আজঃ বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

বরগুনায় প্রস্তুত ৬৪২ আশ্রয়কেন্দ্র

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা

Image

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপকুলীয় অঞ্চল বরগুনায় গুমোটে আবহাওয়া বিরাজ ও কাল রাত থেকে দিনভর তুমুল বৃষ্টি চলমান রয়েছে।

জেলা প্রশাসন থেকে ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা রাখা, শুকনো খাবার প্রস্তুত ও মাইকিং করা হচ্ছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সারা দিন ধরে বেপরোয়া বাতাসসহ তুমুল বৃষ্টিতে সুর্যের মুখ দেখেনি উপকূলবাসী। উপকুলীয় জেলেরা নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে। এবং অনেক ট্রলার ও জেলে নিখোঁজ রয়েছে বলে জানান ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী।

জানা গেছে, পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মিধিলির প্রভাবে সাগর ও পায়রা, বলেশ্বরসহ বরগুনায় বয়ে যাওয়া নদীগুলো উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

আরও পড়ুন>> সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, মিধিলির মোকাবেলায় বরগুনা জেলার ৬টি উপজেলায় ৬৪২টি সাইক্লোন শেল্টার রয়েছে। তারমধ্যে বরগুনা সদরে ১৮৫, আমতলী ১১১, পাথরঘাটা ১২৪, তালতলী ৫৩, বেতাগী ১১৪ ও বামনা উপজেলায় ৫৫টি। মুজিব কেল্লা রয়েছে ৩টি। আশ্রয়ণ কেন্দ্র ধারণ ক্ষমতা রয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫১০ জন। জেলায় স্বেচ্ছাসেবী টিমের সদস্য রয়েছে ৯ হাজার ৬১৫ জন।

তিনি বলেন, আমাদের মানবিক সহায়তা মজুদ রয়েছে খাদ্য ৪৩০ মেট্রিক টন। নগদ অর্থ ৬ লাখ। ঢেউ টিন ৯৬ বান্ডিল। কম্বল ২ হাজার পিস। বন্যার তথ্য জানতে এবং জানাতে ৬ উপজেলায় ৬টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

তিনি আরও বলেন, রাত ৮টার মধ্যে জেলার সর্বস্তরের মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হয়। একজন মানুষও এ ঘূর্ণিঝড়ে আশ্রয়হীন থাকবে না, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরও খবর



সিলেটে গুলিতে আহত রাইয়ানকে বিদেশে নেওয়ার পরামর্শ

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | অনলাইন সংস্করণ
এস এ শফি, সিলেট

Image

সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনে ৫ আগস্ট ছাত্র-জনতা মিলে বিজয় উল্লাস করছিল। সেখানে মাথায় গুলিবিদ্ধ হয় দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ডালিপাড়া গ্রামের নানু মিয়ার ছোট ছেলে রাইয়ান আহমদ।

১৭ দিন পর ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে জ্ঞান ফিরেছে রাইয়ানের। তবে তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।

চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে ইউকে বা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া প্রয়োজন।

আহত রাইয়ানের ভাই আইমান আহমদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। সেখানে ১৪ দিন চিকিৎসা নিয়েও তার জ্ঞান ফিরেনি। সিলেটের চিকিৎসকরা তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে রেফার করেন। এখন সে ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শুক্রবার তার জ্ঞান ফিরেছে। এখন শুধু চোখ খুলে তাকাতে পারে। আমাদের সবাইকে চেনতে পারছে বুঝা যায়। মাঝে মাঝে বলে তার মাথায় খুব যন্ত্রণা করে।

৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনে গুলিবিদ্ধ হওয়ার পর ১২ দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় রাইয়ান। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৭ আগস্ট সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়।

জানা যায়, আহত রাইয়ান আহমদ সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিউজ ট্যাগ: সিলেট

আরও খবর



ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশিত:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
এস এ শফি, সিলেট

Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে।

মুবারক র‌্যালিতে হাজার হাজার ছাত্র-জনতা অংশ নেয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগরের সোবহানীঘাট এলাকার শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।

প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। র‌্যালিতে বালাগাল উলা-বি কামালিহি... শামছুদ্দুহা আসসালাম... এরকম নাতে রাসুল পরিবেশন করা হয়।

র‌্যালিপূর্ব র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব হোসাইন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মহাসচিব মুফতী একেএম মনোওর আলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, আল-ইসলাহ সাংঠনিক সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী,  ড. মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, আল-ইসলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, মুফতী বেলাল আহমদ, মাসিক পরওয়ানা সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম, মনজুরুল করিম মহসিন, মুহাম্মদ উসমান গণি, সোলায়ান আহমদ চৌধুরী, জাহেদুর রহমান, আতিকুর রহমান সাকের প্রমুখ।

নিউজ ট্যাগ: সিলেট

আরও খবর



বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনকে যা বললেন মোদী

প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের ফোনালাপের বিষয়ে জানানো হয়েছে।

এ বিষয়ে সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। সেখানে লিখেছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মতবিনিময় করেছি।

তিনি লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি। দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।


আরও খবর



মেঘনার চরে অস্ত্র-গোলাবারুদসহ দুর্ধর্ষ ২ ডাকাত আটক

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | অনলাইন সংস্করণ
ভোলা প্রতিনিধি

Image

ভোলার মেঘনা নদীর বঙ্গের চরে দুর্ধর্ষ ডাকাত সর্দার বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে আটক করেছে কোস্ট গার্ড। আটকের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ জব্দ করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর থানাধীন বঙ্গের চরে একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্ট গার্ড অবগত হয়। ভুক্তভোগী জেলেরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকির সম্মুখীনও হয়েছে। এমন পরিস্থিতিতে রবিবার রাত থেকে সোমবার সকাল ৮ পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সক্রিয় ডাকাত দল বাহাদুর বাহিনীর আস্তানায় ঘণ্টাব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করে বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর (৪২) এবং তার সহযোগী ইকবাল হোসনকে (২৬) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি, ছুরি-চাপাতিসহ ২০টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ টাকা ১ লাখ ১৫ হাজার ৭৫ টাকা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সুজন জানান, আটককৃত ডাকাত এবং জব্দকৃত দেশীয় অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর



শেরপুরে ৮ মাসে প্রেসক্লাবে ৩ কমিটি

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | অনলাইন সংস্করণ
মো. নাজমুল হোসাইন, শেরপুর

Image

জানুয়ারি চব্বিশ থেকে আগষ্ট চব্বিশ পর্যন্ত এই ৮ মাসে সাংবাদিকদের সংগঠন শেরপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি হয়েছে ৩ টি। আওয়ামী লীগ সংসদ সদস্যদের সরাসরি হস্তক্ষেপে দীর্ঘদিন ধরে শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন এবং পরিচালিত হয়ে আসছিলো। আওয়ামী লীগের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করায় শেরপুরের মূলধারার সাংবাদিকরা পড়েছিলো চরম বিপদে। স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর আবারো মাথা চারা দিয়ে উঠেছিলো আরেকটা গ্রুপ।

জানা যায়, শেরপুর প্রেসক্লাব গঠিত হয় ১৯৮০ সালে। এরপর স্বাভাবিক পথ চলায় বিপত্তি আসে ২০০৯ সালে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রথমে সাবেক এমপি আতিউর রহমান আতিক তার আস্থাভাজনদের দিয়ে একটি কমিটি গঠন করেন। পরবর্তীতে দ্বাদশ সংসদ নির্বাচনে আতিউর রহমান আতিক কে পরাজিত করে এমপি হন স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু। এবার ছানু আগের সব কমিটি বাদ দিয়ে তিনিও তার পছন্দের লোকদের দিয়ে গঠণ করেন নতুন কমিটি।

সর্বশেষ ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বিএনপির নাম ভাঙ্গিয়ে সাংবাদিক কাকন রেজাকে সভাপতি ও মাসুদ হাসান কে সাধারণ সম্পাদক করে ২২ আগষ্ট সন্ধায় কয়েকজন সাংবাদিক মিলে প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একটি ২২ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেয়।

কিন্তু এ কমিটি গঠনের পর শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। উঠে সমালোচনার এবং নিন্দার ঝড়। পূর্বের কমিটি থেকে জানা যায় আওয়ামী লীগের আমলে সাবেক এমপি আতিক, ছানু ঘোষিত কমিটির সদস্যরাই এখন ভুল পাল্টিয়ে নিজেদের বিএনপির কমিটি বলার চেষ্টা করছেন। তবে জেলা বিএনপির নেতৃবৃন্দ এ অবৈধ কমিটি সম্পর্কে অবগত নয় বলে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেন।

এবিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, দুষকৃতকারী কিছু সাংবাদিক বিএনপির নাম ভাঙ্গিয়ে আমাদের মিস গাইড করে প্রেসক্লাবের কমিটি করেছে। এই কমিটি সম্পর্কে আমরা অবগত নই। সাংবাদিকদের কমিটি সাংবাদিকরাই করবে এটা আমরা কেন করতে যাবো।

জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, আমরা এই উদ্ভুত পরিস্থিতি এবং আইনশৃংখলা রক্ষার্থে নিয়মের বাইরে গিয়েও দলীয় প্যাডে আমরা সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষর করে সাংবাদিকদের অবগত করি যে, প্রেসক্লাবের এই কমিটি সম্পর্কে অবগত নই।

এদিকে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল বলেন, সাংবাদিকদের একটি চক্র বিএনপির নাম ভাঙিগে রাতের আধারে প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ২২ সদস্যের একটি কমিটি ঘোষণা দেয়। বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান আমরা এই কমিটির ব্যাপারে অবগত নই এবং তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যা তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ট্যাগ: শেরপুর

আরও খবর