আজঃ রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

আজ স্ত্রীর প্রশংসা করার দিন

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

একটি সুন্দর, সুষ্ঠু, আদর্শ পরিবার গড়ে ওঠার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন একজন স্ত্রী। তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পরম মমতায় আগলে রাখেন একটি পরিবার। দুই হাতে সামলে রাখেন স্বামী, সন্তান ও সংসার। তাইতো বলা বলা হয়, সংসার সুখের হয় রমণীর গুণে।

যেহেতু পরিবারের সবদিক স্ত্রী খুব নিপুণভাবে দেখভাল করেন, তাই তিনি অবশ্যই প্রশংসার দাবিদার। সেজন্য আজকের দিনটি বেছে নিতে পারেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন স্ত্রীর প্রতি। কারণ, আজ স্ত্রীর প্রশংসা দিবস।

বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবার যুক্তরাষ্ট্রে স্ত্রীর প্রশংসা দিবস উদযাপিত হয়। ২০০৬ সালে দেশটিতে প্রথম দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। তবে, দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও মনে করা হয়, স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্য উদযাপন করা হয়।

মারাত্মক দুঃসময়ে প্রথমে যে মানুষটি পাশে দাঁড়ায়, যে মানুষটির আলতো চুমু হতাশা নিরাময়ের মহৌষধ, চরম সিদ্ধান্তিহীনতায় যে ব্যক্তি একটি লক্ষ্যে স্থির রাখতে সাহায্য করে, তিনিই স্ত্রী। স্ত্রীরা স্বামীদের কঠোর পরিশ্রমের অনুপ্রেরণা। শুধু তাই নয়, সারাদিন পরিশ্রম শেষে রাতে বাসায় ফেরার পর এক পশলা স্বস্তির নিঃশ্বাস বয়ে আনে ওই স্ত্রীই। তাই স্ত্রীই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা কিংবা প্রশংসার দাবিদার।

বিশেষ এই দিনটিতে স্ত্রীর হাতে তুলে দিতে পারেন একগুচ্ছ ফুল। ঘুরতে যেতে পারেন কোথাও। চাইলে ছোট-বড় উপহারও দিতে পারেন। পারেন তাকে রান্না করে খাওয়াতেও।


আরও খবর
হ্যালোইন কী, কেন পালিত হয় এ উৎসব?

বুধবার ০১ নভেম্বর ২০২৩




২৮ অক্টোবরের নাশকতার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বিএনপির মহাসমাবেশ (২৮ অক্টোবর) ও পরবর্তী সময়ে নাশকতার মূল পরিকল্পনাকারী এবং নাশকতায় সক্রিয় ঢাকা দক্ষিণ ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক শামিম মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ছাত্রদল নেতা মহাসমাবেশের দিন নয়াপল্টন পার্টি অফিস এলাকা এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে দাবি করছে পুলিশ।

বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন। মঙ্গলবার রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ।

মহিদ উদ্দিন বলেন, শামীম ২৬ অক্টোবর থেকে নাশকতার পরিকল্পনা করছিল। যার বাস্তবায়ন করেছিল ২৮ অক্টোবর। সেদিনের ভিডিও ফুটেজে দেখা গেছে, সে পল্টন পার্টি অফিস ও রাজারবাগ পুলিশ হাসপাতালে নাশকতার জন্য ঢুকেছিল। ব্যাগে করে ককটেল নিয়ে সে বিস্ফোরণ ঘটিয়েছে। তার দলীয় পরিচয় আমরা জেনেছি, সে ঢাকা দক্ষিণ ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক।

শামীমের কেন্দ্রীয় এক নেতার নির্দেশনা অনুযায়ী, সমাবেশের আগে দনিয়া ফুটওভার ব্রিজের নিচে গিয়ে মারুফ নামের একজনের থেকে একটি ব্যাগ সংগ্রহ করে। সেটি এনে রিয়াদ নামের একজনের কাছে নয়া পল্টনে পৌঁছে দেবে। পরিকল্পনা অনুযায়ী, সেটা করাও হয়। ২৮ তারিখে সে কাজগুলো তারা করতেও পারে সফলভাবে।

চলতি মাসের ৫ অক্টোবর সবুজবাগ থানার মানিকদি গ্রিন মডেল টাউনের শেষ মাথায় খালপাড়ে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা করছে। সবুজবাগ থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উপস্থিত হলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

সেখান থেকে উদ্ধার করা হয় একটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, একটি অবিস্ফোরিত ককটেল, একটি পেট্রলবোমা, দুটি ২৫০ মি.লি. প্লাস্টিকের বোতলে ৫০০ মি.লি. পেট্রল, একটি নীল রঙের মোটরসাইকেল, একটি লাল রঙের হেলমেট। সেদিন জব্দ করা মোটরসাইকেলের সূত্র ধরে ছাত্রদল নেতা শামীমকে শনাক্ত করা গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ছাড়া বুধবার ভোরে রাজধানীর পল্লবীর ১১ নাম্বার ওয়ালটনের গলিতে পার্কিং করা অবস্থায় বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগকারী মারুফকে গ্রেফতার করে পুলিশ।

মারুফকে জিজ্ঞাসাবাদ সম্পর্কে মহিদ উদ্দিন বলেন, বিএনপি নেতা সাজ্জাদ কাউন্সিলর ও জসিমের নির্দেশে এবং তাদের প্রত্যক্ষ সহায়তা ও প্ররোচনায় কেরোসিন ঢেলে বাসে আগুন দেওয়া হয়। এ কাজের জন্য তাকে ৩ হাজার টাকা দেওয়া হয়। এ ঘটনায় পল্লবী থানায় মামলা করা হয়েছে।

বিএনপি তালাবদ্ধ অফিসের চাবি পুলিশের হাতে দলটির এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে ড. খ. মহিদ উদ্দীন বলেন, এর আগে একাধিকবার বলেছি। বিএনপি অফিসের চাবি তাদের হাতে। একাধিকবার স্পষ্ট করে বলেছি এই চাবি তো আমাদের হাতে নেই।


আরও খবর
নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩




বিশ্বকাপ সেরা খেলোয়াড়ের দৌড়ে আছেন যারা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

ক্রিকেট বিশ্বকাপের চলমান ১৩তম আসরের গ্রুপপর্বের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠেছে।

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে দুপুর আড়াইটায় প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ঠিক পর দিন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার আগে হলফ করে বলা মুশকিল কারা চ্যাম্পিয়ন হচ্ছে। তবে বিশ্বকাপের এবারের আসরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি ইতোমধ্যে ৯ ম্যাচে দুই সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৫৯৪ রান করে শীর্ষে আছেন।

সমান ম্যাচে ৩ রান কম নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি কক। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ২২ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন।

শীর্ষ পাঁচ ব্যাটার

নাম                                  ম্যাচ    রান    সর্বোচ্চ      গড়        স্ট্রাইক রেট    ৫০/১০০

বিরাট কোহলি (ভারত)           ৯      ৫৯৪    ১০৩*       ৯৯.০০     ৮৮.৫২       ৫/২

কুইন্টন ডি কক (দ. আফ্রিকা)  ৯      ৫৯১     ১৭৪        ৬৫.৬৬     ১০৯.২৪      ০/৪

রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড)    ৯      ৫৬৫     ১২৩*      ৭০.৬২      ১০৮.৪৪     ২/৩

রোহিত শর্মা (ভারত)             ৯      ৫০৩     ১৩১        ৫৫.৮৮     ১২১.৪৯      ৩/১

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)   ৯      ৪৯৯     ১৬৩        ৫৫.৪৪     ১০৫.৪৯      ২/২

 

শীর্ষ পাঁচ বোলার

নাম                                     ম্যাচ    উইকেট    সেরা       গড়         ইকোনমি    ৪/৫

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)         ৯      ২২           ৪/৮      ১৮.৯০      ৫.২৬        ৩/০

দিলশান মাদুশাঙ্কা (শ্রীলংকা)        ৯      ২১           ৫/৮০    ২৫.০০      ৬.৭০        ১/১

জেরাল্ড কোয়েৎজি (দ. আফ্রিকা)   ৭      ১৮           ৪/৪৪    ১৯.৩৮      ৬.৪০        ১/০

শাহিন আফ্রিদি (পাকিস্তান)          ৯      ১৮           ৫/৫৪    ২৬.৭২      ৫.৯৩        ০/১

জাসপ্রিত বুমরা (ভারত)              ৯      ১৭           ৪/৩৯    ১৫.৬৪      ৩.৬৫        ১/০ 


আরও খবর
ইউরো ২০২৪ এর ড্র অনুষ্ঠিত

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩




অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দেশব্যাপী চলমান অবরোধে যারা যানবাহনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি ও পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিলেই পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (৬ নভেম্বর) সকালে ডিএমপির সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

আরও পড়ুন>> গুলিস্তানে বিকল্প পরিবহনের বাসে আগুন

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রলবোমা মারছে, সহিংসতা ও নাশকতা করছে তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেপ্তার করেছি। অনেক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে তাদের ধরিয়ে দিয়েছেন।

তিনি বলেন, এখন থেকে ওইসব নাশকতাকারীদের যিনি ধরিয়ে দেবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।


আরও খবর
নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩




হার দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করলো পাকিস্তান

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

ইংল্যান্ডের কাছে বড় পরাজয় নিয়ে বিশ্বকাপ ক্রিকেটের যাত্রা শেষ হলো পাকিস্তানের। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংস শেষেই জানা হয়ে গিয়েছিল, বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হচ্ছেনা পাকিস্তানের।

সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৩৮ রানের লক্ষ্য পাকিস্তানকে পেরুতে হতো ৬.৪ ওভারে অসম্ভব সেই সমীকরণের সামনে দাঁড়িয়ে তাই বিশ্বকাপ মিশনকে গুডবাই বলতে হয়েছে বাবর আজমদের। এরপরের লক্ষ্য ছিল ন্যূনতম জয়। শেষ ম্যাচে স্বান্তনার জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চেয়েছে পাকিস্তান।

কিন্তু ইংলিশ বোলারদের তোপের মুখে হয়নি সেটিও। ৩৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান অলআউট হয়েছে ২৪৪ রানে। ম্যাচটা পাকিস্তান হেরেছে ৯৩ রানে।

আরও পড়ুন>> ৮ উইকেটের হারে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

অন্যদিকে আসরের অধিকাংশ সময় পয়েন্ট টেবিলে দশে থাকা ইংল্যান্ড তিন জয় তুলে নিয়ে সাতে থেকে আসর শেষ করেছে। নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা।

ইডেনে টস জিতলে শুরুতে ব্যাটিং করার কথা দুবার ভাবতে হয় না। ইংল্যান্ডও টস পক্ষে আসতেই চোখ বুজে ব্যাটিং নেয়। টপ অর্ডারের তিন ব্যাটারের ফিফটিতে ৯ উইকেট হারিয়ে তোলে ৩৩৭ রান। দলটির ওপেনার জনি বেয়ারস্টো ৫৯ রানের ইনিংস খেলেন। তিনে নামা জো রুট খেলেন ৬০ রানের ইনিংস।

নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি করা বেন স্টোকস এদিন ৮৪ রান করেন। ৭৬ বল খেলে ১১টি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া জস বাটলার ২৭ ও হ্যারি ব্রুক ৩০ রান করলে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

জবাব দিতে নেমে পাকিস্তান শুরু থেকে উইকেট হারাতে শুরু করে। ওপেনার আব্দুল্লাহ শফিক এদিন শূন্য করেন। ফখর জামানের ব্যাট থেকে আসে ১ রান। বাবর আজম (৩৬), সৌদ শাকিল (২৯) সেট হয়ে ফিরে যান। একমাত্র ফিফটি পান আগা সালমান। তিনি ৫১ রান করে আউট হন। শেষ দিকে শাহিন আফ্রিদি ২৫ ও হ্যারিস রউফ ৩৩ রানের ইনিংস খেললে হারটা সম্মানজনক পর্যায়ে দাঁড়ায় পাকিস্তানের। তারা ৪৩.৩ ওভারে ২৪৪ রান তুলে থামে।


আরও খবর
ইউরো ২০২৪ এর ড্র অনুষ্ঠিত

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩




গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০০

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-ফাখুরা স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০০ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবির জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) পরিচালিত স্কুলটিতে হামলা চালায় ইসরায়েল।

বোমা হামলার পর সেখানকার বিভীষিকাময় ছবি সামনে আসছে। ছবিতে দেখা গেছে, আল-ফাখুরা স্কুলের অনেক কক্ষ ও করিডোরে ফিলিস্তিনিদের মরদেহ পড়ে আছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। 

আরও পড়ুন>> গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১২ হাজার

গাজা থেকে আলজাজিরার প্রতিনিধি ইমাদ জাকৌত বলেন, স্বাভাবিক সময়ে জাবালিয়া শরণার্থী শিবির অত্যন্ত ঘনবসতিপূর্ণ থাকে। এই শরণার্থী শিবিরের ভেতরের কিছু বাসিন্দা ইসরায়েলি বাহিনীর নির্দেশে গাজা উপত্যকার দক্ষিণে পালিয়েছেন। আর অন্যরা কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাননি। যে কারণে তারা জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু এখন স্কুলগুলোও আর নিরাপদ নয়।


আরও খবর