
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয়
উদ্যানে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের
রেল চলাচল শুরু হয়েছে। শনিবার (২০ মে) রাত ৮টার দিকে এই রেলযোগাযোগ চালু হয়।
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে শনিবার
ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন (৭২৩) এক্সপ্রেস ট্রেনের দুটি বগিসহ
ইঞ্জিন বড় চিকরাশি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এরপর সারা দেশের সঙ্গে সিলেটের
রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
আরও পড়ুন: ঝড়ে পড়া গাছের সঙ্গে ধাক্কা, ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত
রেল যোগাযোগ চালুর তথ্য নিশ্চিত করেছেন
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, আখাউড়া থেকে আসা উচ্চ ক্ষমতাসম্পন্ন
রিলিফ ট্রেনটি উদয়ন ট্রেনের দুই বগিসহ ইঞ্জিনকে শক্তিশালী ক্রেনের মাধ্যমে টেনে তুলে।
পরে রাত ৮টায় দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ চালু হয়। অবশ্য আরও আগেই চালু
হওয়ার কথা ছিল। কিন্তু যেখানে দুর্ঘটনা ঘটেছে, তা খুব ক্রিটিক্যাল লোকেশন। তাই উদ্ধার
অভিযান পরিচালনা করতে কিছুটা সময় লেগেছে।
শনিবার দুপুরে কুলাউড়া থেকে একটি উদ্ধার
ট্রেন এবং আখাউড়া থেকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রিলিফ ট্রেন এসে উল্টে যাওয়া বগি এবং
ইঞ্জিন অপসারণের কাজ শুরু করে। এর মাঝে রেলকর্মীরা ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের মাধ্যমে
যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা চালায়।
আরও পড়ুন: বরগুনায় সেনা সদস্য ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
শ্রীমঙ্গল রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে
সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস এবং আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা
শনিবার বাতিল ঘোষণা করা হয়।
ঢাকা থেকে সকালে সিলেটের উদ্দেশে ছেড়ে
আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের পরিবর্তে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে
যাত্রাবিরতি দেয়। তখন সিলেটের যাত্রীরা শ্রীমঙ্গলে নেমে বাসযোগ সিলেটে যান। পরে ৪ ঘণ্টা
যাত্রাবিরতি দিয়ে পুনরায় পারাবত ট্রেন ঢাকা উদ্দেশে যাত্রা শুরু করে।