আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রকাশিত:রবিবার ০৫ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৫ ফেব্রুয়ারী ২০২৩ | ৪৩০জন দেখেছেন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি


Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাকিব মিয়া (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার তন্তর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুঠিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, শনিবার দুপুরে কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়ামুখী মোটারসাইকলেটির বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাকিব মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। 

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর