
'ফ্রেন্ড' নয়, এমন কারও অ্যাকাউন্টে ঢুকলেই আর 'ফ্রেন্ড রিকোয়েস্ট' চলে যাবে না। একটি রিপোর্টে এমনই দাবি করা হলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য ডেইলি বিস্টের প্রতিবেদন অনুযায়ী, যে গোলযোগের (প্রযুক্তির পরিভাষায় ‘বাগ’) কারণে অজান্তেই ফেসবুকে অচেনাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছিল, তা ঠিক করে নিয়েছে মেটার মালিকাধীন ফেসবুক। সেই গোলযোগের কারণে মার্ক জুকারবার্গের সংস্থার থেকে ক্ষমাও চাওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি 'বাগ'-র কারণে
ফেসবুকে অচেনাদের অ্যাকাউন্টে ঢুকলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা নারীর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট'
চলে যাচ্ছিল। সেই ‘বাগ’ ঠিক করে দিয়েছে ফেসবুক।
আরও পড়ুন<< কবে হচ্ছে এসএসসির স্থগিত পরীক্ষা?
অপর একটি রিপোর্ট অনুযায়ী, ফেসবুকের তরফে
বলা হয়েছে যে সম্প্রতি অ্যাপ আপডেটের ক্ষেত্রে একটি যে বাগ ধরা পড়েছিল, সেটা ঠিক করে
নেওয়া হয়েছে। যে বাগের কারণে ভুলবশত ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছিল। সেটা আমরা
বন্ধ করে দিয়েছি। এটার কারণে যে সমস্যা হয়েছে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
গত সপ্তাহে কয়েক ঘণ্টায় ফেসবুকে বিভ্রাটের
অভিযোগ তোলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজাররা। তারা দাবি করেন, ‘ফ্রেন্ড’ নয়, এমন কারও
অ্যাকাউন্টে ঢুকলেই তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে।