আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আজকের রাশিফল: ০৫ ফেব্রুয়ারি ২০২৩

প্রকাশিত:রবিবার ০৫ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৫ ফেব্রুয়ারী ২০২৩ | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

আজকের রাশিফল রবিবার ৫ ফেব্রুয়ারি ২০২৩, চন্দ্র দিন-রাত স্বরাশি কর্কটে গোচর করবে। কর্কটে গোচরকালে মকর রাশিতে চাঁদের নজর থাকবে। যার ফলে চন্দ্র, সূর্য ও শুক্রের মধ্যে দৃষ্টি সম্পর্ক গড়ে উঠছে। মাঘ পূর্ণিমার দিনে সৃষ্ট এই শুভ যোগের মাঝে রবি পুষ্য যোগের প্রভাব থাকবে। এর ফলে আজকের দিনটি কর্কট রাশির জাতকদের জন্য় শুভ লাভ ও আনন্দদায়ক প্রমাণিত হবে। আবার মঙ্গলের আধিপত্যযুক্ত বৃশ্চিক রাশির জাতকদের জন্যও আজকের দিনটি অত্যন্ত শুভ ও ধন প্রদানকারী। গ্রহগতির ফেরে আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, সে সব জেনে নিন এখানে।

মেষ রাশিফল:

দুশ্চিন্তা আপনার ক্ষতি করতে পারে। উজ্জ্বল দিকে তাকান। আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন। মনের ভাবনা দূরে রাখুন। যারা এখনও আর্থিক সমস্যায় ভুগছেন তাদের সমাধান হবে।

বৃষ রাশিফল:

ঘরের বোঝাপড়া আজ বুঝে নিতে হবে। নিজের ক্ষতি করবেন না। মূল্যবান সময় নষ্ট করবেন না। অজানা কারণে উত্তেজিত হবেন না। সঙ্গীর কথা আজকে একটু হলেও গুরুত্ব দিন। হতাশাপূর্ণ মনোভাবের জন্য এগোতে পারবেন না।

মিথুন রাশিফল:

আপনার বিবাহিত জীবন ধ্বংস হবে। অভাবের কারণে আজ চাপে থাকবে। অজানা কারণে কাউকে দোষী সাব্যস্ত করবেন না। নিজের কাজের ওপর বিশ্বাস রাখুন। দীর্ঘ সঙ্কট থেকে বেরিয়ে আসবেন।

কর্কট রাশিফল:

গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে। দুশ্চিন্তা ছাড়ুন। কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। অর্থ ঋণ দিতে যাবেন না। সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন। পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটালে ভাল হবে।

সিংহ রাশিফল:

কষ্ট ভুলে আজকে এগিয়ে যেতে হবে। প্রেমের জীবন আশা আনবে। পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। শক্তি সঞ্চয় করতে হবে। প্রেমঘটিত সাক্ষাতে বিপদে পড়বেন। সময় খারাপ হবে। গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে।

কন্যা রাশিফল:

দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। প্রেমের জন্য দিন জটিল। সুখবর আসতে পারে। অনেকেই আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে। একটি জরুরী বার্তা পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে।

তুলা রাশিফল:

দরকারি পরামর্শ নিন, কাজের দিকে নজর দিন। অনেকের সহানুভূতি পাবেন। জেদ নিয়ন্ত্রণে রাখতে হবে। কর্মক্ষেত্রে কাজ অসম্পূর্ণ রাখবেন না। স্বাস্হ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত আশা দেবে।

বৃশ্চিক রাশিফল:

ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত। আপনার মেজাজ ও খারাপ হয়ে যাবে। ভ্রমণের পক্ষে ভাল দিন। ব্যবসায় লাভ। পার্টনারের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। সুখ সমৃদ্ধি থাকবে। ব্যবসায় লাভ হতে পারে, ভেবে দেখতে পারেন।

ধনু রাশিফল:

পরিবারে নতুন মানুষের আগমন ভাল কিছু দেখাবে। শক্তি আজকে সঙ্গ দেবে না। নিজের মনের ওপরে যাবে না। উপকার বুঝে শুনে করুন। গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করতে হবে। আজকে প্রেমের কোন আশা নেই।

মকর রাশিফল:

বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন। ব্যবসায় লাভ। পার্টনারের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। সুখ সমৃদ্ধি থাকবে। পরিবারের কারণে ঝামেলা থাকবে। মূল্যবান জিনিস যত্নে রাখুন।

কুম্ভ রাশিফল:

শিক্ষার জন্য ভাল সময়। আসন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান। অনেকেই আজকে কঠোর হবেন আপনার সঙ্গে। মানসিক শান্তি রাখুন। প্রচুর দ্বন্দ্ব থাকলেও ভাল কাটবে সময়। দুশ্চিন্তা কাটাতে অনেক কিছু করতে হবে।

মীন রাশিফল:

ব্যবসায়িক অংশিদারিত্ব আজকে ভাল দিকে এগোবে। নিজের প্রতি যত্নশীল হবেন। মজা থাকবে। অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে। কোনও বন্ধু আপনাকে অসম্ভব সাহায্য করবে। বেশি গোপনীয়তা ভাঙলে মুশকিল।


আরও খবর
খালি পেটে যে চার খাবার খেলে অ্যাসিডিটি হয়

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

আজকের রাশিফল: বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




৪৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

উলিপুরে জোড়াতালি দিয়ে চলছে উপজেলা শিক্ষা অফিস

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

Image

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২৬৮টি। এগুলোর মধ্যে ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারিসহ শুন্য রয়েছে অর্ধেকেরও বেশি পদ। দাপ্তরিক কাজ গতিশীল হচ্ছে না লোকবলের অভাবে। যার প্রভাব পড়ছে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে। দ্রুতই এসব সমস্যার সমাধান করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী সচেতন মহলের।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা অফিসে সহকারি শিক্ষা অফিসারের পদ ৯টি হলেও আছেন মাত্র ৪জন সহকারি শিক্ষা অফিসার ফলে একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোতে তদারকীর অভাব প্রকট হয়ে উঠেছে। রাজস্ব খাতের কোনো অফিস সহায়ক না থাকলেও আউট সোর্সিংয়ের মাধ্যমে আছেন একজন অফিস সহায়ক। দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে উচ্চমান সহকারী পদ। একজনকে নিজ দাপ্তরিক কাজের পাশাপাশি করতে হচ্ছে শুন্য পদের দাপ্তরিক কাজ। এভাবেই জোড়াতালি দিয়েই চলছে উপজেলা শিক্ষা অফিস। এদিকে উপজেলার প্রায় সব ইউনিয়নেই প্রধান শিক্ষক বিহীন ৪৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে নব জাতীয়করণ কৃত বিদ্যালয়ের সংখ্যাই বেশি। ওই বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা উচ্চ আদালতে চলমান। অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শুন্য থাকলেও সহকারি শিক্ষকই চালাচ্ছেন ওই পদ।

এদিকে জাতীয়করণ কৃত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক পদ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় ওই বিদ্যালয় গুলোতে ঝুলে আছে প্রধান শিক্ষকের পদায়ন। প্রধান শিক্ষক না থাকায় পাঠদান সহ দাপ্তরিক কাজগুলো সহকারী শিক্ষকদেরকেই ভাগাভাগি করে সারতে হচ্ছে। তাতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিরুপ প্রভাব পড়ছে। আর শিক্ষা বিমুখ হচ্ছে শিশু শিক্ষার্থীরা।

উলিপুর পৌর সভার জাতীয়করণ কৃত নুরপুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, আমাদের যোগ্যতা থাকার পরও প্রধান শিক্ষক হিসেবে পদায়ন না করায় আমরা উচ্চ আদালতের দারস্থ হয়েছি।

উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন বলেন, ইতোপুর্বে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে জানানো হয়েছে দ্রুতই এসব সমস্যার সমাধান হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার এর সাথে কথা বলার চেষ্টা করে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।


আরও খবর



দুই দশক পর ব্যলন ডি’অরে নেই রোনালদো

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

অক্টোবরের শেষ দিকে ঘোষণা করা হতে পারে ফুটবলের জগতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ব্যালন ডিঅর। তারই ধারাবাহিকতায় পুরস্কারের দৌড়ে থাকা ৩০ সেরা ফুটবলারের তালিকা ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ৩০ জনের সেই তালিকায় লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ডের জায়গা হলেও বাদ পড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

এবারের পুরস্কারের তালিকা থেকে রোনালদোর বাদ পড়াটা রীতিমতো চোখে পড়ার মতো। কেননা ম্যানচেস্টার সিটির উদীয়মান তারকা আর্লিং হলান্ড, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকা, জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, হ্যারি কেন, মার্টিন ওডেগার্ডসহ আরও অনেকেরই জায়গা হয়েছে সংক্ষিপ্ত এই তালিকায়। কিন্তু বাদ পড়েছেন সিআর সেভেন। 

আরও পড়ুন>> ব্যালন ডি’ অরের প্রাথমিক তালিকায় মেসি-হালান্ড

গত ২০ বছরের ভেতর এবারই প্রথম বাদ পড়লেন পর্তুগিজ এই তারকা। সবশেষ ২০০৩ সালে ব্যলন ডিঅরের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না তিনি। যদিও প্রথমবারের মতো তার সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা হয়েছিল ২০০৪ সালে। এরপর থেকে ১৯ বার ছিলেন ফুটবলের সর্বোচ্চ সম্মানের এই পুরস্কার বিজয়ীদের দৌড়ে। রোনালদো ছাড়াও সংক্ষিপ্ত সেই তালিকায় জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের।

এবারের তালিকায় জায়গা করে নেওয়া ফুটবলারদের ভেতর আর্জেন্টিনা ও ম্যানসিটির খেলোয়াড়দের প্রাধান্যই বেশি। ম্যানসিটিতে খেলা সাত ফুটবলারের পাশাপাশি বিশ্বকাপজয়ী দল থেকে তালিকায় জায়গা হয়েছে চারজনের। এরা হলেন- লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ।

ধারণা করা হচ্ছে এবারের ব্যলন ডিঅর উঠতে যাচ্ছে লিওনেল মেসির হাতে। যদিও তাকে বেশ ভালোভাবেই চ্যালেঞ্জে রেখেছেন আর্লিং হল্যান্ড। ম্যানসিটির এই তারকাও আসন্ন ব্যলন ডিঅরের অন্যতম দাবিদার। 

আরও পড়ুন>> পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে সুপারফোর শুরু বাংলাদেশের

ব্যলন ডিঅরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ৩০ ফুটবলার : করিম বেনজেমা, জোসকো গ্যাভারদিওল, জামাল মুসিয়ালা, আন্দ্রে ওনানা, মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকা, কেভিন ডি ব্রুইন, জুড বেলিংহাম, কোলো মুয়ানি, বার্নার্ডো সিলভা, খভিচা কভারতসখেলিয়া, নিকোলো বারেলা, এমিলিয়ানো মার্টিনেজ, রুবেন ডায়াস, আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ড, ইল্কে গুন্ডোগান, ইয়াসিন বুনু, জুলিয়ান আলভারেজ, ভিনিসিয়াস জুনিয়র, লিওনেল মেসি, রুদ্রি, লাউতারো মার্টিনেজ, অ্যান্তোনিও গ্রিজম্যান, রবার্ট লেওয়ানভোডস্কি, কিম মিন-জায়ে, লুকা মডরিচ, কিলিয়ান এমবাপ্পে, ভিক্টর ওসিমহেম ও হ্যারি কেইন।


আরও খবর



হুঁশিয়ার বার্তা দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর হুমকি উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেই যাচ্ছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। দেশটি আজ শনিবারও কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে সমুদ্রের দিকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

এর কয়েকদিন আগে দেশটি দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। যাকে দেশটি দক্ষিণ কোরিয়ার লক্ষ্যবস্তুর ওপর পরমাণু হামলা হিসেবে উল্লেখ করে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ইয়োলো সি'র দিকে উত্তর কোরিয়া তাদের সবশেষ ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষ এসব বিশ্লেষণ করছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাত দিয়ে দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় সম্পূর্ণ প্রস্তুতির ভঙ্গি বজায় রাখছে।

এর আগে গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া জানায়, তারা দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।


আরও খবর



রেকর্ড গড়বে ‘টাইগার থ্রি’!

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

কিছুদিন আগেও সমালোচকদের আলোচনার রসদ ছিল বলিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। তবে তাদের সমালোচনার জবাব এরইমধ্যে দিতে শুরু করেছে বলিউড। সর্বশেষ মুক্তি পাওয়া বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে রেকর্ড গড়েছে।

এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে সালমান খান-ক্যাটরিনা কাইফের টাইগার থ্রি। সিনেমাটির একাধিক পোস্টার প্রকাশের পর দর্শক উন্মাদনা দেখে তেমনটাই আঁচ করছেন ভারতীয় সিনেবোদ্ধারা। যদিও কেউ কেউ সালমানের শেষ মুক্তি পাওয়া কিসি কা ভাই কিসি কি জান সিনেমাটির ব্যর্থতাকে সামনে এনে নেতিবাচক কথাও বলছেন।


তবে শাহরুখের বক্স অফিস মাতানো সিনেমাগুলোর সঙ্গে সালমানের টাইগার থ্রির পোস্টারে অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। সিনেমাটিতে যে ধুন্ধুমার অ্যাকশন থাকছে এ নিয়ে সকলেই একমত। আর সেই জায়গাতেই এগিয়ে থাকছেন সালমান। কারণ এই অভিনেতার অ্যাকশনধর্মী সিনেমা ফ্লপ হয়েছে এমন রেকর্ড খুব কমই রয়েছে। তাছাড়া এই সিক্যুয়েলের আগের পর্বগুলোও দারুণ ব্যবসা করেছে। সালমান-ক্যাটরিনা জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন দর্শকরা।


অন্যদিকে বিয়ের পর থেকে কাজের খবরে খুব বেশি ছিলেন না ক্যাটরিনা। এখনও সেভাবে গণমাধ্যমে কথা বলছেন না তিনি। কারণ হিসেবে কদিন আগে জানা গিয়েছিল আসছে দিওয়ালিতে টাইগার থ্রি মুক্তি পাবে। তাই প্রচারণার অংশ হিসেবে নিজেকে আপাতত আড়ালে রাখছেন তিনি। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন দীর্ঘ সময় পর ক্যাটরিনা-সালমান জুটির ফেরাও সিনেমাটির বক্স অফিসে প্রভাব ফেলবে। সব মিলিয়ে সিনেবোদ্ধা থেকে শুরু করে নেটদুনিয়ায় প্রায় সকলেই একমত, এই জুটির ঘুরে দাঁড়ানোর মিশন বেশ রঙিনই হতে যাচ্ছে!


আরও খবর
যেখানে সবার শীর্ষে ক্যাটরিনা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




শিগগিরই উদ্বোধন রেলের চার প্রকল্পের

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আগামী দুই মাসের মধ্যে চারটি প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। পদ্মা রেল সংযোগ, আখাউড়া-আগরতলা, কক্সবাজার-দোহাজারী ও খুলনা-মোংলা রেলপথ প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আগামী ১০ অক্টোবর বা কাছাকাছি সময়ে পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন। এ জন্য ঢাকা-ভাঙ্গা অংশের রেললাইনে (ট্রায়াল রান) পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে আগামী ৭ সেপ্টেম্বর।

রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কটি প্রকল্প উদ্বোধন করবেন। এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে আশা করছি, সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে হয়ে যেতে পারে।

জানা গেছে, পদ্মা রেল সংযোগ উদ্বোধনের ফলে ঢাকা থেকে ভাঙ্গা রেললাইন চালু হবে। এ জন্য প্রথমে ঢাকা, মাওয়া, পদ্মা, শিবচর এবং ভাঙ্গা রেলস্টেশন খুলে দেওয়া হতে পারে। উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে শুরুতে এক জোড়া ট্রেন চালানোর কথা রয়েছে। এক মাস পর ট্রেন এবং স্টেশনের সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া তিন মাসের মধ্যে সব স্টেশনের কাজ এবং সিগন্যালিংয়ের কাজও শেষ হয়ে যাবে। তখন ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। অর্থাৎ ঢাকা থেকে ভাঙ্গা রেললাইন উদ্বোধন হলেও পুরোপুরি অপারেশনে যেতে তিন মাস সময় লাগবে। 

আরও পড়ুন>> দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় হতে পারে

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন বসানো এবং স্টেশন ও অন্য অবকাঠামো নির্মাণের জন্য ২০১৬ সালের জুনে আলাদা প্রকল্প নেয় রেলওয়ে। জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পে অর্থায়ন করছে চীন। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট (সিএসসি), বাংলাদেশ সেনাবাহিনী। পদ্মা সেতু রেল সংযোগের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ আছে ২০২৪ সালের জুন পর্যন্ত। চলতি মাসের শেষ সপ্তাহে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন হতে পারে। এই রেলপথটিকে দুটি ভাগে ভাগ করে কাজ করছে ঠিকাদার। দোহাজারী থেকে চকরিয়া অংশের কাজ করছে সিআরইসি এবং তমা কনস্ট্রাকশন। আর চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত অংশের ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিইসিসি এবং ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার। ২০১৬ সালের ২৭ এপ্রিল প্রকল্পটি ফাস্ট ট্র্যাকভুক্ত হয়। ২০১০ সালের জুলাই থেকে শুরু হয়ে আগামী বছরের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ রয়েছে। এ রেলপথটি চালু হলে ঢাকা থেকে সরাসরি ট্রেনে চড়ে কক্সবাজার যাওয়া সম্ভব হবে।

চলতি মাসে খুলনা-মোংলা রেললাইনের উদ্বোধন হতে পারে। প্রকল্পটি ২০১০ সালে একনেক সভায় অনুমোদন হয়েছিল। সে সময় প্রাথমিকভাবে ২০১৩ সালের ডিসেম্বরে প্রকল্পটি শেষ করার কথা ছিল। কিন্তু কাজের অগ্রগতি না হওয়াই পঞ্চম ধাপে প্রকল্পের মেয়াদ বেড়েছে। সর্বশেষ মেয়াদ বেড়ে খুলনা-মোংলা রেললাইনের কাজ শেষ করার মেয়াদ আছে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত। তবে নির্মাণকাজ শেষ করার মেয়াদ হলো চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত। বাকি এক বছর ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের ডিফেক্ট লাইবেলিটি পিরিয়ড হিসেবে ধরা আছে। 

আরও পড়ুন>> চাঁদের বুকে ঘুমিয়ে পড়েছে ‘বিক্রম’, আর জাগবে কি

চলতি মাসে চালু হতে যাচ্ছে আখাউড়া-আগরতলা রেললাইন। তবে ভারতীয় প্রধানমন্ত্রীর সময়ের অপেক্ষায় আছে রেলপথ কর্তৃপক্ষ। আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেল সংযোগ নির্মাণ প্রকল্পটি ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ মেয়াদে বাস্তবায়নের জন্য প্রকল্পটি অনুমোদন দিয়েছিল একনেক। এরপর প্রকল্প সংশোধনে সময় বাড়ে ২০২২ সালের জুন নাগাদ। চতুর্থবারের মতো প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০২৪ সালের জুন পর্যন্ত। মোট প্রকল্প ব্যয় ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫৭ কোটি ৫ লাখ টাকা এবং ভারতীয় ঋণ ৪২০ কোটি ৭৬ লাখ টাকা।


আরও খবর