আজঃ মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩
শিরোনাম

আজ থেকে থেকে অনির্দিষ্টকালের পরিবহন কর্মবিরতি

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ মার্চ ২০২৩ | ২৫৫জন দেখেছেন
নিজস্ব প্রতিবেদক


Image

হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গনে অ্যাম্বুলেন্স পার্কিং ব্যবস্থা ও পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিক সমিতি।

এদিকে শ্রমিকদের ডাকা কর্মবিরতি অযৌক্তিক ও অমানবিক বলে প্রত্যাখান করেছে হবিগঞ্জ প্রেসক্লাবসহ সকল সাংবাদিক। একই সাথে তাদের সংবাদ সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার রাত ৮টায় হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক জরুরি সাধারণ সভায় অ্যাম্বুলেন্স চালকদের নৈরাজ্যের প্রতিবাদে তাদের আন্দোলনের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের পরিচালনায় জরুরি সাধারণ সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় সাংবাদিকরা বলেন, হাসপাতালের ভেতরে অ্যাম্বুলেন্স পার্কিয়ের ব্যবস্থা করা অযৌক্তিক বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এছাড়াও হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের নৈরাজ্য, হাসপাতাল থেকে লাশ ও রোগী পরিবহনে বাধা দেওয়াসহ নানা কারণে শ্রমিক ইউনিয়নের ডাকা কর্মবিরতি বয়কট করেছে সাংবাদিকরা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও শাকিল চৌধুরী প্রমুখ।


আরও খবর
হবিগঞ্জে বাস উল্টে ৩ যাত্রী নিহত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারী ২০২৩