আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

গরমে রোদে পোড়া ত্বকের যত্নে নিন আইস ফেসিয়াল

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

ফাল্গুনের রোদ আর উষ্ণ হাওয়ায় দিনদিন তাপমাত্রা বাড়ছে। বলা চলে গরম প্রায় পড়েই গিয়েছে। ইতোমধ্যেই কপালে ঘাম জমতেও শুরু করেছে। অন্যান্য বছরের মতো এবারও নিশ্চয়ই আইস ফেসিয়াল করাবেন বলেই ভাবছেন? তাহলে জেনে নিন এই ধরনের ফেসিয়ালের খুঁটিনাটি।

আইস ফেসিয়ালের মাধ্যমে মূলত মুখ ও গলার ত্বক পরিষ্কার করা হয়। চাইলে রোদের তাপে প্রায় পুড়ে যাওয়া হাতেও বরফ ঘষে পরিষ্কার করতে পারেন।

অনেকেই চোখের তলা ফুলে যাওয়ার সমস্যায় ভোগেন। তারা আইস ফেসিয়াল করাতে পারেন। তাতে চোখের তলার ফোলাভাব কমবে। খুব সহজেই হয়ে উঠতে পারেন তরতাজা। আপনার ত্বক কী ভীষণ খসখসে হয়ে গিয়েছে? উত্তর হ্যাঁ হলে অবশ্যই করাতে পারেন আইস ফেসিয়াল।

গরমে অনেকের বাইরে বেরলে রোদের তাপে ত্বক পুড়ে যায়। সেই সমস্যা থেকে বাঁচতে অবশ্যই আইস ফেসিয়াল করান। তাতে ত্বকের জ্বালাভাব দূর হবে। মিলবে রেহাই। গ্রীষ্মকালে মাইগ্রেনের সমস্যায় ভোগেন অনেকেই। তারা অবশ্যই আইস ফেসিয়াল করান। হলফ করে বলা যায় সমস্যা দূর হবেই।


আরও খবর