আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

বাঘের হাড়সহ ঢাকায় চীনা নাগরিক গ্রেপ্তার

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মার্চ ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ মার্চ ২০২১ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের কাছে একজন চীনা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হলে তাকে অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাঘের হাড়সহ এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। যে হাড়গুলো চায়ে প্যাকেটের মধ্যে লুকিয়ে পাচার করছিলো সে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) এসব তথ্য জানায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

তারা জানায়, গতকাল বুধবার (১০ মার্চ) রাতে শু শাংজি নামের ওই চীনা নাগরিকের কাছ থেকে বাঘের ৪ টি হাড় উদ্ধার করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, এ ঘটনায় বিমানবন্দর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের কাছে একজন চীনা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হলে তাকে অনুসরণ করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরবর্তীতে আর্মড পুলিশের অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি করা হলে তার কাছ থেকে ৪ টি হাড় উদ্ধার করা হয়। টি ব্যাগের ২ টি প্যাকেট জোড়া দিয়ে তার ভেতরে টি ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো।

ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান, এগুলো বাঘের হাড়। তিনি মনসুর আলী নামের এক ব্যক্তির মাধ্যমে এ হাড়গুলো সংগ্রহ করেছেন চীনে নিয়ে যাওয়ার জন্য। তার সঙ্গে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, ভারতের মুদ্রা ছিল।


আরও খবর
জাহাঙ্গীরকে ফের দুদকে তলব

মঙ্গলবার ২৩ মে 20২৩