আজঃ শনিবার ২৭ এপ্রিল ২০২৪
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ২৮ মার্চ ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

আজ ২৮ মার্চ ২০২২, সোমবার। জ্যোতিষ শাস্ত্র মতে ভাগ্য পরিবর্তন হয় রাশিফল অনুযায়ী। জন্ম সময়কে হিসাব করে নির্ধারন করা হয় গ্রহের অবস্থান। আর সেই অবস্থান অনুযায়ী হয় রাশিফল নির্ধারন। গ্রহের অবস্থানের পরিবর্তনের ফলে পরিবর্তন হয় আমাদের ভাগ্য। এই বিশ্বের সকল মানুষের রাশি আলাদা আলাদা হয়ে থাকে। জেনে নিন রাশি অনুযায়ী আজ আপনার দিনটি কেমন যাবে।

মেষ :

রোজকার রুটিনে যোগব্যায়ামকে যুক্ত করুন। এতে আপনার শরীর ভাল থাকবে। সপ্তাহের শুরুতে বিনিয়োগ বৃদ্ধি করলে ভালো মুনাফা পাবেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠাণ্ডা রাখুন। বিবাহিতদের ক্ষেত্রে বিয়ের আগের সম্পর্ক নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সপ্তাহের মাঝে আনার আচরণ পরিবারের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি করবে। সপ্তাহের শেষে শিক্ষার্থীরা ভালো ফল করবে।

বৃষ :

সপ্তাহের শুরুতে মনের হিংসা এবং বিরক্তি আপনার মনের সাথে শরীরের উপরেও খারাপ প্রভাব ফেলবে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। প্রয়োজনে বিশ্রাম নিন। বাবার শারীরিক অবস্থার উন্নতি হবে। ফলে সপ্তাহের মাঝে কিছুটা স্বস্তি পাবেন। পরিবারের সকলের সাথে সময় কাটান। নিজের ব্যবসা চালান এমন ব্যক্তিরা এই সপ্তাহে বিশেষ সাফল্য পেতে পারেন। বিদেশে পড়াশোনার সুযোগ পেতে সপ্তাহের শেষে কঠোর পরিশ্রম করুন।

মিথুন :

সপ্তাহের শুরুতে স্নায়ু অথবা হজমের সমস্যায় ভুগতে পারেন। উপার্জনের নতুন সুযোগ আসবে। সেগুলিকে হারানো চলবে না কোনও মতে। নিজের সুবিধা নিয়ে বেশি মেতে থাকলে পরিবারের অবহেলা হয়। সেই দিকে নজর রাখুন। সপ্তাহের মাঝে পারিবারিক বিবাদ হলে নিজেকে সংযত রাখুন। সপ্তাহের শেষে চাকরির জন্য চেষ্টা করতে পারেন। সাফল্য আসবে।

কর্কট :

সপ্তাহের শুরুতে অসুস্থতার জন্য কাজের স্বাভাবিক গতি ব্যহত হবে। আর্থিক ব্যপারে উত্তেজনা তৈরি হতে পারে। তবে আপনি পরিস্থিতি সামলে নিয়ে আর্থিক লাভের মুখ দেখবেন। সমস্ত ক্ষেত্রে বিচক্ষনতার সাথে সিদ্ধান্ত নিন। সপ্তাহের মাঝে আপনার চেনা মানুষের থেকে প্রতারিত হতে পারেন। তাই সাবধান থাকুন। সপ্তাহের শেষে সন্তানদের পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহ দিন।

সিংহ :

আপনার স্বাস্থ্য স্বাভাবিকের থেকে ভালো থাকবে, যার কারণে আপনি সতেজ বোধ করবেন। বিনিয়োগ করার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন। উপকার হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের হাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথ্যাবাদী এবং প্রতারকদের সঙ্গ থেকে দূরে থাকুন। অতীতে যে সুযোগগুলো পাননি, এই সপ্তাহে সেগুলো পেতে পারেন। শিক্ষার্থীরা ভালো ফল করতে চাইলে কোচিং বা টিউটরিংয়ে ভর্তি হয়ে জ্ঞান বাড়ান।

কন্যা :

সমাজের বড় লোকের সাথে দেখা করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা এবং শক্তি প্রয়োগ করতে দেখা যাবে। কিন্তু এই সময়ে আপনাকে বুঝতে হবে যে সামাজিক যোগাযোগ বাড়ানোর চেয়ে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যরা এবং সঙ্গীরা কঠিন সময়ে আপনার পাশে থাকবে। এই সময়ে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। খারাপ সঙ্গের কারণে স্কুল বা কলেজে শিক্ষার্থীদের ভাবমূর্তি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা :

এই সপ্তাহে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, যার কারণে আপনাকে উত্তেজনা ও অস্থিরতার সম্মুখীন হতে হতে পারে। বন্ধুদের সাথে বাইরে যান এবং কিছু আনন্দের মুহূর্ত কাটানোর এটাই সুযোগ। কাছের কিছু মানুষ এই সপ্তাহে আপনার ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করতে পারে। আপনার কর্মজীবনে, আপনি প্রতিটি পরিস্থিতিতে ভাগ্যের সমর্থন পাবেন। উর্ধ্বতনদের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সহযোগিতা পাবেন।

বৃশ্চিক :

দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো ধরনের অর্থ খরচ করার সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে। নিকটাত্মীয়ের সাথে কোনও অপ্রীতিকর ঘটনা এই পুরো সপ্তাহে পারিবারিক পরিবেশে অশান্তির পরিবেশ তৈরি করতে পারে। শিক্ষকদের সাহায্য পাবেন শিক্ষার্থীরা এবং পরীক্ষায় ভালো হবে। প্রেমে অশান্তির সম্ভাবনা রয়েছে। তবে বিবাহিত জীবনে সুখ থাকবে।

ধনু:

সপ্তাহের শুরুতে জাতক ইতিবাচক পরিস্থিতিতে থাকবেন। ব্যবসা বাড়বে, ক্ষতি লাভে পরিণত হবে। অধস্তন কর্মীদের সাহায্যে ব্যবসায় বড় সিদ্ধান্ত নিতে পারেন। পদোন্নতি হতে পারে। সপ্তাহের মাঝের সময়টা খারাপ যেতে পারে। বহু পরিশ্রমের পরে সাফল্য মিলতে পারে। কথাবার্তায় সচেতন থাকুন, না হলে সমস্যা হতে পারে, বাড়িতে তার প্রভাব পড়বে। সপ্তাহের শেষ ক’টা দিন ভালো থাকবে। পরিবারের ব্যবসা বৃদ্ধি হতে পারে। তবে চুক্তি সই করার সময়ে সতর্ক থাকুন।

মকর:

সপ্তাহের গোড়ার দিকটা ভালো কাটবে। কাজে ব্যস্ত থাকবেন। কাজের জায়গায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যা অদূর ভবিষ্যতে আপনাকে লাভবান করে তুলবে। কাজ উপভোগ করবেন, বড় অর্ডার আসতে পারে। সপ্তাহের মাঝের সময়টাও ভালো যাওয়ার সম্ভাবনা। পুরোনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। উপার্জনের উৎস খুলবে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। সপ্তাহের শেষের দু’দিন একাকিত্বে ভুগবেন। কাজে মনোযোগ কমবে। চলা কাজ হঠাৎ থেমে যেতে পারে।

কুম্ভ:

গত সপ্তাহের খারাপ পরিস্থিতি এই সপ্তাহের গোড়াতেই কেটে যেতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বড়দের আশীর্বাদে আপনার কাজ ভালো হবে, কাজ উপভোগ করবেন। কর্মসূত্রে ছোট সফরে যেতে পারেন। সপ্তাহের মাঝের সময়টাও ভালো যাবে। আপনার আত্মবিশ্বাস ও জ্ঞান বাড়বে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সপ্তাহের শেষের দু’দিন পরিবার নিয়ে ব্যস্ত থাকবেন। সকল ক্ষতি লাভে বদলে যাবে। উপার্জনের নতুন রাস্তা খুলবে।

মীন:

সপ্তাহের গোড়ায় একাকিত্ব ও হতাশায় ভুগবেন। কথাবার্তায় সংযত থাকুন,না হলে স্বাস্থ্য ও পরিবারের ক্ষেত্রে তার প্রভাব পড়বে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা, গাড়ি চালাবেন যত্নে। আধ্যাত্মিকতায় ঝোঁক বাড়তে পারে। সপ্তাহের মাঝের সময়টা ভালো কাটবে। আধ্যাত্মিক শক্তির বলে আপনি খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠবেন। কোনও ধর্মীয় জায়গায় যেতে পারেন। সপ্তাহের শেষের দু’দিন কাজে ব্যস্ত থাকবেন। বড়দের আশীর্বাদ পাবেন। বড় কাজের অর্ডার পেতে পারেন।


আরও খবর



আবারও কমলো জ্বালানি তেলের দাম

প্রকাশিত:রবিবার ৩১ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ৩১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

নতুন করে জ্বালানি তেলের দাম সমন্বয় করলো সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হয়েছে। রোববার (৩১ মার্চ) স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নতুন মূল্যের তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

নতুন হিসাব অনুযায়ী, ভোক্তা পর্যায়ে কেরোসিন ও ডিজেলের খুচরা মূল্য ১০৮ টাকা থেকে কমে ১০৬ টাকা, অকটেন ১২৬ ও পেট্রোল প্রতি লিটার ১২২ টাকা দরে বিক্রি হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।

এর আগে গত ৭ মার্চ স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ তালিকা প্রকাশ করা হয়। যেখানে ভোক্তা পর্যায়ে ডিজেল ১০৮, কেরোসিন ১০৮, অকটেন ১২৬ ও পেট্রোল ১২২ টাকা দরে বিক্রির ঘোষণা দেয়া হয়েছিল।

জ্বালানি তেলের সর্বশেষ মূল্য সমন্বয় হয় ২৯ আগস্ট, ২০২২। এরপর কোভিড মহামারি-উত্তর সরবরাহ সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সমুদ্রপথে জ্বালানি পণ্যের  প্রিমিয়াম, পরিবহন ভাড়া, বিমা ও ব্যাংক সুদের হার ব্যাপক পরিমাণে বেড়েছে। উল্লিখিত সময়ে শুধু মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা অবমূল্যায়িত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের (প্রধানত ডিজেল) মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে।

আরও বলা হয়, ফর্মুলা বা গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসেই জ্বালানি তেলের আমদানি বা ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে।


আরও খবর



গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য

সামরিক শক্তিতে ইসরায়েলের চেয়ে ৩ ধাপ এগিয়ে ইরান

প্রকাশিত:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৫ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট প্রাঙ্গণে গত ১ এপ্রিল হামলা চালায় ইসরায়েল। এর জবাবে গত শনিবার তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। এরপর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের নজর এখন ইরান-ইসরায়েল পরিস্থিতির দিকে।

দুই দেশের মধ্যে যদি আসলেই পূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কী ঘটবে? আর কে কার থেকে এগিয়ে আছে সামরিক শক্তিতে? এমন প্রশ্ন এখন অনেকেরই মনে।

দুটি দেশই সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ কুড়িটি দেশের মধ্যে অবস্থান করছে। তবে গ্লোবাল ফায়ার পাওয়ার-এর পরিসংখ্যান বলছে, ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম।

সামরিক শক্তির তুলনা : প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে। তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো ২৪৪০ কোটি ডলার। অন্যদিকে ইরানের বাজেট ৯৯৫ কোটি ডলার। প্রতিরক্ষা বাজেটের দিক থেকে র‍্যাংকিংয়ের ১৪৫ দেশের মধ্যে ইরান ৩৩তম অবস্থানে আর ইসরায়েল ১৯তম অবস্থানে রয়েছে।

নিয়মিত সৈন্য : গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে, সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে ১১ লাখ ৮০ হাজার, ইসরায়েলের সৈন্য ৬ লাখ ৭০ হাজার। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে ৪ লাখ ৬৫ হাজার।

যুদ্ধ বিমান : ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা ৫৫১টি আর ইসরায়েলের আছে ৬১২টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে ১৮৬টি আর ইসরায়েলের যুদ্ধবিমান আছে ২৪১টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা ২৩টি, ইসরায়েলের আছে ৩৯টি। ইরানের পরিবহন বিমান আছে ৮৬টি, ইসরায়েলের আছে ১২টি। ইরানের প্রশিক্ষণ বিমান ১০২টি আর ইসরায়েলের আছে ১৫৫টি।

হেলিকপ্টার : গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান বলছে, ইরানের হেলিকপ্টার আছে ১২৯টি আর ইসরায়েলের ১৪৬টি। ৪৮টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটক হেলিকপ্টারের সংখ্যা ১৩টি।

ট্যাংক ও সাঁজোয়া যান : গ্লোবাল ফায়ার পাওয়ার-এর তথ্য অনুযায়ী, ট্যাংক ও সাঁজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাংক আছে ১৩৭০টি আর ইরানের ১৯৯৬টি। সাঁজোয়া যান আছে ইরানের ৬৫ হাজার ৭৬৫টি আর ইসরায়েলের আছে ৪৩ হাজার ৪০৩টি।

এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান। তাদের রকেট আর্টিলারি এমএলআরএস-এর সংখ্যা ৭৭৫টি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা ৫৮০টি। অন্যদিকে, ইসরায়েলের এদিক থেকে সেফল প্রপেলড আর্টিলারির সংখ্যা ৬৫০টি এবং এমএলআরএস বা রকেট আর্টিলারির সংখ্যা ১৫০টি।

নৌ শক্তি : নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে আছে ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, ইরানের ১০১টি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে ৭টি ফ্রিগেট এবং ২১টি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা ৬৭টি। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে ১৯টি, ইসরায়েলের সাবমেরিন আছে ৫টি।

পারমাণবিক শক্তি : সুইডেন-ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় ১২ হাজার ৫১২টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে, ইরান তাদের ইউরেনিয়ামের মজুত দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।

গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে, কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি।


আরও খবর



আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

প্রকাশিত:শনিবার ২০ এপ্রিল ২০24 | হালনাগাদ:শনিবার ২০ এপ্রিল ২০24 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আসন্ন উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সামনে উপজেলা নির্বাচন। এই নির্বাচন চলাকালে উপজেলা বা জেলা পর্যায়ে কোনো সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন এই প্রক্রিয়া বন্ধ থাকবে।

মন্ত্রী-এমপির নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, নিকটজনেরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা ভবিষ্যতে করতে চায় তাদেরও নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যারা আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে।

নির্দেশনা দেওয়া হলেও অনেকেই এখনও নির্বাচনে আছেন, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রত্যাহারের তারিখ শেষ হউক, তার আগে এ বিষয়ে কীভাবে বলা যাবে।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।


আরও খবর
বিএনপির ৭৫ নেতাকে বহিষ্কার

শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪




গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত ৬৩

প্রকাশিত:শুক্রবার ১২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ইসরায়েলের হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৫ জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সম্প্রতি গাজার খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করলেও অবরুদ্ধ উপত্যকাটির মধ্যাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল।

এদিকে ঈদের দিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার তিন ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি নিহত হয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া বুধবার আল-জাজিরাকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় হানিয়ের পরিবারের আরও সদস্য এর আগে নিহত হয়েছেন। তার আরেক ছেলে গত ফেব্রুয়ারিতে এবং ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারান। এরপর নভেম্বরে নিহত হন তার এক নাতি।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত মোট ৩৩ হাজার ৫৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯৪ জন।


আরও খবর



মুসলিম দেশের নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা সৌদি বাদশা ও যুবরাজের

প্রকাশিত:বুধবার ১০ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ১০ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

মুসলিম দেশগুলোর নেতাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার অডিও বার্তা পাঠিয়ে তারা এই শুভেচ্ছা জানান বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ঈদের ছুটিতে মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগের আগ্রহ থেকে এসব অডিও পাঠানো হয়েছে। বার্তায় সৌদি বাদশা ও যুবরাজ মুসলিম বিশ্বের আরও নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রত্যাশা জানিয়েছেন।

ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মুসলিম দেশের নেতাদের কাছ থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছেন সৌদি আরবের নেতারা।


আরও খবর