আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

বিএনপির ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:শনিবার ২০ মে ২০23 | অনলাইন সংস্করণ
নেত্রকোনা প্রতিনিধি

Image

নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার এ দুই উপজেলার বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন<< ফেনীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার

গ্রেপ্তারকৃতরা হলেন, দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া, সদস্য শমশের, কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মতিন, কলমাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেন মিলন, কলমাকান্দা সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. শাহাবদ্দিন, লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনূস মিয়া, উপজেলা ছাত্রদল সদস্য মো. সোহানূর রহমান ও রংছাতি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলালকে তার ব্যক্তিগত কার্যালয় থেকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশ।

আরও পড়ুন<< ২৩ মে থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

এছাড়াও অভিযানে গ্রেপ্তার করা হয় আটপাড়া থানায় দুজন, মোহনগঞ্জে ছয়জন, মদনে দুই ও কেন্দুয়ায় চারজনসহ মোট ৩২ জনকে। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান বলেন, গ্রেপ্তারদের নামে থানায় মামলা রয়েছে।

 


আরও খবর