আজঃ মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩
শিরোনাম

১০ হাজার মুসল্লিরদের নিয়ে চুয়াডাঙ্গা জেলা ইজতেমা শুরু

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৮ মার্চ ২০২৩ | ২৯৫জন দেখেছেন
চুয়াডাঙ্গা প্রতিনিধি


Image

চুয়াডাঙ্গায় তিন দিন ব্যাপি জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে। চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়া সার্কিট হাউজ সংলগ্ন ময়দানে আয়োজন করা হয়েছে এই ইজতেমা।

ইজতেমা কমিটির সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলার সাথিরা পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করেছেন। ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমার দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওদুদ বলেন, ইজতেমার মাঠ ও অবকাঠামো তৈরিতে গত কয়েকদিন যাবত কাজ শেষ করেছি। আর তাই আগামী সোমবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ইজতেমা। ইজতেমায় অংশগ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হচ্ছে। ধারণা করা হচ্ছে প্রায় ১০ হাজার মুসল্লি এ ইজতেমায় অংশ গ্রহণ করবেন। বিছানাপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ইজতেমায় মুসল্লীদের আসা অব্যহত রয়েছে।

ইজতেমার মাঠে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ইজতেমায় আশা মুসল্লিদের নিরাপত্তার বিষয়ে সবসময় সজাগ রয়েছে প্রশাসন। পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যহত থাকবে।


আরও খবর