আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

বাড়ি থেকে ২ মণ রুপার গহনা উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

Image

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় একটি বাড়ি থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা সীমান্তবর্তী মোবারক সোহাগ হোসেনের বাড়ি থেকে এসব ভারতীয় গহনা উদ্ধার করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। সোহাগ উপজেলা দর্শনা পৌরসভার মোবারকপাড়ার গেদু মিয়ার ছেলে।

আরও পড়ুন<< বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

বিজিবি জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগের বাড়ি থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করে উদ্ধারকৃত রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<< কেন শোবিজজগৎ ছেড়েছেন চলচ্চিত্র অভিনেত্রী পপি


আরও খবর