আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

বগুড়ায় এক কলেজ ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত:সোমবার ০৬ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৬ ফেব্রুয়ারী ২০২৩ | ১৫৪০জন দেখেছেন


Image

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর যাদুপপুর গ্রামের মাঝামাঝি জংলীপুকুরের এলাকায় আজ রোববার বিকাল ৪ টার দিকে এক ভুট্টা ক্ষেত থেকে একই ইউনিয়নের পরানবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম বাবলুর ছেলে পল্লী উন্নয়ন একাডেমী অ্যান্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজ (আশিক) (২১) নামের এক ছাত্রের গলাকালা লাশ উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

প্রশাসন এর কাছে  এমন জঘন্যতম হত্যার সুষ্ঠু তদন্ত করে হত্যার সাথে জড়িতদের কঠোর শান্তির দাবী জানিয়েছেন নিহত পরিবারের সদস্যরা ও সচেতন নাগরিক ।

এ বিষয়ে জানতে চাইলে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, এটি একটা হত্যাকাণ্ড আমরা বিকাল চারটার সময় লাশ পেয়েছি। এই হত্যাকাণ্ডের তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে, ইতিমধ্যে আশিকের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।


আরও খবর