
ময়মনসিংহ নগরীর একটি হোটেল থেকে ২০ বছরের
এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টায় নগরীর ছোট বাজার এলাকায়
নিরালা রেস্ট হাউজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রেস্টহাউজ মালিক মূসাকে জিজ্ঞাসাবাদের
জন্য আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শাহ কামাল আকন্দ।
তিনি জানান, গত ১৪ মার্চ স্বামী-স্ত্রী
পরিচয়ে ভুয়া নাম ঠিকানা দিয়ে পরিচয় গোপন করে তরুণ-তরুণী নিরালা রেস্ট হাউজে অবস্থান
করে। এরপর ওই তরুণীর গলাকেটে হত্যা করে বাথরুমে ফেলে রেখে পালিয়ে যায় তরুণ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গেস্ট হাউজের
এক কর্মী ওই কক্ষ পরিষ্কার করতে গিয়ে দেখে বাথরুমে গলাকাটা অবস্থায় ওই তরুণীর লাশ পড়ে
আছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত
চলছে। বিস্তারিত পরে জানা যাবে। তবে যে নাম-পরিচয় ও ঠিকানা ব্যবহার করে তারা রেস্ট
হাউজে উঠেছিল সেসব খোঁজ খবর নেওয়া হচ্ছে।