মৎস্য ও প্রাণিসম্পদ
মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনা কৃষিবান্ধব সরকার। কৃষকের কষ্ট তিনি
বোঝেন। কৃষকের বেদনা বোঝেন। শেখ হাসিনা কৃষকদের অনেক সুযোগ দিয়েছেন। কারণ শেখ হাসিনা
বিশ্বাস করেন কৃষিকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে আগে। এই রকম কৃষি বান্ধব অতীতে
আর কোন সরকার ছিলো না।
মন্ত্রী আজ
শুক্রবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর
উপজেলা অডিটোরিয়ামে ২৩-২৪ অর্থবছরে রবি ফসল ও বোরো হাইব্রীড ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রনোদণা কর্মসূচির আওতায় কৃষক/কৃষাণীদের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরও পড়ুন>> রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জীবন ধ্বংস করে ক্ষমতায় যেতে চায় বিএনপি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মন্ত্রী বলেন,
১৯৯৫ সালে বিএনপি সরকারের কাছে কৃষকরা কম টাকায় সারের দাবি করেছিলেন। সেই সরকার ভর্তুকি
তো দেয় নাই কানসার্টে, ঠাকুরগাঁও, গাইবন্ধায় সারের জন্য পাখির মত গুলি করে
১৮ জন কৃষককে মেরে ফেলেছেন। তারা বিনা মূল্যে কীটনাশক দিত না, বীজ দিত না। ঠিক মত বিদ্যুৎ
দিত না। আগে পানি সেচের জন্য বিদ্যুতের জন্য বসে থাকতে হতো। এখন আর বিদ্যুৎ যায় না।
গ্রাম-গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে গেছে। আর এই সব কিছু শেখ হাসিনা সরকারের
অবদান। আর এই সব কিছু ধরে রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিতে হবে। এর
কোন বিকল্প নাই।
মন্ত্রী আরও
বলেন, শেখ হাসিনা সরকার গরীববান্ধব প্রধানমন্ত্রী। তিনি গরীবের কষ্টটা বোঝেন। কৃষকদের
জন্য বর্তমান সরকার শুধু সারের জন্য ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। আমরা টিএসপিতে
এক কেজিতে ভর্তুকি দিচ্ছি ৫০ টাকা, এমপিও তে ৪১ টাকা, ডিএফপি ৭৯ টাকা, ইউরিয়ায় ৮২ টাকা, সব মিলিয়ে বছরে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছি। কীটনাশক, ধানের বীজ, সরিষার বীজসহ
অন্যান্য চারা, কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি দিচ্ছে সরকার। আগেও তো প্রধানমন্ত্রী ছিলো
তারা কেন দেয় নাই। কারণ তার বড়লোকের প্রধানমন্ত্রী ছিলো। আর শেখ হাসিনা গরীববান্ধব
প্রধানমন্ত্রী। এই দরদী মানুষ, এই দরদী প্রধানমন্ত্রী বাংলাদেশে
আর হবে না শুধু শেখ হাসিনা ছাড়া।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ
মোস্তাফিজুর রহমান, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম।