আজঃ সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

আত্মগোপনে সিসিক'র কাউন্সিলররা নাগরিক সেবা ব্যাহত

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | পত্রিকায় প্রকাশিত
এস এ শফি, সিলেট

Image

সিলেট সিটি করপোরেশনের এক ডজন ওয়ার্ড কাউন্সিলের হদিস পাচ্ছেন না সংশ্লিষ্ট ওয়ার্ডবাসী। এদের বেশিরভাগই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রভাবশালী নেতা। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর নগর ভবনে পা বাড়াননি তাঁরা।এমনকি বাসা-বাড়িতে মিলছে না তাঁদের। জনপ্রতিনিধিরা না থাকায় বেকায়দায় পড়ছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকরা। জন্ম সনদ, জাতীয়তা, ওয়ারিশ সনদসহ বিভিন্ন ধরনের প্রয়োজনে কাউকে পাচ্ছে না তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছে নাগরিকরা।

আওয়ামী লীগের প্রভাবশালী এই জনপ্রতিনিধিরা কোথায় আছেন-তাও নিশ্চিত করে বলতে পারছেন না তাদের ঘনিষ্টজনরাও। যদিও এসব কাউন্সিলরদের অধিকাংশের বিরুদ্ধে হত্যাসহ নাশকতার মামলা হয়েছে সাম্প্রতিক সময়ে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীর দাপুটে এই জনপ্রতিনিধিরা জনরোষে আক্রান্ত হওয়ার ভয় আর গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন। দেশ ছেড়েছেন তাদের অনেকেই।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের হঠাৎ নিখোঁজ হওয়া সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে রয়েছেন ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ৩নং ওয়ার্ড কাউন্সিলর একে এ লায়েক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুহেল আহমদ ও ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম।

৫ আগস্টের পর এলাকায় অববস্থান ও সামাজিক অনুষ্টানে ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. মখলিছুর রহমান কামরান এবং ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদকে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তাঁদেরও দেখা মিলছে না।

এছাড়া একটি মামলায় কারাগারে আছেন ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর হিরন মাহমুদ নিপু। খোঁজ মিলছে না ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপনেরও। কয়েকজন কাউন্সিলর বিএনপির প্রভাবশালী নেতাদের পরামর্শে এলাকায় থাকার চেষ্টা করেন। সম্প্রতি এক সামাজিক অনুষ্টানেও আওয়ামী লীগের দাপুটে কাউন্সিলর ও প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরানকে বিএনপির প্রভাবশালী এক নেতার সঙ্গে ফটোসেশনে অংশ নিতে দেখা গেছে। কিন্তু এর পর তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার পর থেকে কামরানের খোঁজ মিলছে না।

ইতোধ্যে হত্যা, নাশকতাসহ একাধিক মামলার আসামি হয়েছেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আজাদুর রহমান আজাদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ চন্দ্র দাশ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং মহানগর আওয়ামী লীগ নেতা মো. মখলিছুর রহমান কামরান, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ও ৩২নং ওয়ার্ড কাউন্সিলর মো. রুহেল আহমদ, আওয়ামী লীগ নেতা ও ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, ৩নং ওয়ার্ড কাউন্সিলর একে এ লায়েক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুর বিরুদ্ধে।

একাধিক সূত্র জানিয়েছে, প্রভাবশালী ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন জগদীশ চন্দ্র দাশ, আজাদুর রহমান আজাদ, জাহাঙ্গীর আলম ও মো. রুহেল আহমদ। তারা ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থান করছেন। দেশ ছাড়ার অপেক্ষায় আছেন আরও কয়েকজন কাউন্সিলর। সুযোগ পেলেই তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারত পালাবেন।

সিলেট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, নগরভবনে প্রতিদিন উপস্থিত হওয়ার কাউন্সিলরদের জন্য বাধ্যতামূলক নয়। তবে সেবা দিতে হবে, এটি বাধ্যতামূলক। কয়েকজন সাধারণ কাউন্সিলরকে পাচ্ছেন না নাগরিকরা, এটি সত্যি। তবে সংরক্ষিত ওয়ার্ড (নারী) কাউন্সিলরদের দ্বারা তাদের কাজ পূরণ হয়ে যাচ্ছে। দীর্ঘদিন কোনো কাউন্সিলরের সেবা না দেওয়ার বিষয় প্রমাণিত হলে স্থানীয়র সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে।


আরও খবর



পঞ্চগড়ে মা ও দুই ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
জেলা প্রতিনিধি

Image

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে মা ও দুই ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামের ব্যবসায়ী সেলিম শেখের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), ছেলে সৈকত (১২) ও সায়হাম (৯)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরেন ব্যবসায়ী সেলিম। এসে ঘরে দরজা খোলা পান তিনি। তখন ঘরে ঢুকে স্ত্রী ও দুই ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। এসময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশসহ সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোয়েন্দা পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করে লাশ থানায় নিয়ে যান।

সেলিম শেখ বলেন, বাজার থেকে বাড়ি ফিরে দেখি প্রধান ফটকের দরজা খোলা। ঘরের দরজাও খোলা। ভেতরে তিনজনের রক্তমাখা লাশ। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকি। আমার স্ত্রী ও দুই ছেলেকে হত্যা করা হয়েছে।

আটোয়ারী থানা পুলিশের ওসি মুসা মিয়া বলেন, ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সিআইডি পুলিশের সদস্যরা নমুনা সংগ্রহ করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ ট্যাগ: পঞ্চগড়

আরও খবর



বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন না মাসরুর রিয়াজ

প্রকাশিত:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন না অর্থনীতিবিদ এম মাশরুর রিয়াজ। নিজের সিদ্ধান্তের কথা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়েছেন তিনি।

এর আগে গত ১৩ আগস্ট বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজকে নিয়োগ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষ এবং বিএসইসির কর্মকর্তাদের একাংশ আপত্তি তোলে। সেই আপত্তির মুখে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে কিছুটা সময় নেন তিনি। তবে এই সময়ের মধ্যে বিএসইসির কর্মকর্তারা তাদের আপত্তি প্রত্যাহারও করেন।

নিয়োগের অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে মাশরুর রিয়াজ গণমাধ্যমকে বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আমি মনে করি আমার বর্তমান অবস্থান থেকে একজন অর্থনীতিবিদ হিসেবে দেশের এবং অর্থনীতির জন্য আরও বড় পরিসরে কাজ করতে পারবো। একজন অর্থনীতিবিদ হিসেবে সামগ্রিক অর্থনীতি, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং আর্থিক খাত সংক্রান্ত নীতি বিশ্লেষণ, সংস্কার কৌশল এবং সংলাপের মাধ্যমে দেশের অর্থনীতির কল্যাণে কার্যকর নীতি প্রণয়ন ও সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব বিবেচনায় আমি সবিনয়ে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।


আরও খবর



চিলির বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার দাপুটে জয়

প্রকাশিত:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

দলের প্রধান তারকা লিওনেল মেসি নেই। ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন তিনি। অ্যানহেল ডি মারিয়া কোপা আমেরিকা জিতেই অবসর নিয়েছেন। যে কারণে আর্জেন্টিনা স্কোয়াডে তৈরি হয়েছিল বড় শূন্যতা। সেই শূন্যতা ভক্ত-সমর্থকদের বুঝতে দেননি ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা।

মেসি-ডি মারিয়া না থাকলেও চিলিকে হারাতে মোটেই বেগ পেতে হয়নি আর্জেন্টিনার। ২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন আমেরিকা বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তারা।

আজ শুক্রবার সকালে আর্জেন্টিনার ঘরের মাঠ এন্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে লাকি নাম্বার ১০ জার্সি গায়ে জড়ান দিবালা। ৭৯ মিনিটে ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে মাঠে নামেন এই ফরোয়ার্ড। ৯১ মিনিটে আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন দিবালা।

ম্যাক অ্যালিস্টার ইনজুরিতে পড়ার আগেই গোল করেন। ৪৮ মিনিটে ম্যাক অ্যালিস্টারের করা গোলে প্রথম লিড নেই পায় আর্জেন্টিনা। আলভারেজের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে চিলির জালে বল জমা করেন লিভারপুল তারকা। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

অ্যালিস্টারকে দিয়ে গোল করিয়ে আলভারেজ নিয়েও গোল করেন। ৮৪ মিনিটে জিওভানি লো সেলসোর অ্যাসিস্টে চিলির জাল কাঁপান তিনি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৯১ মিনিটে দিবালার গোলে অ্যাসিস্ট করেন আলেজান্দ্রো গার্নাচো।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয়স্থানে থাকা উরুগুয়ে আলবিসেলেস্তাদের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছে। আগামী মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।


আরও খবর



ষড়যন্ত্র বন্ধে শাহবাগে ‘শান্তি সমাবেশ’ করবে হিন্দু সম্প্রদায়

প্রকাশিত:সোমবার ১২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে কলঙ্কিত করতে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন আওয়ামী বিরোধী হিন্দু সমাজ। এ ষড়যন্ত্র বন্ধে আজ সোমবার রাজধানীর শাহবাগে শান্তি সমাবেশের ডাক দিয়েছেন তারা। বেলা আড়াইটায় শান্তির পথে আমরা বাংলাদেশীর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর তত্ত্বাবধানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। শান্তি সমাবেশে রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেবেন।

নিপুন রায় বলেন, এই হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগ-ই এই হিন্দু সম্প্রদায়ের জমি দখল, তাদেরকে নির্যাতন করে বিরোধী দলের ওপর দোষ চাপায়। এবার হিন্দু সমাজ আওয়ামী লীগের চক্রান্ত বুঝতে পেরেছে। পরাজিত আওয়ামী লীগ ও তাদের মদদ দাতা গোষ্ঠীর মূল হোতা পালিয়ে গেছে, দোসররা থেকে গেছে। এই গোষ্ঠীর নির্দেশে এখন ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ করতে মাঠে নেমেছে। হিন্দু সম্প্রদায় এটা হতে দেবে না।

হিন্দু সম্প্রদায়ের কয়েকজন বলেন, দেশের হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করতে পূজা উদযাপন কমিটিসহ নানা ব্যানারে আওয়ামী লীগ কাজ করছে। কারা পতিত আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। এবার আমরা চিহ্নিত করে দায়িদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।


আরও খবর
হজের নিবন্ধনের শুরুতেই ভাটা

সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4




ত্রাণ দিতে ঢাবির টিএসসিতে স্রোতের মতো আসছে মানুষ

প্রকাশিত:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
ঢাবি প্রতিনিধি

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) স্রোতের মতো ত্রাণসামগ্রী নিয়ে আসছেন নানান শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে টিএসসি এলাকা ঘুরে দেখা যায়, মানুষ ট্রাক, পিকআপ, ভ্যান, রিকশা, প্রাইভেটকার ভর্তি করে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে আসছেন।

মহিউদ্দিন আলম নামের এক ব্যবসায়ী তিন পিকআপ ভর্তি করে ত্রাণসামগ্রী নিয়ে এসেছেন। তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে ছাত্র সমাজই দেশকে পথ দেখিয়েছে। তাদের হাত ধরেই আমরা যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রুখে দেবো। আমরা সবাই এক থাকলে কোনো শত্রুই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সামর্থ্য অনুযায়ী আমি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। আমি চাই দেশের প্রতিটি মানুষ এতে অংশগ্রহণ করুক।

এরই মধ্যে ত্রাণসামগ্রীতে টিএসসি ক্যাফেটেরিয়া, গেমসরুম ভর্তি হয়ে যাওয়ায় সেন্ট্রাল অডিটোরিয়ামসহ টিএসসির বারান্দায় রাখা হচ্ছে। পাশাপাশি নগদ টাকাও উঠছে। ত্রাণ সামগ্রী নিয়ে আসা গাড়ির লম্বা লাইন লেগে গেছে টিএসসি এলাকায়। ত্রাণ সামগ্রী প্যাকেজিংয়ে স্বেচ্ছাসেবী হিসেবে স্কুল-কলেজের তিন শতাধিক শিক্ষার্থী কাজ করছেন।


আরও খবর
রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব

বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪