
জি-২০ সম্মেলনে ব্যস্ত সময় কেটেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সম্মেলনের ফাঁকে এক ঝাঁক বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং ফরাসি
প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।
সম্মেলনের শেষ দিনে তৃতীয় সেশন ওয়ান ফিউচার শীর্ষক অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকেই বৈঠক করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে।
এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁসহ বিশ্বনেতাদের।
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের (ডানে) সঙ্গে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসসহ বিশ্বনেতাদের সাক্ষাতের ছবিগুলোই যেন প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বের প্রভাবশালী নেতাদের সম্মান
প্রদর্শন আর শ্রদ্ধাবোধের প্রতিচ্ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ব্রিটিশ প্রধানমন্ত্রী রিষি সুনাক হাঁটু গেড়ে বসে
কথা বলায় ফুটে ওঠে অভূতপূর্ব বিনয় আর শ্রদ্ধাবোধ।
তিনটি দেশের নারী নেতৃত্ব ক্যামেরার লেন্সে ধরা পরেছেন আলাদা করে।
এর পাশাপাশি সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। উপস্থিত ছিলেন সায়মা ওয়াজেদ।