
কমিউনিটি ক্লিনিকের ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আরো অনেক আগেই কিন্তু এখন পর্যন্ত চালু না হওয়ায় সব ধরনের স্বাস্থ্যসেবা থেকেই বঞ্চিত রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পরৈকোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ওষখাইন, মামুরখাইন গ্রামের হাজারো পরিবার।
অসুস্থ্য হলে নেই কোনো চিকিৎসা ব্যবস্থা। গর্ভবতী নারীরাও পান না কোনো সেবা। যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পোহাতে নানান ঝুঁকি ঝামেলা।
জানা যায়, উপজেলায় পরৈকোড়া ইউনিয়নে মামুরখাইন বাংলা বাজারের পাশে সুরুত আলী চৌধুরী কমিউনিটি ক্লিনিকটির নির্মাণের দুই বছর হয়ে গেলেও সেবা কার্যক্রম শুরু হয়নি। এতে একদিকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার শিশুসহ গর্ভবতী নারীরা; অন্যদিকে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে ভবন ও আসবাবপত্র। কর্তৃপক্ষ বলছে, প্রশাসনিক অনুমোদন ,জনবলের জন্য ক্লিনিকটি চালু হয়নি।
এলাকাবাসী জানায়, সুরুত আলী চৌধুরী কমিউনিটি ক্লিনিকটি চালু না হওয়ায় আমরা চিকিৎসা সেবা ও বিনামূল্যে সরকারি ওষুধ থেকে বঞ্চিত হচ্ছি। বাজারের হাতুড়ে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে একে ত অর্থের অপচয়, অন্যদিকে অপচিকিৎসার শিকার হতে হচ্ছে।’
জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, কমিউনিটি ক্লিনিকটি চালু করার জন্য প্রশাসনিক অনুমোদন, জনবলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে কবে নাগাদ এই কমিউনিটি ক্লিনিক চালু হবে তা নিশ্চিত করে বলতে পারছি না।’ ওরা যখনি দিবে তখনই চালু হবে।