আজঃ শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

এনবিআরের প্রথম সচিবের ১৬ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

আয়কর বিভাগের (ট্যাক্স লিগ্যাল ও এনফোর্সমেন্ট) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের নামে-বেনামে থাকা সব স্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী আবু মাহমুদ ফয়সালসহ ১৪ জনের ৮৭টি ব্যাংক হিসাবে থাকা ছয় কোটি ৯৬ লাখ টাকা ফ্রিজ করেছেন আদালত। পাশাপাশি ফয়সালসহ সাতজনের নামে থাকা ১৫টি সঞ্চয়পত্রে থাকা দুই কোটি ৫৫ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। ফয়সালের স্ত্রী আফসানাসহ চারজনের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।

এদিন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী টিমের সদস্য মোস্তাফিজ অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী আফসানা জেসমিন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিগণের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা মালিকানাসত্ব বদল রোধের জন্য ব্যাংক হিসাব, ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র ও নন ব্যাংকিং ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানের আমানতসমূহ থেকে অর্থ উত্তোলন অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল শুনানি করেন। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ফ্রিজ ও স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, কাজী আবু মাহমুদ ফয়সাল তার নিজ নামে ও তার স্ত্রী আফসানা জেসমিনের নামে জলসিড়ি আবাসন প্রকল্পে মোট দুই কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করে ৫ কাঠার প্লট ক্রয় করেছিলেন। অনুসন্ধান চলাকালীন জলসিড়ি আবাসন প্রকল্পের প্লট বিক্রয় করেছেন। দুর্নীতি দমন কমিশন হতে অনুসন্ধান শুরুর পর থেকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণ অপরাধলব্ধ সম্পদ বিক্রি করার চেষ্টা করছেন মর্মে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত বর্ণিত সম্পদ/সম্পত্তির বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে তা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।

অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ মানিলন্ডারিং আইনের ১৪ ধারা মতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি কাজী আবু মাহমুদ ফয়সাল তার স্ত্রী আফসানা জেসমিন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিগণের নামে নিম্নবর্ণিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা মালিকানাসত্ব বদল রোধের নিমিত্ত ব্যাংক হিসাব, ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র ও নন ব্যাংকিং ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানের আমানতসমূহ থেকে অর্থ উত্তোলন অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।


আরও খবর



নিষেধাজ্ঞার মাঝেই সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
তারিক লিটু, কয়রা (খুলনা) প্রতিনিধি

Image

প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ ও মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকে। মূলত এ সময়টাকে মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। তবে নিষেধাজ্ঞার মাঝেই বনের নদ-নদী ও খালে বিষ প্রয়োগে মাছ শিকার করছেন একশ্রেণীর জেলেরা। এতে হুমকির মুখে পড়েছে বনের মৎস্য ও প্রাণিসম্পদের পাশাপাশি জনস্বাস্থ্য।

অভিযোগ রয়েছে, বন বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে সুন্দরবনসংলগ্ন জেলেরা বিষ দিয়ে মাছের পাশাপাশি কাঁকড়াও শিকার করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, উপকূলের প্রান্তিক মানুষের জীবিকার প্রধান উৎস সুন্দরবন। বিষ প্রয়োগের ফলে পানি বিষাক্ত হয়ে অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে। উদ্ভিদের ওপর এর ক্ষতিকর প্রভাব পড়বে।

বন বিভাগের তথ্য বলছে, ১৩টি বড় নদীসহ ৪৫০টির মতো খাল রয়েছে সুন্দরবনে। জোয়ারে পানিতে প্লাবিত হওয়া বনের জলাধার ভেটকি, রূপচাঁদা, দাঁতিনা, চিত্রা, পাঙাশ, লইট্যা, ছুরি, মেদ, পাইস্যা, পোয়া, তপসে, লাক্ষা, কই, মাগুর, কাইন, ইলিশসহ ২১০ প্রজাতির সাদা মাছের আবাস। এছাড়া রয়েছে গলদা, বাগদা, চাকা, চালী, চামীসহ ২৪ প্রজাতির চিংড়ি। শিলাসহ ১৪ প্রজাতির কাঁকড়ার প্রজননও হয় এখানে। পাশাপাশি এখানে ৪৩ প্রজাতির মালাস্কা ও এক প্রজাতির লবস্টার রয়েছে।

সুন্দরবনের সাধারণ জেলে ও বাওয়ালিদের অভিযোগ, কিছু জেলে সুন্দরবনের ভেতরে ঢুকে বিষ দিয়ে মাছের পাশাপাশি কাঁকড়া শিকার করেন। এসব মাছ ও কাঁকড়া আশপাশের এলাকার আড়ত এবং বাজারে প্রকাশ্যে বিক্রি হয়। বনের ভেতরে কাঠ পুড়িয়ে চলে শুঁটকি তৈরি। সম্প্রতি কয়রা ও দাকোপের ২০-২৫ জন মাছ ব্যবসায়ী বনের টহল ফাঁড়ির কর্মকর্তাদের ম্যানেজ করে জেলে বহর নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন।

তবে বন বিভাগ বলছে, সুন্দরবনকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে সচেষ্ট তারা। ১ আগস্ট সুন্দরবনের জোলাখালীর খালে বিষ ছিটিয়ে শিকার করা ৭০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করেছেন বন বিভাগের কর্মীরা। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বন বিভাগ। তাছাড়া বনের মার্কি ও মান্দারবাড়ী এলাকায় এমন দুটি স্থানের সন্ধান পেয়ে তা উচ্ছেদ করেছেন তারা। সেখানে গাছ কেটে তৈরি করা হয়েছে ফাঁকা জায়গা। সুন্দরী, পশুর, গেওয়াসহ বিভিন্ন প্রজাতির গাছ সাজিয়ে বিশেষ কায়দায় বানানো হয়েছে মাচা। এসব মাচার ওপর চিংড়ি রেখে নিচে তৈরি আরেকটি মাচায় গাছ রেখে আগুন দেয়া হয়। এ প্রক্রিয়ায় চিংড়ি শুকিয়ে তৈরি হয় শুঁটকি। গত বছরের ২২ জুলাই মান্দারবাড়ী খালসংলগ্ন এলাকায় গাছ কেটে চিংড়ি শুকানোর একটি মাচার সন্ধান পান বন রক্ষীরা।

সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় এক শ্রেণীর জেলে সুন্দরবনের ভেতরে ঢুকে বিষ দিয়ে মাছ ও কাঁকড়া শিকার করেন। এতে পানি বিষাক্ত হয়ে অন্যান্য জলজপ্রাণীও মারা যাচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের জলজ জীববৈচিত্র্য। উদ্ভিদের ওপরও এর ক্ষতিকর প্রভাব পড়বে। উপকূলের প্রান্তিক মানুষের জীবিকার প্রধান উৎস সুন্দরবন। বন ঘিরে প্রায় দেড় লাখ মানুষ জীবিকা নির্বাহ করে। নিয়ম মেনে সুন্দরবন থেকে সম্পদ আহরণ করা না হলে ইকোসিস্টেমের ক্ষতি হবে। মাছ ও গাছ আশঙ্কাজনক কমে যাওয়ার কারণে প্রান্তিক মানুষও জীবিকার উৎস হারাচ্ছে। এ কারণে তাদের মধ্যে অপরাধ প্রবণতাও বেড়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সুন্দরবন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেন, সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। তবে বনের ক্ষতি করে নয়। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতেই বনের ভেতরে প্রবেশের ওপর এ নিষেধাজ্ঞা। এটা যত জোরদার হবে ততই সুন্দরবনের জন্য ভালো। সুন্দরবন সুরক্ষায় এর ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানে রাষ্ট্রীয় পদক্ষেপ এবং বনে প্রবেশাধিকার আরো সংরক্ষিত হওয়া দরকার। অবস্থানগত কারণে খুলনার নয়টি উপজেলার মধ্যে কয়রার বেশির ভাগ মানুষই সুন্দরবনের ওপর নির্ভরশীল। এ জেলার সুন্দরবন প্রভাবিত অন্য উপজেলাটি হলো দাকোপ। এ উপজেলা দুটির সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোর মানুষ মাছ, কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে।

এ বিষয়ে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে সচেষ্ট বনরক্ষীরা। এর মধ্যে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বনরক্ষীদের কারো বিরুদ্ধে অবহেলা অথবা অপরাধীর সঙ্গে যোগসাজশের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। সুন্দরবন থেকে সরাসরি সম্পদ আহরণ করেন দুই থেকে তিন লাখ বনজীবী। তাদের বিকল্প জীবিকার ব্যবস্থার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।


আরও খবর
তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪




হাসিনাকে স্থায়ী আশ্রয় দিলে ভারতের সঙ্গে সম্পর্কের চিড় ধরবে: অলি

প্রকাশিত:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থায়ী আশ্রয় দেয়া হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চিড় ধরবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের শাসনামলে সংঘঠিত বিভিন্ন গণহত্যার সুষ্ঠ বিচার করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট।

গণহত্যার হুকুমদাতা জাতীয় শত্রুদের কোথাও আশ্রয় না দিয়ে তাদের আয়নাঘরে নিয়ে গিয়ে সেখানকার স্বাদ বোঝাতে হবে। সঙ্গে নিষিদ্ধ করে আওয়ামী লীগ যেন ভিন্ন মোড়কে আসতে না পারে সেই ব্যাপারেও সবাইকে সচেষ্ট থাকতে হবে, যোগ করেন অলি আহমদ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী পৃষ্টপোষকতায় যাদের চাকরি হয়েছে সেসব দালালদের শুধু বদলি কিংবা চাকরিচ্যুত না করে তাদের বরখাস্ত করতে হবে। উপজেলা পর্যায় পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।

এছাড়াও প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানান এলডিপির প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলন শেষে সাবেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি।


আরও খবর



ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

Image

হবিগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে সাগর মিয়া (২০) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাতটায় উপজেলার জলসুখা ইউনিয়নের ইসবপুরে এই সংঘর্ষের ঘটনা ঘঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর লোকজনের সঙ্গে একই এলাকার আওলাদ মিয়ার লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সন্ধ্যায় আওলাদ মিয়ার স্বজন জলসুখার বনহাটীর বাসিন্দা মৃত তকবোল মিয়ার ছেলে সাগর মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন।

এরই জেরে ফয়েজ আহমেদ খেলু স্বজন ইসবপুর গ্রামের বাসিন্দা মেতী মিয়ার ছেলে আকাশ মিয়া সাগরকে পোস্টের বিষয়ে জিজ্ঞেস করলে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘঠে। রাতে বিষয়টি জানার পর আওলাদ মিয়ার ছেলে সাবেক পুলিশ সদস্য জনি মিয়া আকাশের পরিবারকে দেখে নেবে বলে হুমকিসহ গালাগাল করেন।

পরে রোববার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বলেন, দুপক্ষের মধ্যে আগে থেকে বিরোধ ছিল। শনিবার বিকেলে ফেসবুকে একটি পোস্টের জেরে এই সংঘর্ষ বাধে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নিউজ ট্যাগ: হবিগঞ্জ

আরও খবর
তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪




ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫১

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

মধ্য ইউক্রেনের পোলতাভা শহরের একটি মিলিটারি একাডেমি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭১ জন। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের স্থল বাহিনী জানিয়েছে, একটি মিলিটারি একাডেমি এবং কাছাকাছি একটি হাসপাতালে রাশিয়ান মিসাইলের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ওই মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিতে ক্যাডেটদের জড়ো করা হয়েছিল। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলার অ্যালার্ম বাজানোর পর বোমা শেল্টারে ঢুকার জন্য মানুষের কাছে পর্যাপ্ত সময় ছিল না।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই আক্রমণের জন্য রাশিয়াকে মূল্য দিতে হবে। তিনি মিত্রদেশগুলোর কাছে আরও বেশি বিমান প্রতিরক্ষা সরঞ্জাম প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন যাতে ইউক্রেন নিজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। তবে মস্কো এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।


আরও খবর
মিয়ানমারে ভয়াবহ বন্যায় ৩৩ জনের মৃত্যু

শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

জিতলে ওভারটাইমে কর বাদ দেবেন ট্রাম্প

শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪




মুন্সিগঞ্জে ১৪০টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ জব্দ

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
সাকিব আহম্মেদ, মুন্সিগঞ্জ

Image

গত ৫ আগস্ট মুন্সিগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া ১৪০টি অস্ত্র ও ৩ হাজার ৯৩৪ রাউন্ড বিভিন্ন প্রকার গোলাবারুদ এবং বিভিন্ন সরকারি সরঞ্জাম জব্দ করেছে সেনাবাহিনী।

আজ রোববার সকাল ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে সেনাবাহিনী।

মুন্সিগঞ্জ সদরের সার্কিট হাউজ প্রাঙ্গণে রোববার সকালে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের কাছে হস্তান্তর করেন পিএসসি অধিনায়ক (১৯ বীর) লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন।

মুন্সিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা গেছে, বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু সিভিল পাওয়ার এর অধীনে ৫ আগস্ট থেকে মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে জনগণের কাছে রক্ষিত বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এ ছাড়া ৩ হাজার ৯৩৪ রাউন্ড গোলাবারুদ এবং অন্যান্য সরকারি সরঞ্জামসহ নগদ ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলে মুন্সিগঞ্জ সদর থানা ও ফাঁড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয় দুস্কৃতকারীরা। এ সময় বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট হয়।


আরও খবর
তিন উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ

শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪