
আমিনুল ইসলাম মনি, নেত্রকোণা
অবৈধভাবে বাড়িঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণের ফলে দখল হয়ে যাচ্ছে নেত্রকোণা পূর্বধলার খরস্রোতা ধলাই নদী। ময়লা-আবর্জনা ফেলে ভরাট করায় মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের। বর্তমানে নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে এটি। বারবার অভিযোগ করা হলেও প্রশাসন নিরব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নদীর দু’পারের লোকজন।
স্থানীয়রা জানায়, ৮০ কিলোমিটার দীর্ঘ এ নদীটিতে এক সময় বড় বড় ইঞ্জিনচালিত নৌকা ও লঞ্চ চলাচল করত। বর্তমানে নদীটি অবৈধ দখলদারদের কারণে দিনদিন ছোট হয়ে যাচ্ছে। ময়লা আবর্জনা ফেলার কারণে ভরাট হয়ে যাচ্ছে নদীটি। অর্ধশতাধিক অবৈধ দখলদার বিভিন্ন স্থাপনা ও বাড়িঘর নির্মান করে দখল করে নিয়েছে। বর্তমানে নদীটি একটি সরু খালে পরিণত হয়েছে। গভীরতা হারিয়ে বন্ধ হয়ে যাচ্ছে নদীর স্বাভাবিক গতি ও প্রকৃতি। দখল উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবী এলাকাবাসীর।
জেলা পরিষদের সদস্য মো: আফতাব উদ্দিন জানান, তিনি অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্ত প্রশাসন আজ পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেন নাই। নদীতে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনে উচ্চ আদালতে মামলা করবেন বলে জানান তিনি।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, নদী রক্ষা আইন অনুযায়ী নদীর গভীরে দখলের কোন সুযোগ নেই। নদী দখলের সংবাদ পাওয়ায় পর সরজমিন পরিদর্শন করা হয়েছে। যদি কোন স্থাপনা অবৈধভাবে গড়ে উঠে তবে সেটা উপজেলা ভূমি কর্মকর্তার মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া দখলের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।