
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
সাংগঠনিক নির্দেশনা অমান্য করার অভিযোগে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ আল মামুন (সবুজ) কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ।
রবিবার (২৬ মার্চ) রাত ১০ টার দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত কারণ দর্শানোর ওই নোটিশ দেয়া হয়। আগামী তিন দিনের মধ্যে জেলা ছাত্রলীগের কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ওই কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, সাংগঠনিক নির্দেশনা থাকলেও আমতলী উপজেলা ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেনি। এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাদের কোনো ধরনের কর্মসূচি ছিল না। তাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ বিষয়ে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুল ইসলাম বলেন, কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে আমি অবগত নই। তাছাড়া আমরা সাংগঠনিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু এবং ২৬ মার্চ পালন করেছি। তবে পবিত্র মাহে রমজানের জন্য ২৬ মার্চের প্রোগ্রাম সীমিত পরিসরে হয়েছে।