বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। গত ২১ আগস্ট ভারত থেকে উজানের পানি এসে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ভাসিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ রওনা দিতে থাকে মানুষকে বাঁচানোর তাগিদে। পাশাপাশি বিভিন্ন শ্রেণির মানুষ ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ত্রাণ সংগ্রহের বিভিন্ন আহ্বান এবং কৌশল।
এই বন্যায় মানুষ মানুষের পাশে দাঁড়ানোর যে নজির দেখা যাচ্ছে, তা সত্যি এক নতুন বাংলাদেশ গঠনের শুভ লক্ষণ হিসেবে অনুমান করা যাচ্ছে। দেশের মানুষ দেখিয়েছে যে তারা যেকোনো জাতীয় সমস্যা ঐক্যবদ্ধ হয়েই মোকাবেলা করবে এবং করতে পারে। এরকম সংকটময় মুহুর্তে নিজেদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে এসেছে দেশীয় ফ্যাশন হাউজ মিরা।
অল্প সময়েই পরিচিত হয়ে উঠা মিরা তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, “দেশে একের পর এক দুর্যোগ চলছেই। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আমরা মিরা-র এডমিনরা প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে যতটা সম্ভব সহযোগিতার চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। নানা অস্থিরতায় যদিও এখন ব্যবসার অবস্থা খুবই খারাপ, তবুও মানবিক বিবেচনায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত মিরা থেকে সেল এর ১০% বন্যা দুর্গতদের সাহায্যার্থে দেবার সিদ্ধান্তে আমরা সম্মত হয়েছি।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত মিরা থেকে যা কিছুই কেনাকাটা করবেন সেই মূল্যের ১০% চলে যাবে বন্যার্তদের সহায়তায়। মানুষের পাশে মানুষ থাকুক।”