আজঃ শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

আজ হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ নভেম্বর 2০২3 | অনলাইন সংস্করণ
ধর্ম ও জীবন

Image

হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সচিবালয়ে বেলা সাড়ে ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ হজ প্যাকেজ ঘোষণা করবেন। গতকাল বুধবার (১ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়। তার আগের বছরে যা ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা, সে তুলনায় খরচ বাড়ে ১ লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা। আর সরকারি ব্যবস্থাপনায় গত বছর হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়।

অন্য বছরগুলোতে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজে হজযাত্রীরা অংশ নিতে পারতেন। সরকারি ব্যবস্থাপনায় গত বছর মাত্র একটি প্যাকেজ ঘোষণা করা হয়। 

আরও পড়ুন>> পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

গত বছরে সরকারি প্যাকেজ-১-এর তুলনায় খরচ বেড়েছে ৯৬ হাজার ৬৭৮ টাকা, আর প্যাকেজ-২-এর তুলনায় খরচ বেড়েছে ১ লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা। গত বছর প্যাকেজ-১-এ খরচ ছিল ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২-এ ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা।

সরকারি খরচের মধ্যে বিমান ভাড়া বাবদ হজযাত্রীদের এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা খরচ ধরা হয়। ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজ পালনের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি সরকার।


আরও খবর
ভূমিকম্প হলে যে দোয়া পড়তে হয়

শনিবার ০২ ডিসেম্বর 2০২3

জুমাবারের আমল

শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩




আইসল্যান্ডে ২৪ ঘণ্টায় ১৪০০ ভূমিকম্প, অগ্ন্যুৎপাতের শঙ্কা

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আশঙ্কায় ভূমিকম্পের পর আইসল্যান্ড জরুরি অবস্থা ঘোষণা করেছে। ২৪ ঘণ্টার মধ্যে এক হাজার ৪০০টি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। কর্তৃপক্ষ সতর্কতা হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিন্দাভিকে বসবাসকারী হাজার হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অক্টোবরের শেষ থেকে দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডে ২০ হাজারের বেশি কম্পন রেকর্ড করা হয়েছে।

আইসল্যান্ডের সিভিল প্রোটেকশন এজেন্সি (আইএমও) বলছে, বর্তমানে তৈরি হওয়া ম্যাগমা বা গলিত শিলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিন্দাভিকে পৌঁছে যেতে পারে। তাই সবাইকে সরে যেতে সতর্ক করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি আরো বলেছে, স্থানীয়দের অবশ্যই শহর ছেড়ে যেতে হবে। তবে খুব জরুরি স্থানান্তর নয়।

সরে যাওয়ার জন্য যথেষ্ট সময় আছে। তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই। তবে প্রধান লক্ষ্য গ্রিন্দাভিক বাসিন্দাদের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করা। গ্রিন্দাভিক শহরে চার হাজার লোকের বসবাস।

গতকাল ওই বিবৃতিতে আইএমও বলেছে, ভূমিকম্পের কার্যকলাপে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। দিনব্যাপী কম্পন জানান দিচ্ছে, ম্যাগমা গ্রিন্ডাভিকের দিকে এগিয়ে আসছে। ম্যাগমা সম্ভবত শহরের নিচে ছড়িয়ে পড়েছে। এটি কোথায় বা কিভাবে আবির্ভূত হতে পারে তা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয়। তারা জানায়, খুব বেশি পরিমাণে ম্যাগমা (গলিত শিলা) ভূগর্ভে ছড়িয়ে পড়ার কারণে তারা উদ্বিগ্ন।

রেইকজেনেস উপদ্বীপের পৃষ্ঠ থেকে প্রায় ৩ মাইল নিচে ভূমিকম্পগুলোর উৎপত্তি হচ্ছে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটির রাজধানী রেইকিয়াভিকের প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে ফ্যাগ্রাডালসফজাল সক্রিয় আগ্নেয়গিরির কাছে একটি এলাকায় প্রচুর পরিমাণে গলিত শিলা চলাচলের ইঙ্গিত পাওয়া গেছে। তারা জানায়, ফ্যাগ্রাডালসফজালে ম্যাগমার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি বলে ধারণা করা হচ্ছে। আগ্নেয়গিরিটি রেইকজাভিক আইসল্যান্ড থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রেকজেনেস উপদ্বীপে শেষ হিমবাহের সময়কালে গঠিত হয়েছিল।

২০২১ সালে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রায় এক মাস আগে এই ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। যা ছয় মাস ধরে চলেছিল। এবারের ভূমিকম্পগুলো আঘাত হানতে শুরু করে গত ২৫ অক্টোবর থেকে। প্রতিদিন শত শত ছোট ভূমিকম্প উপদ্বীপকে কাঁপিয়ে তুলছে। আইএমও অনুসারে, ২৭ অক্টোবর থেকে এই অঞ্চলে স্থলভাগ ৯ সেন্টিমিটার বেড়েছে। এ ছাড়া গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে এক হাজার ৪০০টি ভূমিকম্প উপদ্বীপে আঘাত হানে। যার মধ্যে দুটির মাত্রা ৫-এর বেশি ছিল এবং রিখটার স্কেলে কমপক্ষে সাতটি ভূমিকম্পের মাত্রা ছিল সর্বোচ্চ ৪.৫।

বিজ্ঞানীরা ভূমিকম্পের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কর্মকর্তারা ধারণা করছেন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত লেগুন জিওথার্মাল স্পা থেকে ২ মাইলেরও কম দূরে ঘটতে পারে। এই ঘটনায় আইসল্যান্ডের অন্যতম বৃহত্তম পর্যটন শহরটি কিছু সময়ের জন্য ব্যাবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারে। এই অঞ্চলটিতে ২০২১ সালের অগ্ন্যুৎপাতের আগে ৮০০ বছর ধরে আগ্নেয়গিরির কার্যকলাপে সুপ্ত ছিল। প্রায় ৩০টি সক্রিয় আগ্নেয়গিরি আইসল্যান্ডে রয়েছে। দেশটি বিশ্বের ভৌগোলিকভাবে সবচেয়ে সক্রিয় অঞ্চলগুলোর মধ্যে একটি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে যখন কঠিন শিলা গলে ভূগর্ভ থেকে পৃথিবীর পৃষ্ঠে উঠে আসে।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট, বিবিসি


আরও খবর



শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাপার ৩ নেতা

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টনের আলোচনার মধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় পার্টির (জাপা) নেতারা। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে যান জাপার তিন নেতা।

জাপার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু গণভবনে গেছেন।

গত ২৭ নভেম্বর দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করছে জাতীয় পার্টি (জাপা)। ৩০০ আসনের মধ্যে ২৮৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দলটি।

আরও পড়ুন>> জি এম কাদেরের সম্পদ বেড়েছে তিন গুণ, স্ত্রীর দ্বিগুণ

অন্যদিকে, গত ২৬ নভেম্বর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ওবায়দুল কাদের ২৯৮ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেননি তিনি। নারায়ণগঞ্জ-৫ আসনে বর্তমান সংসদ সদস্য জাপার এ কে এম সেলিম ওসমান, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।


আরও খবর



আজকের রাশিফল: বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ/ Aries রাশিফল ( March 21 April 20 )

যাঁরা যা চাইছেন তা না পেলে খেয়ালী হয়ে উঠতে পারেন। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন। তাতে আপনি মনে শান্তি পাবেন। আপনার স্ত্রী কোনকিছুর একটি সমস্যা তৈরী করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন।

বৃষ/ Taurus রাশিফল ( April 21 May 21 )

ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে। আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে। এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে। এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা আপনার বিরুদ্ধে।

মিথুন/ Gemini রাশিফল ( May 22 June 21 )

ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা। বিদেশী দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন।

কর্কট/ Cancer রাশিফল ( June 22 July 23 )

নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন। আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে। বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আজ আপনি প্রচুর সুযোগ পেতে পারেন। আজ আপনার প্রয়োজন আরাম করার।

সিংহ/ Leo রাশিফল ( July 24 August 23 )

দুঃখগুলো আজই গলে যাবে। কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোন সময় না দেওয়ার জন্য আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে। আপনার ব্যাক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন।

কন্যা/ Virgo রাশিফল ( August 24 September 23 )

আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান করে তুলতে পারে। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে।

তুলা/ Libra রাশিফল ( Sept 24 Oct 23)

আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন। আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল ( Oct 24 Nov 22 )

ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে। আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন।

ধনু/ Sagitarious রাশিফল ( Nov 23 Dec 22 )

আপনার রসিক আত্মীয়স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্খিত মুক্তির স্বাদ দেবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন। কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে।

মকর/ Capricorn রাশিফল ( Dec 23 Jan 20 )

আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন। ঘটনাচক্রে আপনাকে হতাশ হতে হবে। কিছু আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে।

কুম্ভ/ Aquarious রাশিফল ( Jan 21 Feb 19 )

অল্পস্বল্প বাধাসহ এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন। এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যাঁরা যা চাইছেন তা না পেলে খেয়ালী হয়ে উঠতে পারেন। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে।

মীন/ Pisces রাশিফল ( Feb 20 Mar 20 )

আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্থ করতে পারে। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝতে অসুবিধা হবে।

 


আরও খবর
আজকের রাশিফল: মঙ্গলবার ৫ ডিসেম্বর ২০২৩

মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩




তফসিল ঘোষণার পর কাকরাইলে ৫ ককটেল বিস্ফোরণ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীর কাকরাইল মোড়ে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া।

তিনি বলেন, সন্ধ্যায় কাকরাইল মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আরও খবর



লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপ-নির্বাচনের গেজেট প্রকাশ

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক

Image

ভোটে অনিয়মের ছবি প্রকাশ হওয়ায় আটকে যাওয়া লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক ও ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলমকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

লক্ষ্মীপুর-৩ : এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে শূন্য হওয়া লক্ষ্মীপুর-৩ আসনে উপ-নির্বাচনে ভোট হয়। চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ছিলেন আওয়ামী লীগ থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), জাকের পার্টির শামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশানাল পিপলস পার্টির সেলিম মাহামুদ (আম)।

তবে ভোটগ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগ তুলে চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন এবং জাকের পার্টির শামছুল করিম খোকন ভোট বর্জন করেন। এই আসনে মোট ভোটার ছিলেন চার লাখ তিন হাজার ৭৪৪ জন। ১১৫টি ভোটকেন্দ্রের ৮২৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ :  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তার ভুঁইয়ার মৃত্যুতে এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ৫ নভেম্বর দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৯টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম এ উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তাতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলম বেসরকারিভাবে নির্বাচিত হন।

শাহজাহান আলম নৌকা প্রতীকে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট।

নিউজ ট্যাগ: নির্বাচন গেজেট

আরও খবর