আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

বেতাগীতে জেলেদের মাঝে ছাগল ও খাবার বিতরণ

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৪ মে ২০২৩ | অনলাইন সংস্করণ

Image

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বেতাগী

বরগুনার বেতাগীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবী জেলেদের মাঝে ছাগল, ছাগল থাকার ঘর, খাবার ও ঔষধ বিতরণ করা হয়।

বুধবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান।

উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুহৃদ সালেহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম।

পরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২য় ধাপে ৪ টি গ্রুপে ২০ জনকে ৪০ টি ছাগল মৎস্যজীবী জেলেদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও তাদের ছাগলের খোয়ার, খাবার ও ঔষধ বিতরণ করা হয়।

নিউজ ট্যাগ: বরগুনা

আরও খবর