আজঃ মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩
শিরোনাম

এলএনজি উৎপাদনে রাশিয়ার রেকর্ড

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারী ২০২৩ | ৪৩৫জন দেখেছেন
আন্তর্জাতিক ডেস্ক


Image

তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনে রেকর্ড করেছে রাশিয়া। ২০২২ সালে দেশটির উৎপাদন বেড়েছে আট দশমিক এক শতাংশ। এ সময় ৩২ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজির উৎপাদন হয় দেশটিতে।

রুশ পরিসংখ্যান সার্ভিস রোসট্যাট এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে।  যদিও ২০২১ সালের তুলনায় গত বছরের ডিসেম্বরে এলএনজির উৎপাদন চার দশমিক আট শতাংশ কম ছিল। তবে তা নভেম্বরের চেয়ে কিছুটা বেশি ছিল।

প্রতিবেদনে বলা হয়, শাখালিন-৩ প্ল্যান্ট থেকে ১১ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি উৎপাদন করা হয়। পরিসংখ্যান সার্ভিস জানায়, ২০২২ সালে রেকর্ড উৎপাদনের কারণ হলো মেরামতের কাজ কমানো। এর আগে ২০২১ সালে রক্ষণাবেক্ষণের জন্য ব্যাপক কাজ করতে হয়। রোসট্যাটের তথ্য অনুযায়ী, ২০২১ সালে রাশিয়ায় ৩০ দশমিক ১ মিলিয়ন টন এলএনজি উৎপাদন হয়। যদিও ২০২০ সালে উৎপাদন ২০২১ সালের তুলনায় একটু বেশি ছিল।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এর আগে বলেন, ২০২২ সালে এলএনজি রপ্তানি আট শতাংশ বেড়ে ৪৬ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকেই বিশ্বজুড়ে জ্বালানির ক্ষেত্রে অস্থিরতা শুরু হয়। এরই মধ্যে জ্বালানিকে কেন্দ্র করে দেশে দেশে মূল্যস্ফীতি বেড়ে আকাশচুম্বী হয়েছে। তবে এর প্রধান কারণ হলো যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা।

নিউজ ট্যাগ: এলএনজি

আরও খবর
মোদির জন্মদিনে আনা চিতার মৃত্যু

মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩