
নওগাঁ জেলার
আত্রাই থানার রতন মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আব্দুল হামিদ'কে দীর্ঘ
২০ বছর পর সাভার থেকে আটক করেছে র্যাব-৪। শুক্রবার (০৮ সেপ্টেম্বর ) বিকেল তিনটায়
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ার নবীনগর র্যাব-৪ সিপিসি-২
ক্যাম্প এর কম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে র্যাব-৪
এর একটি বিশেষ দল ৭ সেপ্টেম্বর সাভার গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক থাকা
হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নওগাঁ জেলার, আব্দুল হামিদকে (৪৫), গ্রেফতার
করে।
সিপিসি-২ ক্যাম্পে
এর কম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার
বিবরণে জানা যায় যে, আসামি মোঃ আব্দুল হামিদ গত ১৬/০৫/২০০৪ ইং তারিখ নওগাঁ জেলার আত্রাই
সাহেবগঞ্জ এলাকার তার সহকর্মী রতন মিয়াকে কলহের জেরে লাঠিসোটা দিয়ে মাথায় আঘাত করে
হত্যা করে এবং আসামি সহ তার সহযোগীরা আত্মগোপনে চলে যায়।
এঘটনায় আত্রাই
থানা পুলিশ আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা
দায়ের করেন। দীর্ঘদিন যাবত গ্রেফতারকৃত আসামীর অনুপস্থিতিতে নওগাঁ জেলার অতিরিক্ত দায়রা
জজ আদালত আসামির বিরুদ্ধে গত ১৯/০৫/২০১০ তারিখে আব্দুল হামিদের বিরুদ্ধে মৃত্যুদন্ডে দন্ডিত করে রায় ঘোষণা করে।
এই কর্মকর্তা
আরো জানান যে, জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, হত্যা মামলা দায়েরের পর হতে সে পালিয়ে
প্রথমে রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঢাকা, নরসিংদী, চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম জেলায়
ও সর্বশেষ ঢাকা জেলার সাভার এলাকায় আত্মগোপন করে নাম, পিতার নাম ও ঠিকানা পরিবর্তন
করে বসবাস করে আসছিলো। এমনকি পরিচয় গোপন করে নরসিংদী জেলায় একটি বিবাহ করেন। গ্রেফতারকৃত
আসামীকে সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।