আজঃ মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩
শিরোনাম

বঙ্গবন্ধুর প্রতি সুদানীদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | ২২৫জন দেখেছেন
নিজস্ব প্রতিবেদক


Image

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সম্মানিত সেনাবাহিনী প্রধানের প্রত্যক্ষ দিক নির্দেশনায় সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্ট সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে কাদুগলির মুরতা ভিলেজ এলাকায় বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্লিনিক স্হাপন করেছে। সেনাবাহিনী প্রধান মিশন এলাকা সফরকালে তিনি তা উদ্বোধন করেন।

আইএসপিআর এ তথ্যসহ জানায়, স্থানীয় জনগণ এই মহতী উদ্যোগ সাদরে গ্রহণ করেছে। তারা মেডিক্যাল ক্লিনিকটির উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে, জাতির পিতার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ অনুকরণ করে এবং জাতির পিতাকে নিয়ে রচিত বাংলা গান তুমি বাংলার ধ্রুবতারা গেয়ে আনন্দোৎসব করে। তাদের এই উদযাপন ও ভালোবাসা আবারো প্রমাণ করেছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের অন্যান্য দেশের জনগণের মনেও স্থান করে নিয়েছে।


আরও খবর