আজঃ সোমবার ২৯ মে ২০২৩
শিরোনাম

গোয়াল ঘরে আগুন, কৃষকের ৯ গরু-ছাগল পুড়ে ছাই

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৪ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি

Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে এক কৃষকের গোয়ালঘরে থাকা নয়টি গরু-ছাগল আগুনে ভস্মীভূত হয়েছে। বুধবার (২৪ মে) গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার এ তথ‌্য নিশ্চিত করেছন।

মঙ্গলবার (২৩ মে) রাতে উপজেলার রাখালবুরুজ ইউপির ধর্মপুরের উত্তর ছয়ঘরিয়ার জগন্নাথপুরে কৃষক বুলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আট জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু

ইনচার্জ আরিফ আনোয়ার জানান, মঙ্গলবার রাতে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ঘটনাস্থল প্রত্যন্ত গ্রাম এবং রাস্তা সরু হওয়ায় যাওয়ার আগেই গোয়ালঘরে থাকা দুটি গরু এবং সাতটি ছাগল পুড়ে মারা গেছে। এ সময় গোয়াল ঘরের পাশে থাকা একটি ঘরের পালা আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরের পাশে রান্নার চুলা থেকে এ ঘটনা ঘটে।

 

নিউজ ট্যাগ: গোয়াল ঘরে আগুন

আরও খবর