আজঃ শুক্রবার ২৪ মার্চ ২০২৩
শিরোনাম

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ০৩ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৩ ফেব্রুয়ারী ২০২৩ | ৩৯৫জন দেখেছেন
গাজীপুর প্রতিনিধি


Image

গাজীপুরের কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ হোসেন সোহিন (১৬) কাপাসিয়া উপজেলার বরুন গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুস ছালামের ছেলে। সে বরুন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে বাড়ির পাশের মুন্সিবাড়ির বিলে নিজেদের ডাঙ্গায় মাছ ধরার জন বৈদ্যুতিক সেচপাম্প দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছিল। হঠাৎ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পুনরায় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে আবদুল্লাহ বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও খবর