন জামাতুল

আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দিতে জঙ্গি নেতা শামীম মাহফুজের সঙ্গে কেএনএফের যে চুক্তি হয়েছিল সেটি হয়েছিল চেওশিম বমের বাসায়।

নিউজ ট্যাগ: কক্সবাজার

আরও খবর