২০১৬ সালের ৪ ডিসেম্বর বেলা আড়াইটায় লাইব্রেরী বাজার দোকান থেকে আব্দুল গাফফার পিয়াসকে সাদা পোষাকে তুলে নিয়ে গুম করে দেওয়া হয়। দীর্ঘ ৮ বছর যাবত গুমকৃত আব্দুল গাফফার পিয়াসের এর সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেস ক্লাব অডিটোরিয়ামে এ সংবাদ করা হয়।
সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্য পাঠ করেন নিখোঁজ আব্দুল গাফফারের বড় ভাই আব্দুল হামিদ, মৌখিক বক্তব্য বলেন, ৮ বছর আগে আমার দোকান থেকে আমার ছোট ভাই আব্দুল গাফফার পিয়াসকে সাদা পোষাক ও সাদা মাইক্রো বাসে করে তুলে নিয়ে যায়। তারপরে অনেক চেষ্টা করেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা থানায় নিখোঁজ ডায়রি করতে গেলে সে সময়ের পাবনা সদর থানার ওসি আব্দু: রাজ্জাক ডায়রি নেয়নি। সে কোন অপরাধের সাথে জড়িত ছিল কিনা সে বিষয়ে কেউ কিচ্ছু জানায়নি। সে অবৈধ কোন সংগঠন বা অপরাধের সাথে জড়িত কিনা তা আমরাও জানি না। তার বিরুদ্ধে কোন মামলা আছে কি না সে বিষয়ে কেউ কিচ্ছু জানায়নি। অথচ এভাবে দীর্ঘ আট বছর তাঁকে গুম করে রাখা হয়েছে।
তিনি বলেন, যদি সে কোনো অন্যায় বা অপরাধের সাথে জড়িত থাকে দেশীয় আইন অনুযায়ী তার যে শাস্তি হয় আমরা মেনে নিবো। তবুও সে বেঁচে আছে কিনা বা গুম সংক্রান্ত বিষয়টি খোলাসা হোক। এসময় গুম হওয়া আব্দুল গাফফার পিয়াসকে ফিরিয়ে দেবার আকুতি জানান তার পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুম হওয়া আব্দুল গাফফার পিয়াসের মা সালেহা খাতুন, ভাবী সুরাইয়া খাতুন, বড় বোন সম্পা খাতুন, ছোট বোন সুমাইয়া মিম প্রমুখ।