আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

গিলের সেঞ্চুরিতে বিদায় বেঙ্গালুরুর

প্রকাশিত:রবিবার ২১ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ২১ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

শতরান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন বিরাট কোহলি। তবে শেষ হাসিটা তার দখলে থাকল না। বিরাটের চেয়েও বেশি বিধ্বংসী হয়ে উঠেছিলেন শুভমান গিল। তাতে ক্রিস গেইলকে ছাপিয়ে আইপিএলের ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করতে পারলেও, দলকে প্লে অফে তুলতে পারেননি ভারতের সাবেক অধিনায়ক। গ্রুপ পর্বেই থেমে গেছে আরসিবির শিরোপা জয়ের স্বপ্ন।

আরসিবির দেওয়া ১৯৮ রানের লক্ষ্য গুজরাট টাইটানস টপকে গেছে ৫ বল হাতে রেখেই। শতকের দেখা পেয়েছেন শুভমান গিল। ৫২ বল খেলে অপরাজিত থেকেছেন ১০৪ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৮টি ছক্কায়। এছাড়া ৫৩ রান করে আউট হন বিজয় শঙ্কর। তাতেই ভর করে ৬ উইকেটের জয় মাঠ ছেড়েছে তারা।

আরও পড়ুন>> আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন কোহলি

আরসিবির হয়ে মোহাম্মদ সিরাজ ৩২ রান খরচায় দুটি উইকেট শিকার করেন। এছাড়া ভিজয়কুমার ভিশাক ও হিমাংশু শর্মা একটি করে উইকেট শিকার করেছেন।

এর আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির শতকে ১৯৭ রান সংগ্রহ করে আরসিবি। দলের পক্ষে সর্বোচ্চ ১০১ রান করে বিরাট। গুজরাটের হয়ে নূর আহমেদ দুটি উইকেট পেয়েছেন। এছাড়া মোহাম্মদ সামি, যশ দয়াল ও রশিদ খান একটি করে উইকেট শিকার করেন।


আরও খবর
গেইলের রেকর্ড ভেঙে রোহিতের ইতিহাস

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




রাজাপুরে ধর্ষণ চেষ্টার মামলা করে বিপাকে গৃহবধূর পরিবার

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
মো. নাঈম, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

Image

ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামে ধর্ষণ চেষ্টার মামলা করে আসামীদের অব্যাহত হুমকি ও হামলা মামলার শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছেন মুন্নি আক্তার নামে এক গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা।

সোমবার বেলা ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে র‌্যাব ও পুলিশ-প্রশাসনের সহযোগীতা কামনা করা হয়েছে।

মঠবাড়ি গ্রামে সোহাগ হাওলাদারের স্ত্রী মুন্নি আক্তার সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, গত ২ জুলাই সন্ধায় প্রতিবেশী আবু বকর খানের ছেলে মিলন খান (৪৩) ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করে। বিষয়টি বাড়ির লোকজনকে জানালে উল্টো ওই বাড়ির বাহারুল ও বেল্লাল অভিযুক্ত মিলনের পক্ষ নিয়ে গৃহবধূ মুন্নিকে মারধর করে। বিষয়টি পরে শালিশ মিমাংসার কথা বলে অভিযুক্তরা নানা টালবাহানা শুরু করে।

এসব নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই বিকেলে মিলন খান, বাহারুল, তার স্ত্রী লাভলী বেগম ও বেল্লালসহ প্রতিপক্ষরা মুন্নির দেবর সজীব হোসেন, জাল সুমা, ননদ শারমিন, শশুর নুর হোসেন ও দেবরের ৩ বছর বয়সের ছেলে আব্দুল্লাহকে লোহার রড ও ঝাড়ু নিয়ে পিটিয়ে আহত করে এবং বসতঘরে হামলা চালায়। এতে দেরব সজীব গুরতর আহত হয়ে বরিশাল শেবাচিমে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।

পরবর্তীতে নিরুপায় হয়ে গত ১৮ জুলাই ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিলন খান, বাহারুল হাওলাদার ও বেল্লালকে আসামি করে মামল (নং ১০৫/২৩) করেন। মামলাটি উপজেলা কৃষি অফিসারের নিকট তদান্তধীন আছে। আদালতে মামলা দায়ের পর আসমীরা ও তাদের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এমন কি মামলার স্বাক্ষীদেরকেও উপজেলা কৃষি অফিসে না যেতে নানাভাবে বাধা ও হুমকি দিচ্ছে।

মুন্নি আক্তার সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে আরও জানান, আসামীরা প্রভাবশালী ও ক্ষমতাসীন দলের লোক হওয়ায় আদালতে মামলা দায়েরের পর আসামীরার ক্ষিপ্ত হয়ে পর পর তিনটি মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করে আসছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় থাকা এ পরিবারটি পুলিশ, র‌্যাব ও বিচার বিভাগসহ সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাহারুল হাওলাদার ও তার স্ত্রী লাভলী বেগম আজকের দর্পণকে জানান, হাটার পথ নিয়ে বিরোধ তাই তাদের নামে মিথ্যা নানা অভিযোগ দিচ্ছেন। তাদেরকেও মারধর করা হয়েছে বলেও দাবি করেন অভিযুক্তরা। এসব ঘটনায়ও মামলা করা হয়েছে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় আজকের দর্পণকে জানান, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ ট্যাগ: ঝালকাঠি

আরও খবর
স্বরূপকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




ইতিহাসে আজকের এই দিনে

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

আজ বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ । একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১২৯০ - প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোক মৃত্যুবরণ করে।

১৭৬০ - মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।

১৭৮১ - হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু হয়।

১৮২১ - মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮২২ - জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে তিনি রাশিদা পাথরের (প্রাচীন মিশরীয় লিপি খোদিত পাথর) পাঠোদ্ধার করেছেন।

১৮৩৪ - চার্লস ডারউইন ভালপারাইসোতে ফিরে আসেন।

১৯২৮ - আমেরিকার যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।

১৯৩৭ - প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বের্লিনে জার্মানী, জাপান ও ইতালী ত্রিপক্ষীয় চুক্তিতে সাক্ষর করে।

১৯৪০ - ইংল্যান্ডে ৫৫ জার্মান বিমান ভূপাতিত হয়।

১৯৪২ - স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।

১৯৪৯ - বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়।

১৯৫৮ - ভারতীয় সাঁতারু মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।

১৯৬১ - সিয়েরা লিওন জাতিসংঘে যোগ দেয়।

১৯৬২ - ইয়েমেন আরব প্রজাতন্ত্র (উত্তর ইয়েমেন বা ইয়েমেন-সানা) প্রতিষ্ঠিত হয়। দেশটি ১৯৯০ সাল পর্যন্ত টিকে ছিল।

১৯৮০ - বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।

১৯৮৩ - মুক্ত সফ্টওয়ার আন্দোলনকারী রিচার্ড স্টলম্যান ইউনিক্স-লাইক অপারেটিং সিস্টেম তৈরীর জন্য জিএনইউ প্রজেক্ট ঘোষণা দেন।

১৯৯৬ - তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়।

২০০২ - পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয়।

জন্ম:

১৬০১ - অষ্টম লুই, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।

১৭২২ - স্যামুয়েল অ্যাডামস, তিনি ছিলেন আমেরিকান দার্শনিক ও রাজনীতিবিদ।

১৭৮৩ - অগাস্টিন ডি ইটুরবিডে, তিনি ছিলেন মেক্সিক্যান রাজপক্ষীয় বিদ্রোহী।

১৮৪৩ - গ্যাস্টন টেরি, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।

১৮৭১ - গ্রাযিয়া ডেলেডা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় লেখক।

১৯০৬ - সতীনাথ ভাদুড়ি, তিনি ছিলেন একজন প্রথিতযশা সাহিত্যিক।

১৯০৭ - ভগৎ সিং, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রসিদ্ধ ভারতীয় বিপ্লবী শহীদ।

১৯১৮ - মার্টিন রাইল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী।

১৯২৪ - ফ্রেড সিংগার, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ।

১৯২৫ - রবার্ট এডওয়ার্ডস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।

১৯৩২ - অলিভার উইলিয়ামসন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।

১৯৩২ - যশ চোপড়া, তিনি ভারতীয় চলচ্চিত্রকার।

১৯৪৬ - নিকস আনাস্টাসিয়াডেস, তিনি সাইপ্রাসের আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

১৯৫৭ - চার্লস উইলিয়াম জেফ্রি অ্যাথে, তিনি ইংরেজ সাবেক ক্রিকেটার ও ফুটবলার।

১৯৬২ - গেভিন রল্ফ লারসেন, তিনি নিউজিল্যান্ড ক্রিকেটার।

১৯৬৮ - মারি কিভিনিয়েমি, তিনি ফিনল্যান্ডের রাজনীতিবিদ ও ৪১তম প্রধানমন্ত্রী।

১৯৭২ - গ্বয়নেথ পাল্টরও, তিনি আমেরিকান অভিনেত্রী, ব্লগার ও ব্যবসায়ী।

১৯৭৬ - ফান্সিস্কো টট্টি, তিনি ইতালীয় ফুটবলার।

১৯৮১ - ব্রেন্ডন ম্যাককুলাম, তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার।

১৯৮৪ - এভ্রিল রমোনা লাভিন, তিনি কানাডিয়ান গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।

১৯৯১ - সিমোনা হালেপ, তিনি রোমানিয়ান টেনিস খেলোয়াড়।

মৃত্যু:

১৫৫৭ - গো-নারা, তিনি ছিলেনজাপানের সম্রাট।

১৭৮৩ - এটিয়েনে বেযোউট, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও তাত্ত্বিক।

১৮৩৩ - রাজা রামমোহন রায়, তিনি ছিলেন প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ও বাঙালি দার্শনিক।

১৮৯১ - ইভান গোঞ্চারোভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক ও সমালোচক।

১৯৩৩ - কামিনী রায়, তিনি ছিলেন বাঙালি কবি।

১৯৪০ - জুলিয়াস ওয়াগনার-জারেগ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক।

১৯৭১ - নাজমুল হক, তিনি ছিলেন বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার।

১৯৭২ - শৃগালি রামাব্রদম রঙ্গনাথন, তিনি ছিলেন ভারতীয় গণিতজ্ঞ, গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ।

১৯৯৬ - মোহাম্মদ নাজিবুল্‌লাহ, তিনি ছিলেন আফগান চিকিৎসক, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

২০০৫ - রোনাল্ড গোলিয়াস, তিনি ছিলেন ব্রাজিলের কৌতুকাভিনেতা ও অভিনেতা।

২০০৭ - কেঞ্জি নাগাই, তিনি ছিলেন জাপানি আলোকচিত্রী ও সাংবাদিক।

২০১৩ - অস্কার কাস্ত্রো-নেভেস, তিনি ছিলেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত আমেরিকান গিটার, সুরকার ও পথপ্রদর্শক।

২০১৫ - ফ্রাঙ্ক টাইসন, তিনি ছিলেন ইংরেজ ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ ও সাংবাদিক।

২০১৬ - সৈয়দ শামসুল হক, তিনি ছিলেন সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সব্যসাচী লেখক।


আরও খবর
ইতিহাসে আজকের এই দিনে

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩

ইতিহাসে আজকের এই দিনে

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




রাজধানীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীর মোহাম্মদপুরে বসিলা ব্রিজের ঢালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সেলিম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বসিলা ব্রিজ থেকে মোহাম্মদপুর আসার পথে ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে বলে জানান, হাজারীবাগ থানার এএসআই গোলাম উদ্দিন মাহমুদ।

তিনি বলেন, মোহাম্মদপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় সিএনজি ও ট্রাকচালক কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহত মোহাম্মদ সেলিম উদ্দিন দক্ষিণ কারিণীগঞ্জের খোলামোড় এলাকার বোরহানউদ্দিনের ছেলে। আহতরা হলে মোছা. সালমা আক্তার, মারফিয়া আক্তার, মারুফা বেগম, রানী বেগম ও মো. ইয়ার হোসেন। এ ঘটনায় আহত সিএনজিচালকের নাম জানা যায়নি। 

আরও পড়ুন>> বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে আগ্রহী চেক প্রজাতন্ত্র

আহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ফাহাদ বলেন, মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সবাই সিএনজির যাত্রী ছিলেন। চারজনের বাসা কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়। আর ইয়ার আলীর বাসা মানিকগঞ্জ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহতদের সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন সবার অবস্থা আশঙ্কাজনক।


আরও খবর
তিন দিনের ছুটিতে ঢাকার রাস্তা ফাঁকা

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




আর দুটি হলে আমার বিরুদ্ধে মামলার সেঞ্চুরি হবে: ফখরুল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার বিবরণ দিতে গিয়ে নিজের মামলার সংখ্যা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা প্রতিদিন প্রায় সবাই মামলার হাজিরা দিতে নিম্ন আদালতে যাই। আমি ক্ষুদ্র মানুষ। আমার বিরুদ্ধেও ৯৮টি মামলা আছে। আর দুটো হলেই সেঞ্চুরি হবে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ ও ক্ষমতাসীনদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মী মামলার জালে বন্দি। নতুন ও পুরাতন মিলিয়ে করা সব মামলায় বিএনপি নেতাকর্মীদের সময় কাটছে আদালতের বারান্দায়। এসব মামলার হাজিরার কারণে দলটির নেতাকর্মীরা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারছেন না।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানস্থ লেকশোর হোটেলে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কারেন্ট স্টেট অব জুডিশিয়ারি: এ টুল টু অপরেস অপজিশন ইন বাংলাদেশ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।

বিরোধীদলের নেতাকর্মীদের দমনে এবং ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার আদালতকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আপনি যদি ঢাকা নিম্ন আদালতে যান, দেখবেন গিজগিজ করছে মানুষ। এসব মানুষ বিএনপির। আমাদের রাজনৈতিক কর্মী, একজনও বাদ নেই। সকালে তারা মামলার হাজিরার কারণে রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারেন না। বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচারব্যবস্থা যেটা আছে, সেটা এখন পুরোপুরি সরকারের হাতে।

বিচারব্যবস্থা দলীয়করণ হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বর্তমানে পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদের মতো কথা বলেন। বিচারব্যবস্থা পুরোপুরিভাবে দলীয়করণ হয়ে গেছে। এমনিভাবে সমস্ত জায়গায় জবরদখল প্রতিষ্ঠা করেছে সরকার। লক্ষ্য একটাই, ভিন্ন কায়দায় বাকশাল প্রতিষ্ঠা করা।

বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে। তারা আর এই সরকারকে দেখতে চায় না। অচিরেই তারা এ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। বিজয় আমাদের সুনিশ্চিত।

আরও খবর
খালেদা জিয়ার কোনও উন্নতি দেখছেন না চিকিৎসকরা

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




ধোলাইখালে বিএনপির সমাবেশ শুরু

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে রাজধানীর ধোলাইখালে সমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে চলছে সমাবেশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর তিনটা থেকে সমাবেশ শুরু হয়েছে। এর আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিএনপি জানিয়েছে, যাত্রাবাড়ীর ধোলাইখালের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

সমাবেশে বক্তব্য রাখবেন সিনিয়র নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আর সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সঞ্চালনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

একই সময় সাভারের আমিনবাজারে সমাবেশ হওয়ার কথা ছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে। কিন্তু সেখানে মঞ্চ ভেঙে দেওয়ায় এবং পুলিশের অনুমতি না থাকায় সমাবেশ স্থগিত করা হয়েছে।


আরও খবর
খালেদা জিয়ার কোনও উন্নতি দেখছেন না চিকিৎসকরা

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩