বগুড়ার শেরপুরে
ঢাকা বগুড়া মহাসড়কে দুইটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১ টায় উপজেলার
দশমাইল নামক স্থানে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
জানা যায়, ট্রাক
দুটির একটি মাটি ভর্তি অবস্থায় বগুড়ার কাহালু থেকে ঢাকায় ও অপরটি জয়পুরহাট থেকে কলা
নিয়ে সিলেটে যাচ্ছিলো। রাত আনুমানিক ১১টায় দশমাইলে পৌঁছলে একদল লোক ট্রাক দুটি থামিয়ে
আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে
আগুন নিয়ন্ত্রণে আনে।
মাটিবাহী ট্রাকের
চালক আফজাল হোসেন (৩৫) বলেন, আমি দশমাইলে পৌঁছলে চার পাঁচ জন লোক ট্রাকের গতি
রোধ করে আমাদের নীচে নামতে বলে। এরপর তারা পেট্রোল দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
শেরপুর ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
আমরার দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ট্রাক দুটির সামনের
অংশ কিছুটা পুড়ে গেছে।
এ বিষয়ে শেরপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা, বলেন কে বা ট্রাকে আগুন দিয়েছে
এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমার দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি।