আজঃ বৃহস্পতিবার ০৯ মে ২০২৪
শিরোনাম

আজকের সারাদিন আপনার কেমন কাটবে?

প্রকাশিত:বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

আপনার দিনটি কেমন কাটবে? আসুন দেখেনিন আজকের রাশিফল। জোতিষ বিচারের মাধ্যমে জেনে নিন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই রাশিগুলির দিনটি কেমন কাটবে।

মেষ রাশি:

আজকের দিনটি আপনার ভালোই কাটবে। আপনি মানসিক শান্তি অনুভব করবেন এবং নিজের জন্য পর্যাপ্ত সময় পেতে পারেন। অফিসে আপনার কাজের উপর ফোকাস করুন। আজ বস আপনার কাজ পরীক্ষা করতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ তারা বড় চুক্তি করার সুযোগ পেতে পারে। আগামী দিনে আপনার ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। অর্থের দিক থেকে আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে। আপনি যদি আপনার বাজেট অনুযায়ী খরচ করেন, তাহলে বড় সমস্যা হবে না। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। শুভ রং: ধূসর, শুভ সংখ্যা: ৯, শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

বৃষ রাশি:

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। চাকরিজীবীদের সামনে অগ্রগতির নতুন পথ খুলে যেতে পারে। যারা পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন, তারা এই সময়ে হতাশ বোধ করতে পারেন, তবে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। শীঘ্রই সাফল্য মিলতে পারে। পারিবারিক জীবনে সুখ থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্য থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে বিশ্রামে করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুভ রং: গোলাপী, শুভ সংখ্যা: ১৪, শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০

মিথুন রাশি:

বাড়িতে হোক বা কর্মক্ষেত্রে, সব জায়গায় আপনার ব্যবহার ঠিক রাখুন। অর্থের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। আপনাকে এই সময়ে আর্থিক বিষয়ে কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। এই সময়ে আপনার প্রিয়জনের ভালো যত্নের প্রয়োজন। আজ আপনার স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা হতে পারে। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩৪, শুভ সময়: বেলা ১১টা ৫০ থেকে দুপুর ২টা ২৫

কর্কট রাশি:

সন্তান সম্পর্কিত উদ্বেগ বাড়তে পারে। সন্তানদের শিক্ষা নিয়ে আজ আপনি অনেক চাপের মধ্যে থাকবেন। অর্থের অভাবের কারণে আপনার উদ্বেগ বাড়তে পারে। আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার পারফরম্যান্সে বস খুব খুশি হবেন। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৮, শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৪০

সিংহ রাশি:

চাকুরিজীবীরা আজ সাফল্য পেতে পারে। ব্যবসায়ীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে, তবে কঠোর পরিশ্রমের ফল শীঘ্রই পেতে পারেন। আপনি যদি পার্টনারশিপে কোনও ব্যবসা শুরু করতে চলেছেন, তাহলে আপনার পথে আসা সমস্ত বাধা দূর হতে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্ক উন্নত হবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। সুস্থ থাকতে, খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন। শুভ রং: মেরুন, শুভ সংখ্যা: ৭, শুভ সময়ঃ সকাল ৭টা থেকে দুপুর ১টা

কন্যা রাশি:

আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার দায়িত্বগুলোকে গুরুত্ব সহকারে নিন। অফিসে কাজের চাপ বেশি থাকবে, তবে উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতায় আজ আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তও নিতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। উচ্চ রক্তচাপের রোগীরা অত্যধিক রাগ করবে না এবং মানসিক চাপ নেবেন না। শুভ রং: হালকা লাল, শুভ সংখ্যা: ১৫, শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

তুলা রাশি:

অন্যকে অন্ধভাবে বিশ্বাস করার অভ্যাসের কারণে আজ আপনি সমস্যায় পড়তে পারেন। কিছু লোক আজ আপনার উদারতার সুযোগ নিতে পারে। আপনার সতর্ক থাকা উচিত। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারে। তবে নতুন কোনও কাজ হাতে নেওয়ার আগে পুরানো অমীমাংসিত কাজগুলো শেষ করার চেষ্টা করুন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন, এটি আপনাদের মধ্যে দূরত্ব কমাতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আজ আপনি অসহায় কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। শুভ রং: পীচ, শুভ সংখ্যা: ২৮ ,শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

বৃশ্চিক রাশি:

বাড়িতে হোক বা কর্মক্ষেত্রে, আপনার উপর দায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ব্যয়বহুল হতে চলেছে। খরচ বাড়তে পারে। শারীরিক এবং মানসিক দিক থেকে ফিট থাকতে, আপনার প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করা উচিত। এর পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১০, শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে দুপুর ১২টা ২০

ধনু রাশি:

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনি অনেক দিন পর আপনার প্রিয়জনের সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। প্রেম-ভালোবাসার ক্ষেত্রেও আজকের দিনটি খুব ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা ভালো লাভ করবে। অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আর্থিক সিদ্ধান্তগুলি ভেবেচিন্তে নিন। আজ আপনার কানের সমস্যা হতে পারে। শুভ রং: গাঢ় নীল, শুভ সংখ্যা: ১১, শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০

মকর রাশি:

অফিসে আপনার কাজে সম্পূর্ণ মনোযোগ দিন। সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস করবেন না। ছোটো ব্যবসায়ীরা ভালো আর্থিক লাভ করতে পারে। আপনাকে সরকারি নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ঘরের পরিবেশ খুব ভালো থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। পিতা-মাতার স্নেহ পেয়ে খুব খুশি হবেন এবং ইতিবাচক অনুভব করবেন। বিবাহিত জীবনে সুখ থাকবে। অর্থ পরিস্থিতির উন্নতি হবে। আজ আপনি অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ২, শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি:

চাকুরিজীবীরা আজ অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আজ বস আপনার করা কাজে অনেক ত্রুটি খুঁজে পেতে পারেন। ব্যবসায়ীরা মোটামুটি লাভ করবেন। পারিবারিক জীবনে সুখ থাকবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আপনি যদি দীর্ঘসময় ধরে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, তাহলে চোখের যত্ন নিন। শুভ রং: ক্রিম, শুভ সংখ্যা: ১২, শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা

মীন রাশি:

ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি আজ কোনও বিনিয়োগ করেন, তবে আপনার ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে অলসতা ত্যাগ করে কাজে ফোকাস করার পরামর্শ দেওয়া হচ্ছে। সক্রিয় হতে চেষ্টা করুন এবং আপনার সমস্ত কাজ দ্রুত সম্পন্ন করুন। খুব শীঘ্রই এর সুফল পাবেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। আজ জীবনসঙ্গী এবং সন্তানদের সঙ্গে মজাদার সময় কাটাবেন। প্রিয়জনের জন্য বিশেষ উপহার কিনতে পারেন। আজ আপনার পেটের রোগ হতে পারে। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৬, শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২৫

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর



টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ারের তালিকা প্রকাশ, আছেন সৈকত

প্রকাশিত:শুক্রবার ০৩ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিশ্বকাপ নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। ব্যস্ত সময় কাটাচ্ছে আইসিসিও। বিশ্ব আসরকে সামনে রেখে আম্পায়ার এবং ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শুক্রবার (৩ মে) বিশ্বকাপের প্রথম রাউন্ডের জন্য আম্পায়ার এবং ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে আইসিসি। ২৬ জনের তালিকায় ম্যাচ রেফারি আছেন ৬ জন, আর আম্পায়ার আছেন ২০ জন। আম্পায়ারদের তালিকায় আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। 

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন সৈকত। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচে আম্পায়ারিং করে সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার। কয়েকদিন আগেই পেয়েছেন আইসিসির এলিট প্যানেল আম্পায়ারের স্বীকৃতি। ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করার আগে মেয়েদের বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন সৈকত।

চলতি বছরের ১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে অংশ নেবে ২০ দল। ২৮ দিন ব্যাপী আসরের পর্দা নামবে ২৯ জুন।

বিশ্বকাপে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা

আম্পায়ার: ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস জেফানি, মাইকেল গগ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড এলিংওর্থ, আল্লাহুদিন পালেকার, রিচার্ড কেটেলবোরো, জয়ারামান মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, এহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসিয়ার, শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।


আরও খবর



ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ায় কিশোর আটক

প্রকাশিত:বুধবার ০৮ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৮ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও

Image

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার সময় রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।

বুধবার (৮ মে) দুপুর ১২টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১৯ নং বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়ার সময় প্রিজাইডিং অফিসার নাজমুল হোসাইন তাকে আটক করেন।

আটককৃত রাকিবুল ইসলাম ওই উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জালালবস্তী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দায়িত্বরত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার। তিনি বলেন, জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে৷ এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে, এ দুটি উপজেলায় মোট ৮ জন চেয়ারম্যান ও ৬ জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ দুটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ৩৬০জন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ১ লক্ষ ৬০ হাজার ৮৬৩ জন ও হরিপুর উপজেলায় ১ লক্ষ ২০ হাজার ৪৯৭জন। আর দুটি উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি এবং ভোট কক্ষের সংখ্যা ৮০৮টি।


আরও খবর



মুক্তিপণের বিষয়ে কথা না বলতে অ্যাগ্রিমেন্ট হয়েছে : জাহাজের মালিকপক্ষ

প্রকাশিত:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

নানা উৎকণ্ঠার পর অবশেষে মুক্ত হয়েছেন সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক। বাংলাদেশ সময় শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৮ মিনিটের দিকে জাহাজ থেকে নেমে যায় দস্যুরা। এরপর জাহাজ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

এদিকে উদ্ধারের পরপরই জাহাজ মুক্ত করতে দস্যুদের কত টাকা মুক্তিপণ দিতে হয়েছে এবং কীভাবে এসব টাকা দেওয়া হয়েছে তা নিয়ে বিভিন্ন গুঞ্জন ওঠে। এ বিষয়ে রোববার (১৪ এপ্রিল) চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় কেএসআরএমের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় মালিকপক্ষকে।

এ বিষয়ে কেএসআরমের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বলেন, আমি উদ্ধার প্রক্রিয়া হ্যান্ডেলিংয়ের জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মনোনীত প্রতিনিধি। আমাদের সঙ্গে ওদের কনফারেন্সিয়াল অ্যাগ্রিমেন্ট হয়েছে মুক্তিপণের বিষয়ে আলোচনা না করার জন্য। সেই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারব না। কারণ এটা আমি সই করেছি। উদ্ধার প্রক্রিয়ায় আমরা আমেরিকান নিয়ম মেনেছি এবং ইউকে (যুক্তরাজ্য) ও সোমালিয়ার নিয়ম মেনেছি। ফাইনালি কেনিয়ার নিয়মও মেনেছি। সবার সঙ্গে আমাদের অ্যাগ্রিমেন্ট করা আছে এ বিষয়ে আলোচনা না করার জন্য। তবে আমি আবার বলি, আমরা সবকিছু আইন মেনে করেছি।

তবে এ বিষয়ে জানা গেছে, জলদস্যুদের দাবি অনুয়ায়ী মুক্তিপণ নিয়ে একটি উড়োজাহাজ বাংলাদেশ সময় শনিবার বিকেলে জিম্মি জাহাজের ওপর চক্কর দেয়। এসময় জাহাজের ওপরে ২৩ নাবিক অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত হয়। এরপর উড়োজাহাজ থেকে ডলারভর্তি ৩টি ব্যাগ সাগরে ফেলা হয়। স্পিডবোট দিয়ে এসব ব্যাগ জলদস্যুরা কুড়িয়ে নেয়। জাহাজে ওঠে দাবি অনুযায়ী মুক্তিপণ গুনে নেয় জলদস্যুরা। তবে চুক্তি অনুযায়ী জাহাজটি যথাসময়ে ছেড়ে দেয়নি দস্যুরা। পরে তারা আশেপাশে কেউ আটক করছে কি না সেটি নিশ্চিত হয়ে জাহাজটি থেকে দস্যুরা নেমে যায়।

এর আগে গত ১২ মার্চ দুপুরে কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।


আরও খবর



উপজেলা নির্বাচন: সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশিত:সোমবার ০৬ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৬ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ১৪১টি উপজেলা পরিষদের (সংযুক্ত তালিকা অনুযায়ী) সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন (৮ মে) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলো।

এদিকে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে লড়ছেন এমন ১৩ জন মন্ত্রী-এমপিদের স্বজন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার (৬ মে) টিআইবির উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (প্রথম ধাপ) হলফনামা বিশ্লেষণ ও ফলাফল শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ৬৯ দশমিক ৮৬ শতাংশই ব্যবসায়ী। পাশাপাশি ঋণ আছে ২৩ দশমিক ৪১ শতাংশ প্রার্থীর এবং ১৬ দশমিক ৬৩ শতাংশ প্রার্থী মামলার আসামি। এছাড়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ১৩ জন মন্ত্রী-এমপিদের স্বজন।

নিউজ ট্যাগ: উপজেলা নির্বাচন

আরও খবর



মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত: কাদের

প্রকাশিত:রবিবার ০৫ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত, এখানে আইনগত কোনো বিষয় নেই।

রোববার (৫ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিং-এ এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে। আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না? আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথাতো আমরা বলিনি।?

তিনি বলেন, আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই। তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল, একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে।

যুদ্ধের কারণে সারাবিশ্বে অর্থনৈতিক সংকট চলছে এবং সেই সংকট বাংলাদেশেও আছে বলেন ওবায়দুল কাদের। বাংলাদেশে দ্রব্যমূল্যের যে চাপ তা তো অস্বীকার করার উপায় নেই বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচনটি আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এ ভাবনা থেকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ স্থগিত করেছে। এর মানে এই নয় যে অন্যান্য দলগুলো নির্বাচনে প্রতীক বরাদ্দ করতে পারবে না।

রোববারের ব্রিফিং-এ আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।


আরও খবর