
সৌরভ গাঙ্গুলির
বায়োপিক তৈরির জন্য বাজেট ১৪০ কোটি রুপি। জানা গেছে, চলতি বছরের নভেম্বর- ডিসেম্বর
মাসের মধ্যেই শুরু হয়ে যাবে শ্যুটিং। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। সেই কাজ এগিয়েছে
বেশ কিছুটা। সৌরভের ভূমিকায় অভিনয় করার তালিকায় উঠে আসছে কার্তিক আরিয়ানের নাম।
আপাতত ভাবে মনে
করা হচ্ছে বাজেট ১৪০ কোটি রুপি। তবে সেই বাজেট পরবর্তীতে বাড়তে পারে আরও।
গাঙ্গুলি এরইমধ্যে
চিত্রনাট্যের কাজের জন্য গত ২৩ জানুয়ারি মুম্বাই গিয়েছিলেন। তাঁর সঙ্গে বৈঠক হয়েছিল
লাভ ফিল্মস-এর অন্যতম কর্ণধার অঙ্কুর গর্গের।
কে অভিনয় করতে
পারেন মূল চরিত্রে? নাম রয়েছে রণবীর কাপুর, হৃত্ত্বিক রোশনের। শুরু থেকে পছন্দের তালিকায়
রণবীরের নাম থাকলেও তালিকায় নাম রয়েছে কার্তিক আরিয়ানেরও। যেহেতু পর্দায় ফুটে উঠবে
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের কম বয়স, তাই বয়সের সঙ্গে মিলিয়ে অভিনয়ের জন্য
খোঁজা হচ্ছে কমবয়সী, মানানসই অথচ সেরা অভিনেতাকে।
জানা গেছে, বায়োপিক
সৌরভ লিখছেন না। গল্পের আকারে তিনি জীবনের কথা বলে গেছেন। তা ক্যামেরায় রেকর্ড করা
হয়েছে। তারপরে শুরু হয়েছে চিত্রনাট্য লেখা। পর্দায় ফুটে উঠবে মহারাজের ক্রিকেট প্রশিক্ষণ
থেকে বাংলা ও জাতীয় দলে সুযোগ পাওয়া, অধিনায়ক হওয়া এবং গ্রেইগ চ্যাপেল যুগে তাঁর বাদ
পড়া থেকে বিসিসিআই সভাপতি হওয়া।
ফুটে উঠবে মাঠের
বাইরে মহারাজের জীবনও। জোর দেওয়া হবে মহারাজের ২৪ বছরের সময়ে।
এই প্রসঙ্গে সৌরভ
জায়া ও প্রখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, তাঁর প্রিয় অমিতাভ বচ্চন, শাহরুখ
খান কিন্তু এই বায়োপিকে তা সম্ভব নয়। কারণ, পর্দায় ফুটিয়ে তুলতে হবে কমবয়সী সৌরভকে।
বিশেষ লক্ষ্য রাখতে হবে ‘লুক’-এর দিকেও।
তিনি বলেন, চরিত্রে
কে অভিনয় করবেন, সেই সিদ্ধান্ত নেবেন পরিচালক বা প্রযোজক। ডোনা জানিয়েছেন, চিত্রনাট্যের
কাজ সৌরভ নিজে দেখছেন।