আজঃ রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে ২১ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০23 | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে টানেল ধসে ও বিভিন্ন দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ব্রীজ এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। ভারী বৃষ্টির পর ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির কারণে ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিংগোতে একটি হাইওয়ে টানেল ধসে ৯ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে দুর্ঘটনায় আরও ১২ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে।

ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, আড়াই হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ২৬০০টি ঘর-বাড়ি ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক এবং তিনজন প্রতিবেশী হাইতির নাগরিক বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গত ৪৮ ঘণ্টা ধরে প্রবল ঝড়ের পর এটিকে দেশের ইতিহাসে ‌সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের ঘটনা বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের। দেশটিতে আগামী বুধবার পর্যন্ত সব ধরনের ক্লাস বন্ধ থাকবে বলে জানান তিনি।


আরও খবর
যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩




মুক্ত চিন্তা লালন হয় যেখানে

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

লাল মাটির ক্যাম্পাস খ্যাত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিল্প-সংস্কৃতি ও মুক্ত চিন্তা চর্চার গুরুত্বপূর্ণ এক অংশীদার হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ। কৃষ্ণচূড়া আর জারুলের রাজ্যে লাল সিরামিক ইটে তৈরি মুক্তমঞ্চটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। সারা বছরেই নানা অয়োজনে ব্যস্ত থাকে মঞ্চটি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অনুষ্ঠান, হেমন্ত উৎসব, সাংস্কৃতিক সংগঠনগুলো কতৃক আয়োজিত বির্তক, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্টে মুখর থাকে মঞ্চটি। অনুষ্ঠান ছাড়াও প্রতিদিন বিকেলে মঞ্চ এবং দর্শকসারি হয়ে উঠে গল্প এবং আড্ডার জায়গা। কখনো দলবেঁধে আধুনিক গান, দেশাত্মবোধক গান, আবার কখনোও জারি গান বা কখনো একসাথে বসে স্মৃতিচারণে ব্যস্ত থাকে মঞ্চ।

সারাদিনের ক্লাস পরীক্ষা শেষে অবসর সময় কাটাতে অনেকের পছন্দ মুক্তমঞ্চ। বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চের দর্শক সারির পাশাপাশি মঞ্চের সামনের খালি জায়গা পূর্ণ থাকে। মঞ্চের সামনের খালি জায়গায় শিক্ষার্থীরা ক্রিকেট  খেলে। মঞ্চের উপর ছাতার মতো ছড়িয়ে আছে কাঁঠাল গাছের শাখা প্রশাখা। গ্রীষ্মে  জারুল ফুল আর শরতে কাশফুল মঞ্চের আশেপাশের জায়গা সাজিয়ে তুলে।

গ্রিক 'অ্যাম্ফিথিয়েটারের' আদলে তৈরি এই স্থাপনা। অ্যাম্ফিথিয়েটার হল একটি উন্মুক্ত গোলাকার বসার জায়গা যা বিনোদন, পরিবেশনা এবং খেলাধুলার জন্য ব্যবহৃত হয়। খোলা আকাশের নিচে বানানো এইসব অ্যম্ফিথিয়েটারকে আমরা মুক্তমঞ্চ বলি। আধুনিক ব্যবহারে অ্যম্ফিথিয়েটার শব্দটি কখনও কখনও একটি থিয়েটার বা কনসার্ট হলের জন্য ব্যবহৃত হয় যার আসনগুলি কেন্দ্রীয় এলাকাকে ঘিরে থাকে।

মুক্তমঞ্চ সম্পর্কে  বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন 'থিয়েটার কুবি'র সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মুক্তচর্চা ও প্রগতিশীল সংস্কৃতির জন্য মুক্তমঞ্চ গুরুত্বপূর্ণ। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি মুক্তমঞ্চ থাকা উচিত। মুক্তমঞ্চে 'থিয়েটার কুবি'র যাত্রা সম্পর্কে তিনি বলেন, বর্তমান মুক্তমঞ্চের জায়গাটি পূর্বে ঝোপঝাড়ে ভর্তি ছিল। ২০১৯ সালের ২৬ মার্চ  সে জায়গা পরিস্কার করে 'থিয়েটার কুবি', 'বাঙালির স্বাধীনতা' নামে একটি অনুষ্ঠান আয়োজন করে। এর ৬ মাস পর মুক্তমঞ্চ নির্মিত হলে ২৬ সেপ্টেম্বর 'থিয়েটার কুবি'  প্রথম মান্নান হীরা রচিত 'ইনডেমনিটি' নাটকটি মঞ্চস্হ করে। বিভিন্ন সময় বিভিন্ন নাটক ছাড়াও মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের প্লাটফর্ম ব্যান্ড এই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে।

যার প্রচেষ্টায় এ মুক্তমঞ্চ তিনি প্রত্নতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ সোহরাব উদ্দিন, তিনি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধন প্রকল্পের জন্য গঠিত সাত সদস্যের কমিটির আহবায়ক ছিলেন।

একটা বিশ্ববিদ্যালয়ে কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেগুলো সাদা চোখে দেখা যায় না। আমরা ক্লাস, শিক্ষক, শিক্ষার্থীদের গুরুত্ব দিই কিন্তু একটা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান চর্চার জন্য ভালো লাইব্রেরি গুরুত্বপূর্ণ। একাডেমিক-নন একাডেমিক কালচার ডেভেলপ করার জন্য অডিটোরিয়াম গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান ও সাংস্কৃতিক ভিত্তিক নানা ধরনের উৎসব অনুষ্ঠান জড়ো হওয়ার জন্য মুক্তমঞ্চ থাকতে হবে। জ্ঞান বা সংস্কৃতি চর্চার জন্য একটা প্লাটফর্ম এবং একটা আরামদায়ক জায়গা লাগবে, যেখানে মানুষ বসে কথা বলতে পারে। মুক্তমঞ্চ হওয়ার পর সেখানে শিক্ষার্থীরা আড্ডা দেয়, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে যার মাধ্যমে তাদের সংস্কৃতি চর্চা হয়।


আরও খবর



ডোনাল্ড লু’র চিঠির জবাবে কী লিখলো আওয়ামী লীগ

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের মার্কিন দূতাবাসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে যান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

এ বিষয়ে এ আরাফাত বলেন, ডোনাল্ড লুর চিঠির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে আমি মার্কিন দূতাবাসের আ্যকটিং ডেপুটি চিফ অব মিশন মি. আর্টুরো হাইন্সের কাছে একটি চিঠি হস্তান্তর করেছি।

চিঠিতে ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আপনার (ডোনাল্ড লু), রাষ্ট্রদূত পিটার হাস ও ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রতি ১২ নভেম্বরের চিঠির জন্য কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে আন্তর্জাতিক বন্ধুদের সাহায্য ও সহযোগিতার প্রশংসা করছি।

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক রাখতে আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের দলের অঙ্গীকার আবারও তুলে ধরতে চাই। আওয়ামী লীগ জনগণের ভোট দেওয়ার অধিকারকে একটি পবিত্র অধিকার বলে মনে করে। সেই অধিকার রক্ষায় আওয়ামী লীগের নিরলস সংগ্রাম ও আত্মত্যাগের দীর্ঘ-বর্ণাঢ্য ইতিহাস রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে সংবিধান স্বীকৃত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠামোগত, আর্থিক ও আইনি উদ্যোগ নিয়েছেন। সেগুলোর মধ্যে মধ্যে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড, স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য আইন প্রণয়ন উল্লেখযোগ্য।

এরই মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

আওয়ামী লীগ কয়েক মাস ধরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে নিঃশর্ত সংলাপের জন্য দরজা খোলা রেখেছিল। বিএনপি এই জাতীয় সংলাপের পূর্বশর্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের উপর অনড় থাকায় সংলাপে বসা সম্ভব হয়নি।

তাতে আরও বলা হয়েছে, বর্তমানে বিএনপি-জামায়াতসহ তাদের মিত্ররা সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ করছে। এই ধরনের কর্মসূচিতে তারা অগ্নিসংযোগের মতো অপরাধ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৫৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে অবরোধ সমর্থকরা।

চলমান অবরোধ ও এ ধরনের কর্মসূচির প্রধান দাবির মধ্যেও বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যদি আওয়ামী লীগ বসতে পারে, তবুও কোনো অর্থবহ সংলাপ হবে না। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী কাজ চূড়ান্ত করতে সমস্ত সময় ব্যয় করতে হবে।

৩০০টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের তথ্য পর্যালোচনা ও প্রার্থীতা চূড়ান্ত করা, ইশতেহার তৈরি করা, প্রচারণার কৌশল চূড়ান্ত করা ও প্রচারণার কাজ রয়েছে। যদি সংলাপের জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টিও হয়, বর্তমান বাস্তবতায় একটি অর্থপূর্ণ সংলাপের জন্য যথেষ্ট সময় হাতে নেই।

চিঠিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সব আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে অংশীদারত্বকে গুরুত্ব দেয়। পাশাপাশি আওয়ামী লীগ আশা করে, আন্তর্জাতিক মহল বাংলাদেশের জনগণের সামনে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন উপস্থাপনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দেয় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুর দেওয়া চিঠি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৫ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করেন।

এছাড়া সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি ও জাতীয় পার্টিকেও চিঠি দিয়েছে। এরই মধ্যে বিএনপি সেই চিঠির জবাব দিয়েছে।


আরও খবর
আচরণবিধি লঙ্ঘনে শামীম ওসমানকে শোকজ

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩




তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

পদত্যাগপত্র জমা দেওয়া তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর করা হয়েছে। আজ বুধবার সকালে তাদের পদত্যাগপত্র কার্যকর করা হয়েছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

ওই তিনজন হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তারা তিনজনই টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) কোটায় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার এক-দশমাংশ টেকনোক্র্যাট হিসেবে নিয়োগ দেওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে আজ সকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, পদত্যাগপত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গ্রহণ করেছেন। পদত্যাগ আজকে থেকেই কার্যকর।

এর আগে গত ২০ নভেম্বর মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, টেকনোক্র্যাট তিন মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। যতক্ষণ না পদত্যাগপত্র গৃহীত হচ্ছে ততক্ষণ তারা কাজ চালিয়ে যেতে পারবেন।

তিনজনের পদত্যাগের পর এখন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া মোট সদস্য ৪৪ জন। এর মধ্যে ২৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ করার কথা রয়েছে।


আরও খবর
আচরণবিধি লঙ্ঘনে শামীম ওসমানকে শোকজ

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩




রাজধানীতে র‍্যাবের ঘিরে রাখা বাড়ি থেকে ককটেল উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীর নবাবপুর রোডে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান পেয়ে বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব সদস্যরা। পরে র‍্যাব সদরদপ্তরের বোম্ব ডিস্পোজাল ইউনিট সেখান থেকে ৬৭টি ককটেল (হাতবোমা) উদ্ধার করে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, এর আগে রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে একটি ব্যাগের মধ্যে রাখা পাঁচটি বোমাসাদৃশ বস্তু দেখে তারা ওই বাড়িটি ঘিরে রাখে। ব্যাগের মধ্যে থাকা বোমাসাদৃশ বস্তুগুলো লাল-কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় দেখা গেছে।

আরিফুর রহমান জানান, এ ঘটনায় কাউাকে আটক করতে পারেনি র‍্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আসার আগের তারা পালিয়ে যায়। কারা কি উদ্দেশ্য এসব বিস্ফোরক জড়ো করে তা নিশ্চিত নয়। তবে, সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। জড়িতদের আটকে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।


আরও খবর
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২

শনিবার ০২ ডিসেম্বর 2০২3




আর একধাপ পেরুলেই মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায়

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলার যুক্তি উপস্থাপনের জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। যুক্তি উপস্থাপন শেষ হলে আইনগতভাবে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য হবে।

বুধবার (১৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে দ্বিতীয় দিনের মতো সাফাই সাক্ষী দেন মির্জা আব্বাস। এরপর তাকে জেরা করেন দুদক। এরপর আদালত মামলার যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেন। এ মামলায় মির্জা আব্বাসসহ পাঁচজন সাফাই সাক্ষী দেন। অন্য চারজন হলেন-অ্যাডভোকেট এ কে এম শাহজাহান ও এনআরবি ব্যাংকের চার্টার্ড অ্যাকাউনটেট নুরুল হোসেন খান, শাহজাহান মিয়া ও কাজী শিফাউর রহমান হিমেল।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ নভেম্বর এ মামলায় মির্জা আব্বাসকে গ্রেফতার দেখান আদালত। ওইদিন মামলাটির যুক্তিতর্ক থেকে ফিরিয়ে সাফাই সাক্ষ্যগ্রহণের জন্য আবেদন করেন আব্বাসের আইনজীবী। আবেদনের পর আদালত সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেন।

মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. শফিউল আলম। তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন।

তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।


আরও খবর
তফসিল স্থগিত চাওয়া রিটের শুনানি আজ

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩

হাইকোর্টে জিতলেন ড. ইউনূস

বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩