চট্টগ্রাম সিজিএস কলোনিতে জরাজীর্ণ ১১টি
ভবনের স্থলে ৯টি বহুতল আবাসিক ভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৬৮৪টি ফ্ল্যাট
নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে চট্টগ্রামে আগ্রাবাদস্থ সিজিএস কলোনির মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করেন গর্ণপূর্ত
বিভাগ।
এ প্রকল্পের মোট ব্যয় ৪৮২৯৩.৫৭ লক্ষ টাকা।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা প্রদানের মাধ্যমে তাদের জীবন যাত্রার মানোন্নয়নের
উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। সুউচ্চ ভবন নির্মাণের মাধ্যমে একটি নির্দিষ্ট
জায়গায় সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করায় আবাসন সমস্যা অনেকটাই পূরণ হবে।
এতে শহরের শহরাঞ্চলের জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়েছে।
প্রকল্পের আওতায় ৬৫০ বর্গফুট বিশিষ্ট ২টি
২০ তলা ভবনে ১৫২টি ফ্ল্যাট, ৮৫০ বর্গফুট বিশিষ্ট ৪টি ২০ তলা ভবনে ৩০৪টি ফ্ল্যাট, ১০০০
বর্গফুট বিশিষ্ট ৩টি ২০ তলা ভবনে ২২৮টি ফ্ল্যাট সহ মোট ৬৮৪টি ফ্ল্যাট এবং ১টি কমিউনিটি
ভবন নির্মাণ করা হয়েছে। প্রকল্পের ৭৫ শতাংশ ফাঁকা জায়গায় সবুজ আচ্ছাদিত স্থান, মাত্র
২৫ শতাংশ স্থানে ভবনসমূহ নির্মাণ করা হয়েছে। প্রকল্পে মোট ৯৪৬০টি ফলজ, ঔষধি, বনজ এবং
সৌন্দর্যবর্ধনকারী গাছসহ অসংখ্য ফুল গাছ রোপণ করা হয়। প্রকল্পের অন্যান্য সুবিধার মধ্যে
রয়েছে খেলার মাঠ, হাঁটার জন্য ওয়াকওয়ে, ১টি মনোরম জলাধার ও এর চারপাশে বসা ও হাঁটার
স্থান, ৩ তলা বিশিষ্ট কমিউনিটি ভবনে কমিউনিটি হল, গণপূর্ত সিভিল ও ই/এম এর রক্ষণাবেক্ষণ
অফিস, নিজস্ব গভীর নলকূপ দ্বারা সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা, সিসিটিভি দ্বারা সার্বক্ষণিক
মনিটরিং ব্যবস্থা, সাব-স্টেশন এর ব্যবস্থা, ১টি ৫০০ কেভিএ ও ১টি ৪০০ কেভিএ ডিজেল জেনারেটরের
ব্যবস্থা, ডিজেল জেনারেটরের ব্যবস্থা, আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রতিটি ফ্ল্যাটে
পিএবিএক্স, ইন্টারকম এবং এলইডি বাতি ব্যবহার করা হয়েছে, সেন্ট্রাল ডাষ্টবিন ও ওয়েস্ট
কালেকশন পয়েন্ট, প্রতিটি ভবনে সোলার প্যানেলের সংস্থান করা হয়েছে, প্রতিটি ভবনে তিনটি
করে ৯টি ভবনে মোট ২৭টি এবং কমিউনিটি ভবনে একটি সহ মোট ২৮টি লিফট, স্যুয়েজ ট্রিটমেন্ট
প্লান্ট, জলাধার, বৃষ্টির পানি সংরক্ষণাগার, পরিকল্পিত বৃক্ষ রোপণ, অভ্যন্তরীণ রাস্তা,
জ্বালানী গ্যাস সাশ্রয়ের জন্য রেটিকুলেটেড প্রি-পেইড এলপিজি গ্যাস সিস্টেমের ব্যবস্থা
প্রভৃতি।
অন্যদিকে, চট্টগ্রাম শহরে পরিত্যক্ত বাড়িতে
সরকারি আবাসিক ফ্ল্যাট ও ডরমিটরি ভবন নির্মাণ করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ৪৭৬৬০.৯৫
লক্ষ টাকা। সরকারি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, সরকারি রাজস্ব বৃদ্ধি, সরকারি
কর্মকর্তা-কর্মচারীদের জন্য মানসম্পন্ন আবাসন নিশ্চিত হওয়ায় সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন
মামলা মোকদ্দমা ও বেদখল হওয়া থেকে সরকারী জমি রক্ষা করা প্রকল্পটির উদ্দেশ্য। প্রকল্পটি
প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুশাসন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা উন্নীতকরণে
বিশেষ ভূমিকা রাখবে বলে জানান গর্ণপূত বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
প্রকল্পের আওতায় ১৫০০ বর্গফুট ফ্ল্যাট
বিশিষ্ট ১০টি ভবনে ৪১৪টি ফ্ল্যাট, ১২৫০ বর্গফুট ফ্ল্যাট বিশিষ্ট ৪টি ভবনে ১৬২টি ফ্ল্যাটসহ
৫৭৬টি ফ্ল্যাট এবং ১টি ভবনে ৬৪টি ডরমিটরি রুম (প্রতি ইউনিট ২৫০ বর্গফুট ফ্ল্যাট বিশিষ্ট)
নির্মাণ করা হবে। প্রকল্পটির সর্বমোট ৪টি ভবনে ১৬০টি ফ্ল্যাট ও ৬৪টি ডরমিটরি রুম নির্মাণ
করা হয়েছে। প্রকল্পের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে সাব-ষ্টেশন, ভূগর্ভস্থ জলাধার,
গভীর নলকূপ, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি), পাম্প হাউজ, অগ্নি নির্বাপণ ব্যবস্থা,
কম্পাউন্ড ড্রেন, ভূমি উন্নয়ন, আরবরিকালচার/ ল্যান্ডস্ক্যাপিং, এলপিজি গ্যাস সংযোগ,
সিকিউরিটি লাইট ও লাইটেনিং এরেস্টর, সিসিটিভি, জেনারেটর, অত্যাধুনিক ফায়ার হাইড্রেন্ট
সিস্টেম ও সৌরবিদ্যুৎ, কমিউনিটি স্পেস, প্রতিটি ভবনে ২টি করে লিফট, প্রতিটি ভবনে টেলিফোন
সংযোগ, ইন্টারকম, পিএবিএক্স, ফায়ার ফাইটিং সিস্টেম, ইন্টারনেট সংযোগ, ওয়াকওয়ে, বসার
স্থান, সুপরিসর সবুজ ব্যবস্থাসহ প্রভৃতি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম গণপূর্ত
জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের, গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহাম্মদ
মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম গণপূর্ত সার্কেল-২ তত্ত্বাবধায়ক প্রকৌশলী
মুহম্মদ আশিফ ইমরোজ, চট্টগ্রাম গণপূর্ত সার্কেল-১ তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম
খান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোক্তার হোসেন দেওয়ান, চট্টগ্রাম
গণপূর্ত ই/এম সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী
মোহাম্মদ কায়কোবাদ, ২৭ নং ওয়ার্ড এলাকার কাউন্সিলর মো: শেখ জাফরুল হায়দার চৌধুরী, আবাসন
পরিদপ্তরের উপ-পরিচালক, চট্টগ্রাম আইইবির সাধারণ সম্পাদকসহ চট্টগ্রাম গণপূর্ত বিভাগের
সকল নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী,
চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার, চট্টগ্রাম জেলা মুক্তিযুদ্ধ সংসদের
কমান্ডার, সিজিএস কলোনী এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিরা।