
চীনের ইউনান প্রদেশের পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দের সাথে রবিবার (২৮ মে) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক মতবিনিময় সভায় মিলিত হন।
চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)’র প্রেসিডেন্ট লিউ কিলিন (Liu Qilin), ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট প্রমোশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর ঝু তেংজিয়াও (Zhou Tengjiao), চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, মেরিডিয়ান, কিষোয়ান ও লুব-রেফ’র প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), নাজমুল করিম চৌধুরী শারুন, মোঃ ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম) এবং বিভিন্ন বিনিয়োগকারী ব্যবসায়ীবৃন্দ।
চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, গত এক দশক ধরে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি ৬% এর অধিক ধরে রেখেছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। চীনের সাথে বাংলাদেশের গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। অর্থবছরের ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত চায়না বাংলাদেশে ২.৭ বিলিয়ন ডলার রপ্তানি করেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে মাত্র ৮০ মিলিয়ন ডলার আমদানি করে চায়না। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও বাণিজ্য বৈষম্য কমানোর জন্য চায়নার সহায়তা এবং বাংলাদেশে চীনা বিনিয়োগের আহবান জানান।
ইউনানের ব্যবসায়ীদের চট্টগ্রামে এগ্রো, খাদ্য শস্য, রেস্টুরেন্ট এবং লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিতে সরাসরি বা বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে যৌথ বিনিয়োগের সুবিধা রয়েছে।
চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)’র প্রেসিডেন্ট লিউ কিলিন বলেন, চীন এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য ইউনানের বাণিজ্য প্রতিনিধিদল এসেছে।
তিনি বাংলাদেশে ফেব্রিক্স, ফ্লাওয়ার, রেস্টুরেন্ট, হেলথ কেয়ার সেক্টরে বিনিয়োগ সম্ভাবনার কথা উল্লেখ করেন। একই সাথে আগামী আগস্ট এ ইউনানে অনুষ্ঠিত ১৬তম চায়না সাউথ এশিয়ান বিজনেস ফোরামে অংশগ্রহণের জন্য চেম্বার নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান। এছাড়া আগামীতে বৃহৎ পরিসরে বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন লিউ কিলিন।