আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

চরফ্যাশনে কৃষকের ৮০০ তরমুজ কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশিত:সোমবার ২৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
ভোলা প্রতিনিধি

Image

ভোলার চরফ্যাশন উপজেলায় রাতের আঁধারে দুই কৃষকের প্রায় এক একর জমির প্রায় ৮০০ তরমুজ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা দুই কৃষক। ক্ষতিগ্রস্ত দুই কৃষকের নাম মো. রিয়াজ ও মো. মাইনুদ্দিন ঢালি। তাদের বাড়ি উপজেলার দুলাহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

ঘটনাটি ঘটে নুরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় কৃষক মো. রিয়াজ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কৃষক রিয়াজ জানান, অন্যের জমিতে নগদ লগ্নি করে তিনি দুই একর ৭২ শতাংশ জমি ও তার ভাই মাইনুদ্দিন এক একর ৭৬ শতাংশ জমিতে তরমুজের আবাদ করেছেন। প্রতি একর জমিতে তরমুজ লাগাতে তাদের খরচ হয়ে ৯০ হাজার থেকে এক লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলনও ভালো হয়েছে। একেকটি তরমুজ প্রায় ১৩ থেকে ১৪ কেজি ওজন হবে।

গতকাল রবিবার রাত সারে ৯ টার দিকে তিনি তরমুজ ক্ষেত থেকে তারাবি নামাজ পড়তে মসজিদে চলে আসেন। রাতে আর তরমুজক্ষেতে যাননি। ফজরের নামাজ পড়ে তরমুজক্ষেতে গিয়ে দেখেন, প্রায় এক একর জমির তরমুজ মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। কে বা কারা রাতের আঁধারে এ কাজ করেছে তিনি কিছুই জানেন না। যেই জমির তরমুজ নষ্ট করেছে সেই তরমুজগুলোই ভালো হয়েছে। অনেক পরিশ্রম ও ধার দেনা করে তরমুজের চাষ করেছেন তারা।

আগামী বৃহস্পতিবার এই তরমুজগুলো বিক্রি করার কথা ছিল। প্রতি ১০০ তরমুজের দাম ১৬ হাজার টাকা করে বেপারিরা দাম বলেছেন। এখন আরো বেশি দামে বিক্রি করতে পারতেন। কিন্তু সেটি আর হয়নি। এখন কিভাবে কী করবেন সেটি নিয়ে দিশাহারা তারা।

তিনি আরো জানান, দুই ভাই মিলে অনেক পরিশ্রম ও ধারদেনা করে প্রায় চার লাখ টাকা খরচ করে মোট চার একর ৪৮ শতক জমিতে তরমুজ চাষ করেছেন। আজ তাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না তাদের। কিভাবে কী হলো কিছুই বুঝতে পারছেন না।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক এ প্রতিবেদককে জানান, 'ঘটনাটি দুঃখজনক। দুজন কৃষকের পরিশ্রম করা তরমুজ এভাবে যারা কেটে ফেলেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।'

চরফ্যাশনের দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, এ ঘটনায় কৃষক রিয়াজ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর