আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

গাড়ির চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

প্রকাশিত:রবিবার ২৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি

Image

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ নেতার প্রাইভেটকার চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নারায়ণ সাহা (৬০) নিহত হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকার যাত্রী আওয়ামী লীগ নেতা ও চালক আহত হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকাল ভোর ৫টায় কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের উপজেলার ধলাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারায়ণ সাহা ঢাকার কেরণীগঞ্জ থানার চুনকুটি এলাকার বাসিন্দা।

স্থানীয় সংবাদকর্মী মাহবুবুল আলম জানান, স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজাবাড়ী এলাকার নিজ বাড়ি থেকে প্রাইভেটকার যোগে শ্রীপুরে আসছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতারুজ্জামান। কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের ধলাদিয়া এলাকায় পৌঁছলে নারায়ণ সাহা দৌড়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় চালক ব্রেক করলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নিচে পড়ে নারায়ণ সাহা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

এ ঘটনায় প্রাইভেটকার যাত্রী আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান এবং চালক খায়রুল ইসলাম আহত হয়। স্থানীয়রা তদেরকে উদ্ধার করে উত্তরা হাইকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারায়ণ সাহার মরদেহ উদ্ধার করে। নিহত নারায়ণ সাহা ধলাদিয়া (লালমাটিয়া) এলাকার মোক্তারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয়ভাবে ইলেক্ট্রিশিয়ান মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আবেদনের প্রেক্ষিতে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।


আরও খবর